এন্ড্রয়েড এর জন্য সেরা একটি লাঞ্চার এপ। লো ভার্সণ এন্ড্রয়েড ফোনের জন্য বেস্ট.!!

হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের জন্য সেরা একটি লাঞ্চার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের একটি লাঞ্চার নিয়ে কথা বলবো। বর্তমানে আমরা তো সকলেই প্রায় এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। অনেকেই আছি যারা অনেক আগের ফোন ব্যবহার করি। নতুন ফোন কেনা হয়ে উঠতেছে না। তো তাদের ফোনে কিন্তু নতুন সব এন্ড্রয়েড এর ভার্সন এর লাঞ্চার গুলা আর পাওয়া যায় না।

এর ফলে মাঝে মাঝে আমাদের ফোন ব্যবহার করতেও বোরিং লাগে। দুই মাস আগ পর্যন্তও আমার কাছে একটা ফোন ছিলো “Samsung Galaxy J2”, এটা ২০১৬ সালের রিলিজ করা ফোন যাতে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ৬ ব্যবহার করা হয়েছিলো। আর এখনকার ফোন গুলোতে ব্যবহৃত হয় এন্ড্রয়েড ১১, ১২, ১৩ এর মতো নতুন ভার্সন। তাহলেই বুঝে নিন সেই ফোনের ভার্সন কতটা লো ছিলো।

তো সেই ফোন ও ব্যবহার করতে করতে আমি নিজেও অনেকটা বিরক্ত ফিল করতাম। তো এর জন্য আমি অনেক রকমের লাঞ্চার ব্যবহার করেছি এই বোরিং ফিল থেকে মুক্তি পাওয়ার জন্য। আর শেষ এ গিয়ে আমি এমন কয়েকটা লাঞ্চার পেয়েছিলাম যেগুলো দিয়ে একদম নতুন অপারেটিং সিস্টেম এর লাঞ্চার এর মতো নিজের ফোনে ব্যবহার করতে পারছিলাম।

তবে সেই সুখ বেশিদিন থাকে নি। ২ মাস পরেই আরেকটা নতুন ফোন কিনেছি। ??, কিন্তু ওই লাঞ্চার গুলো আসলেই অনেক ভালো ভাবে কাজ করতেছিলো। তো আমার মনে হয় আমার মতো আরো অনেক জন ই এই রকম সমস্যা টি ফেস করতেছেন। যদিও এখন সবার কাছেই নতুন ফোন গুলো থাকে যেগুলোর অপারেটিং সিস্টেম ১১-১৩ আপ, তাও এখন ও অনেকে আছেন যারা ওল্ড মডেল ব্যবহার করেন।

তো তারাও হয়তো আমার মতো বিরক্ত হন এক রকম লাঞ্চার ব্যবহার করতে করতে। তো তাদের জন্য আমি আজকে আমার ব্যবহার করা সেরা লাঞ্চার টি নিয়ে এসেছি যেটা দিয়ে আপনারা নতুন লাঞ্চার এর মতো ফিল পাবেন নিজের ওল্ড ফোনেই। তো চলুন আমরা দেখে নেই সেই লাঞ্চার এপ্লিকেশন টি

আর একটি মূল কথা, সেটা হলো এই লাঞ্চার টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা কোনো ৩য় পার্টি এপ না। তো, ফোনে এটা ভালো ভাবেই রান করবে। আর যেহেতু এটা প্লে স্টোরেই আছে তাই আমি আর এটার ডাউনলোড লিংক দিবো না। আপনারা প্লে স্টোর এ সেটার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।

 

এন্ড্রয়েড এর জন্য বেস্ট লাঞ্চার

নিচে আমি নাম ও এপ এর একটি স্ক্রিণশট সহ লাঞ্চার এপ টি রিভিউ তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের তা ভালো লাগবে আর খুব সহজেই সেগুলো কালেক্ট করতে পারবেন।

 

Sky Launcher

20220420 235011

আমার মনে এন্ড্রয়েড এর জন্য সব থেকে ভালো লাঞ্চার এটিই। আমি ব্যক্তিগত ভাবে এই লাঞ্চার টি দেড় মাসের মতো ব্যবহার করেছি। এছাড়া এই এপ টি এর ফিচার গুলো যাস্ট অসাধারণ যা দেখলে আপনারো ভালো লাগবে। তবে, এটি যেহেতু কোনো ভিডিও না। তাই আপনারা দেখতে পারবেন না, তাও আমি চেষ্টা করবো সুন্দর করে এর বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার। এই লাঞ্চার এ আপনারা অনেক রকমের ফিচার পাবেন যেগুলো ব্যবহার করে নিজের ও অনেকটা ভালো লাগবে।

 

Launchers

এই লাঞ্চার টি এর অন্যতম ফিচার হলো এই একটি লাঞ্চার এপ এর ভেতরেই ২০+ লাঞ্চার পেয়ে যাবেন। গুগল, এপল, আইওএস ইত্যাদি এর মতো ভালো ভালো কোম্পানী এর ফোন গুলো এর লেটেস্ট লাঞ্চার গুলো পাবেন আপনারা এই এপ এ। আর সেগুলো হবে একদম ফ্রি। তবে কয়েকটা রয়েছে যেগুলো প্রিমিয়াম, তবে আপনারা চাইলে ১০-৩০ সেকেন্ড এর একটি এড দেখার মাধ্যমে সেটা ফ্রি তে ব্যবহার করতে পারবেন। তো এই ফিচার টি আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই লাঞ্চার এপ টি এর।

 

3D Wallpapers

এই এপ টি এর ২য় ফিচার টি ও অনেক সুন্দর ও বৈশিষ্ট্যপূর্ণ। আমরা যদি ফোনে কোনো 3D ওয়ালপেপার দিতে চাই তো আমাদের এর জন্য আলাদা এপ ব্যবহার করতে হয়। কিন্তু! কিন্তু! কিন্তু! এই এপ এ আপনারা লাঞ্চার এর পাশাপাশি ১০০+ লেটেস্ট 3ডি ওয়ালপেপার পেয়ে যাবেন ফোনে সিলেক্ট করার জন্য। আর চাইলে সেগুলোকে সাউন্ড এর সাথেও সিলেক্ট করতে পারবেন।

 

Icon Pack

এই এপ এর ৩য় ফিচার টি হলো, আপনি আপনার ফোনে একটি লাঞ্চার ব্যবহার করলেন। কিন্তু সেটার আইকন লোগো গুলো ভালো লাগলো না। তো এমন হলে আপনি চাইলে আইকন প্যাক থেকে অন্য কোনো লাঞ্চার এর আইকন প্যাক লাগাতে পারবেন। মানে হলো আইকন হবে এক এপ এর আর লাঞ্চার হবে আরেক এপ এর। আসলেই এমন টা আমি আগে কোনো যায়গায় দেখি নি। এই প্রথম এপ যেখানে এমন পেয়েছি।

 

Home Screen Edit

এই এপ এর আরো একটি ফিচার হলো চাইলেই আপনারা আপনাদের ফোনের হোম স্ক্রিন, ফ্লোটিং উইন্ড এর সকল কিছু ইডিট করতে পারবেন নিজের মতো করে। তো এই ফিচার টি ও যাস্ট অসাধারণ।

 

Play Store Rank

এক কথায় বলতে গেলে এই এপ টি অল ইন ওয়ান প্যাক। লাঞ্চার, ওয়ালপেপার, থিম, আইকন, ইডিট, উইডথ ইত্যাদি সকল কিছু এক এপেই পাবেন। এই এপ টি প্লে স্টোর এ সর্বোচ্চ ৫ রেটিং এর মধ্য ৫ টি রেটিং ই পেয়েছে। তাহলে ভাবুন এটা ঠিক কত ভালো একটি এপ। এই এপ টি এর রিভিউ সংখ্যা প্রায় ৪ হাজার।

এবং এই এপ টি প্লে স্টোর থেকে ৫০০ হাজার বার এর ও বেশি বার ডাউনলোড করা হয়েছে৷ আর এই এপ টি এর সাইজ মাত্র ২৫ এমবি। আশা করি আপনাদের এই এপ টি অনেক ভালো লাগবে। এই এপ টি প্লে স্টোর থেকে খুব সহজেই কালেক্ট করতে পারবেন উপরে আমার দেওয়া নাম ও স্ক্রিণশট টি দেখে।

 

আর আপনাদের জন্য আমি আরো 1 টা স্ক্রিণশট দিচ্ছি এই এপ এর। যাতে আপনাদের এপ টি কালেক্ট করতে কোনো সমস্যা না হয়।

20220420 235053

তো এই লাঞ্চার এপ টি আমি আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আপনারা এমন কোনো এপ খুব সহজে পাবেন না যেগুলো তে এত ফিচার এক সাথে পাবেন। তো যদি মিস করতে না চান তাহলে এই এপ টি ব্যবহার করতে পারেন।

 

তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment