বিভিন্ন ধরনের ফুলের ছবি ২০২২– সুন্দর ফুলের পিকচার

ফুলের প্রতি সকল মানুষের মনে অন্যরকম একটা অনুভূতি থাকে। সে জন্য বিশেষ মূহুর্ত গুলোতে আমরা সবাই কম বেশি বিভিন্ন ফুলের ছবি খুঁজে থাকি। আবার অনেক সময় মন খারাপের সময় সুন্দর ফুলের ছবি দেখলে মন ভালো হয়ে যায়। তাছাড়া এই তথ্য প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়ায় যুগে মাঝে মধ্যে ফেসবুকে, টিউটারে, ইন্সটাগ্রামে ইত্যাদি যায়গায় আমাদের ফুলের ছবি আপলোড করতে মন চায়।

অতীতকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগের কবি-সাহিত্যিকরা ফুল নিয়ে অসংখ্য প্রেম ভালোবাসার কবিতা,গল্প,উপন্যাস লিখে গেছেন। ফুল নিয়ে একটা প্রবাদ প্রচলিত আছে,
”যে ব্যক্তি ফুলকে ভালোবাসে না, সে মানুষকেও ভালবাসতে পারে না।”

আজকের পোস্টে আমরা অসংখ্য ফুলের ছবি ও ফুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

প্রকৃতির নিয়মে মানুষ সুন্দরের প্রতি আকর্ষিত। আর ফুল যেহেতু সুন্দর্যের প্রতিক, সেহেতু ফুলকে ভালোবাসে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে আমাদের এই পৃথিবীতে। আপনি যদি ফুল পছন্দ করে থাকেন এবং বিভিন্ন ধরনের ফুলের HD ছবি খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার ১০০ ভাগ কাজে লাগবে। ShopTips24.com এর আজকের এই পোস্ট থেকে আপনি আকর্ষণীয় সব ফুলের ছবি ডাউনলোড করে নিতে পারবেন।

লাল গোলাপ ফুলের ছবি

প্রকৃতির বিভিন্ন কারণে আমাদের এই পৃথিবীতে নানান বৈশিষ্ট্যর অনেক ফুল রয়েছে। তার মধ্য একটি হলো গোলাপ ফুল যাকে অনেক দেশে ফুলের রাণীও বলা হয়ে থাকে। প্রকৃতির বৈষম্যর কারণে অনেক ধরনের গোলাপ ফুল এর দেখা পাওয়া গেছে আমাদের এই পৃথিবীতে। কিন্তু লাল গোলাপের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি রয়েছে। কারণ লাল গোলাপকে ভালোবাসার সবচাইতে উত্তম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষকরে করে প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রে লাল গোলাপ ভালোবাসা প্রকাশের উত্তম মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে থাকে যা আমরা সবাই দিয়ে আসছি। প্রতি বছর ১৪ই ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসার প্রতিক হিসেবে প্রচুর পরিমানে লাল গোলাপ আদান-প্রদান হয়ে থাকে।আমাদের দেওয়া নিচের থেকে আপনারা আপনার পছন্দের ধরনের লাল গোলাপ ডাউনলোড করতে পারবেন।এবং আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন প্রিয়ো জনের সাথে।

USER SCOPED TEMP DATA orca image 1632296796


USER SCOPED TEMP DATA orca image 1687081546

USER SCOPED TEMP DATA orca image 1423026550

USER SCOPED TEMP DATA orca image 426821165

হলুদ গোলাপ ফুলের ছবি

গোলাপ ফুলের মধ্যে হলুদ গোলাপ দেখতে বেশ আকর্ষণীয়। হলুদ গোলাপ সচারাচর দেখা যায় না। হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্ব, পরম নির্ভরতা, আনন্দ-উচ্ছাস ও ভালবাসার এক অসাধারণ প্রতীক।হলুদ গোলাপ  সাধাণরতণ একে অপরকে স্বাগত জানাতে এবং একে অপরের সাথে দেখা করার সময় ব্যবহার করা হয়। আপনার জীবনে বন্ধুত্বের মূল্য বুঝাতে প্রিয়-বন্ধুকে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন। আর দেওয়ার না থাকলে আমায় হলুদ গোলাপ দিতে পারেন।

USER SCOPED TEMP DATA orca image 1641530946


USER SCOPED TEMP DATA orca image 393144113

USER SCOPED TEMP DATA orca image 1370330820

USER SCOPED TEMP DATA orca image 1447896583

সাদা গোলাপ ফুলের ছবি

সাদা গোলাপ  সাধারণত শোক পালনে ব্যবহার করা হয়। আপনি হয়ত লক্ষ্য থাকবেন যে, বিয়ের সময়ও কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। তারমানে হচ্ছে সাদা গোলাপ নতুন জীবন শুরুর প্রতীক, আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। কাউকে মিস করলে আপনি তাঁকে সাদা গোলাপ পাঠিয়ে নিজের মনের লুকায়িত ভাব প্রকাশ করতে পারেন। আমিও মাঝে মাঝে সাদা গোলাপ দিয়ে প্রিয় মানুষ এর মন রক্ষা করি।দেখে নিন সাদা গোলাপ ফুলের ছবি।

USER SCOPED TEMP DATA orca image 1287417812


USER SCOPED TEMP DATA orca image 1446489771

USER SCOPED TEMP DATA orca image 261128370

USER SCOPED TEMP DATA orca image 602380877

কমলা গোলাপ ফুলের ছবি

বর্তমানে ফ্যাশন বুঝাতে কমলা রংয়ের ব্যবহার অনেক বেশি। কমলা গোলাপ ফুল হচ্ছে আবেগ, উৎসাহ ও উদ্দীপনার প্রতীক। সাধারণত সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে কমলা রংয়ের গোলাপ ব্যবহার করা হয়। এক সাথে সঙ্গির পথ চলার সাহস যোগাতে ও কমলা রংয়ের গোলাপ ব্যবহার করা হয়ে থাকে।

USER SCOPED TEMP DATA orca image 1203632383


USER SCOPED TEMP DATA orca image 375650147

USER SCOPED TEMP DATA orca image 1347668664

USER SCOPED TEMP DATA orca image 78372289

কালো গোলাপ ফুলের ছবি

কালো মানেই শোক বা দূঃখের প্রতীক। আর কালো গোলাপ শোক বা দূঃখের প্রতীক হবে না তা কি করে হয়। কালো গোলাপ সাধারণত মৃত্যু বা দূঃখের প্রতীক। সে জন্য কালো গোলাপ সবচেয়ে বেশি দুঃখজনক কে প্রদান করা হয়। কালো গোলাপ কাউকে দেওয়ার আগে লোকটির বিশ্বাস সম্পর্কে ভালো ধারনা থাকা খুব দরকার না হয় আপনাদের মাঝে ভুল বুঝা বুঝি হতে পারব।

USER SCOPED TEMP DATA orca image 1467651744


USER SCOPED TEMP DATA orca image 1908889502

USER SCOPED TEMP DATA orca image 1885957481

USER SCOPED TEMP DATA orca image 561007908

বেলি ফুলের ছবি

মেয়েদের আলংকার হিসেবে বেলি ফুলের ব্যবহার ব্যাপক জনপ্রিয়। মূলত ফুলের তোড়া ও মালা তৈরিতে এর বেলি ফুল বেশি ব্যবহৃত হয়। তাছাড়া মেয়েদের গলার মালা বেশ জনপ্রিয় বেলি ফুল। বেলি ফুলের তেল বেশ সুপরিচিত ও কার্যকরী। সাধারণত গ্রীষ্ম ও বর্ষায় একটি থোকায় কয়েকটি ফুল ফোটে। ফুলের আকার ও গড়ন অনুসারে বেলি ফুলের কয়েকটি প্রজাতি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও বেলিফুলের অনেক গুনাগুন রয়েছে। তবে রাতের বেলা বেলি ফুল গাছের কাছে না যাওয়াটাই ঊচিত। কেননা রাতে বেলি ফুলের সুবাস দিনের বেলার থেকে অনেক গুন বেড়ে যায়। যার ফলে অনেক সময় রাতে বেলি ফুল গাছের কাছে সাপের আগমন ঘটে। তাই রাতের বেলায় বেলি ফুলের গাছের নিছে যাওয়া উচিত না।

USER SCOPED TEMP DATA orca image 1240001826

সূর্যমুখী ফুলের ছবি

সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। জবা ফুল ফুটতে প্রায় ১ বছর সময় লেগে যায়। একটি পূর্নবয়স্ক সূর্যমুখী ফুল আকারে অনেক বড় হয়ে থাকে এবং সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর হয়। এই ফুল শুধু ফুল হিসেবেই এটি পরিচিত নয়। সূর্যমুখী ফুল দেখতে রূপময় গুণেও অনন্য। সূর্যমুখীর বীজের তেল স্বাস্থ্যর জন্য অনেক উপকারী। নিছে  সূর্যমুখী ফুলের ছবি দেওয়া হলোঃ

USER SCOPED TEMP DATA orca image 711190670

রজনীগন্ধা ফুলের ছবি

বেলি ফুলের মতো সর্বাপেক্ষা জনপ্রিয় ফুলগুলোর মধ্যে রজনীগন্ধা অন্যতম। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজানোর কাজে সবচেয়ে বেশি রজনীগন্ধা ফুল ব্যবহৃত হয়। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজানোর জন্য রজনীগন্ধা ফুল ছাড়া আর কোনো ফুল সোবা পায় না। এছাড়া রজনীগন্ধা ফুলের হতে সুগন্ধিও তৈরি হয়ে থাকে। আপনার মন খারাপ থাকলে সবুজ চিকন কাণ্ডজুড়ে ধবধবে সাদা রজনীগন্ধা ফুল মনটাই ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।। রজনীগন্ধা ফুল বাতাসে প্রচুর পরিমানে সুগন্ধি ছড়ায়। দেখে নেই কয়েকটি রজনীগন্ধা ফুলের ছবি।

USER SCOPED TEMP DATA orca image 251556162

জবা ফুলের ছবি

জবা ফুলের ছবি। জবা অনেক সুন্দর এবং আকর্ষণীয় ফুল। এ ফুল গোলাপ ফুলের মতো অনেক রকম হয়ে থাকে। যেমন জবা ফুল গোলাপি, সাদা, লাল ও হলুদ সহ আরো নানা বর্ণের হয়। বাংলাদেশের প্রায় সব জায়গাই দেখা যায় এই ফুল। মেয়েদের চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেয়েরা জবা ফুল চুলের সাথে বেধে দেয়।প্রায় সারা বছরই জবা ফুল ফোটে। জবা ফুল মেয়েদের মাথায় অনেক সুন্দর ভাবে সুভা পায়। জবা ফুলের ব্যবহাত হিন্দু সমাজের মানুষেরা অনেক্নবেশি করে থাকে।জবা ফুল সাধারণত গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুল ফোটে থাকে। চুলের বৃদ্ধি এবং চুলের সৌন্দর্য জন্য জবাপাতার রস তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগালে অনেক উপকার পাওয়া যায়। নিছে কয়েকটি জবা ফুলের ছবি দেওয়া হলোঃ

USER SCOPED TEMP DATA orca image 101359957

কদম ফুলের ছবি

ফুলের রাজ্যে রানি কদম।বর্ষায় কদম ফুল ফুটে থাকে। কদম ফুলের সৌন্দর্যে বিমোহিত হন না এমন বেরসিক লোক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলা চলে।আমার ছোট বোনতো কদম ফুলের অনেক অনেক বড় ফেন।বর্ষায় প্রেমিকার মনোরঞ্জনে কদমের জুড়ি নেই।কদম ফুল যেনো সাহিত্যকে নিজের আপন করে নিয়েছে। বর্ষার প্রকৃতি বাংলা সাহিত্যে এনে দিয়েছে স্নিগ্ধতা। বর্ষার কদম ফুল নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, উপন্যাস, কবিতা আর গান।নিচে কয়েকটি কদম ফুলের ছবি দেওয়া হলোঃ

IMG 20210711 204900

USER SCOPED TEMP DATA orca image 206311016

রজনীগন্ধা ফুলের ছবি

বেলি ফুলের মতো সর্বাপেক্ষা জনপ্রিয় ফুলগুলোর মধ্যে রজনীগন্ধা অন্যতম। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজানোর কাজে সবচেয়ে বেশি রজনীগন্ধা ফুল ব্যবহৃত হয়। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজানোর জন্য রজনীগন্ধা ফুল ছাড়া আর কোনো ফুল সোবা পায় না। এছাড়া রজনীগন্ধা ফুলের হতে সুগন্ধিও তৈরি হয়ে থাকে। আপনার মন খারাপ থাকলে সবুজ চিকন কাণ্ডজুড়ে ধবধবে সাদা রজনীগন্ধা ফুল মনটাই ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।। রজনীগন্ধা ফুল বাতাসে প্রচুর পরিমানে সুগন্ধি ছড়ায়। দেখে নেই কয়েকটি রজনীগন্ধা ফুলের ছবি।

USER SCOPED TEMP DATA orca image 251556162

পদ্ম ফুলের ছবি

পদ্ম ফুল  দেখতে অনেক সুন্দর। আপনিনপদ্ম ফুল একবার দেখলে পদ্ম ফুলের প্রেমে পরে যাবেন। পদ্ম ফুল সাধারণত পুকুরে এবং জলাধারের গভীরে জন্মায় এবং পদ্ম ফুলের পাতা পানির ওপরে ভেসে থাকলেও এর কন্ড বা মূল(শিকড়) পানির নিচে মাটিতে থাকে। পানির উচ্চতা যত বৃদ্ধি পায় তার সাথে সাথে পদ্ম ফুলের গাছ বৃদ্ধি পেতে থাকে। পদ্ম ফুলের পাতার বোটা অনেক লম্বা, ভেতর অংশ প্রায় ফাঁপা থাকে। পদ্ম ফুলের ডাটার ভিতর অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে। পদ্ম ফুল আকারে বড়। পদ্ম ফুল অসংখ্য নরম কোমল পাপড়ির সমন্বয়ে সৃষ্টি। পদ্ম ফুল হচ্ছে সৌন্দর্য এবং বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। কয়েকটি পদ্ম ফুলের ছবি নিচে দেওয়া হলোঃ

USER SCOPED TEMP DATA orca image 1449908310

গন্ধরাজ ফুলের ছবি

সু-গন্ধে সেরা ফুল হলো গন্ধরাজ ফুল। অনেকেই গন্ধরাজ ফুলের ছবি খুজে থাকে ফুলটিকে ভালো ভাবে চিনার জন্য। গন্ধরাজ ফুল কিন্তু আমাদের দেশে সকল মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। মাঝারি আকার-আকৃতি ও উচ্চতার গুল্ম জাতীয় ফুল গাছ। গাছের পাতা গাঢ় সবুজ ও চীর সবুজ ফুল গাছ। আপনি কি জানেন গন্ধরাজ ফুলের নির্যাস থেকে সুগন্ধী প্রস্তুত করা হয়? রৌদ্রউজ্জল পরিবেশে প্রায় সব ধরনরে মাটিতে এ ফুল উৎপাদিত হয়। কয়েকটি গন্ধরাজ ফুলের ছবি দেওয়া হলোঃ

USER SCOPED TEMP DATA orca image 1767951221

আরো কিছু ফুলের ছবি

ফুল আমরা কমবেশি সবাই ভালোবাসি। ফুল যেমন সুন্দর, তেমনই সুন্দর হয় ফুলের নামগুলো। প্রকৃতির নান্দনিক আরেক সৌন্দর্য হচ্ছে ফুল। সুন্দর সুন্দর ফুলের ছবি দেখলে আমরা সবাই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হই। ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এটি আসলে গাছের ডাল বা শাখার অংশ। কত বিচিত্র আর সুন্দর ফুলই না পৃথিবীতে আছে। নিচে আরো কয়েকবার সুন্দর ফুলের ছবি দেওয়া হলো।

USER SCOPED TEMP DATA orca image 306577680


USER SCOPED TEMP DATA orca image 454664136

USER SCOPED TEMP DATA orca image 130910544

USER SCOPED TEMP DATA orca image 1819322031

USER SCOPED TEMP DATA orca image 66425925

বিভিন্ন ধরনের ফুলের ছবি

বিভিন্ন ধরনের ফুলের ছবি সেয়ার করা হলো আপনাদের ইচ্ছা মতো পিক ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেক ফুলের নাম আমি নিজেও জানি না তার জন্য আন্তরিক ভাবে দুঃখীত।

IMG 20210711 210345

IMG 20210711 210225

শেষ কথা

আজ আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফুলের ছবি সেয়ার করার চেষ্টা করেছি। তবে হে ফুল নিঃসন্দেহে মানুষের মনকে আকৃষ্ট করে। আমরা আপনাদের মাঝে কিছু ফুলের ছবি সেয়ার করার চেষ্টা করেছি। আমাদের সংগ্রহ করা ফুলের ছুবি গুলো আপনার পছন্দ হলে অবশ্যই ফেসবুকে শেয়ার করতে ভুলবে না। সেই সাথে আরো কি ধরনের ফুলের ছবি চান সেটা কমেন্ট করে জানাতে পারেন।

Share the article..

Leave a Comment