Wednesday, November 30, 2022

আসল ভিডমেট এপ ডাউনলোড করার উপায় ২০২২

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে আপনারা কিভাবে আসল ভিডমেট এপ ডাউনলোড করবেন সেই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

 

ভিডমেট কি?

ভিডমেট অ্যাপ হলো ইউটিউব ও অন্যা সকল ভিডিও প্লাটফর্ম থেকে ভিডিও গুলো ডাউনলোড করার জন্য সেরা ও বিখ্যাত একটি ভিডিও ডাউনলোডিং অ্যাপ।

যদিও আসল ভিডমেট অনেক আগে থেকেই আমাদের জন্য ইন্টারনেটে শেয়ার করা হয়েছে, তবুও অনেকেই এই আসল ভিডমেট এপ কিভাবে ডাউনলোড করবেন তা জানেনা। এর মূল কারণ হলো এখন বর্তমানে অনেক ধরণের নকল ভিডমেট এপ ও বের হয়েছে। যে গুলো ব্যবহারে কোনো ভাবেই আসল ভিডমেট এর সুবিধা পাওয়া যায় না। আর আসল ভিডমেট এপ বর্তমানে প্লে স্টোর এও নেই। যার ফলে এটি পেতে আমাদের বেশি অসুবিধা হচ্ছে। তবে আজকের পোস্ট টি পড়ে আপনি খুব সহজেই আসল ভিডমেট এপ ডাউনলোড করতে পারবেন।

 

আসল ভিডমেট এপ কেন ব্যবহার করবেন?

আপনি যদি কোনো বড় ভিডিও আপলোডিং প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে চান তো সেগুলো আপনি খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারেন, যেমনঃ ইউটিউব। কিন্তু এখানে থেকে ডাউনলোড করা ভিডিও ডাউনলোড হয় সরাসরি আমাদের সেই ইউটিউব এপে। যার ফলে সেটি মোবাইলের স্টোরেজ ও অনেক খেয়ে নেয়।

কিন্তু আপনি যদি এই ভিডমেট এপ ব্যবহার করেন তাহলে আপনি এই ভিডমেট থেকে যে কোনো ভিডিও আপনার ফোনে কিংবা ফোনে থাকা মেমোরিতে ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি এমন কিছু চান তো অবশ্যই ভিডমেট এপ ব্যবহার করবেন।

 

আসল ভিডমেট এর প্রয়োজনীয়তা

আমি উপরেই তো বললাম, যদি আপনি কোনো ভিডিও সরাসরি আপনার ফোনে কিংবা মেমোরি তে ডাউনলোড করতে চান তো এই আসল ভিডমেট এপ ব্যবহার করতে পারেন।

কারণ আপনি শুধু একটি আসল ভিডমেট দিয়েই – ইউটিউব, ফেসবুক,ডেইলিমোশন, টুইটার, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যত ভিডিও প্লাটফর্ম আছে। সব গুলো প্লাটফর্ম থেকেই আপনি খুব সহজেই ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন আপনার মেমোরিতে। মুলত এটাই হলো আসল ভিডমেট প্রয়োজনীয়তার প্রধান কারণ।

আরো পড়ুনঃ-
১.Green tea shot recipe: There is no tea in the green tea shot recipe.
২.কপি পোস্ট চেকার সেরা ২ টি ওয়েবসাইট।

 

আসল ভিটমেট এর সুবিধা কি?

আসল ভিডমেট এর অনেক সুযোগ সুবিধা রয়েছে। নিম্নে আমি আপনাদের সামনে আসল ভিডমেট এর কিছু সুবিধা তুলে ধরা হলোঃ

১. আপনি চাইলে অডিও, ভিডিও, সফটওয়্যার, ফটো ইত্যাদি লক করে রাখতে পারবেন।

২. যেকোনো প্লাটফর্ম থেকে যেকোনো ভিডিও দ্রুত ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে।

৩. প্লে স্টোর এর মতো, হাজার হাজার বিখ্যাত অ্যাপস ডাউনলোড কর‍তে পারবেন।

৪. ইউটিউব সহ আরও অন্যান্য প্লাটফর্ম এর ভিডিওকে অডিও আকারে ডাউনলোড করতে পারবেন।

৫. সকল ধরনের ভিডিও একদম ফুল এইচডি আকারে ডাউনলোড করতে পারবেন।

৬. বিভিন্ন ধরনের ফাইল, যেমন : ভিডিও, ছবি, অডিও, সফটওয়্যার ইত্যাদি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন।

 

আসল ভিডমেট এপ কিভাবে ডাউনলোড করব

আপনি হয়তো এর আগে বিভিন্ন যায়গা থেকে আসল ভিডমেট এপ ডাউনলোড করার চেষ্টা করেছেন। প্লে স্টোর থেকে নানা ভিডমেট এপ ডাউনলোড করেছেন। কিন্তু সেগুলো থেকে কাজের কাজ একটাও হয় নি। তো আপনি যদি আসল ভিডমেট এপ ডাউনলোড করতে চান তাহলে আমার নিচে দেওয়া লিংক এ ক্লিক করে দিন।

আসল ভিডমেট এপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উপরের লিংক এ ক্লিক করলে নিম্নের স্ক্রিনশট এর মতো আসবে,

 

আসল ভিডমেট এপ ডাউনলোড করুন
আসল ভিডমেট এপ ডাউনলোড করুন

 

ব্যস, এরকম আসলে আপনার এপ টি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এর পর এপ ডাউনলোড হয়ে গেলে, সেটাকে ইন্সটল করে নিন। তারপর আসল ভিডমেট এপ এর মজা নিন।

 

তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Shihab
Shihabhttps://skytube.ml
নিজে যা জানি তা অন্যকে জানাতে ভালোবাসি আর্টিকেলের মাধ্যমে। বিভিন্ন ওয়েব সাইটে লেখালেখি করি.
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here