সল্প পুজিতে ৫টি পাইকারি ব্যবসার আইডিয়া

পাইকারি ব্যবসার আইডিয়া ২০২২ঃ আপনার কাছে কিছু টাকা আছে। আপনি এই টাকা দিয়ে ব্যবসা করে উন্নতি করতে চান। কিন্তু কি ব্যবসা করবেন তা বুজতেছেন না।আপনার জন্য নিয়ে আসলাম সল্প পুজিতে ৫টি দারুন লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া। তাই শুরু থেকে শেষ অবধি এই আইডিয়া গুলো পড়ুন এবং এই আইডিয়াগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

যে সব পাইকারি ব্যবসায় পুজিঁ কম লাগে এবং জায়গা ও কম লাগে সেসব ব্যবসায় করার সুবিধা বেশি। সেই সাথে খুব স্বল্প পরিসরেই এসব ব্যবসা শুরু করা যায়। ঝুকিও কম থাকে এই সব ব্যবসায়।

গ্রামে ব্যবসার আইডিয়া, উৎপাদন ব্যবসার আইডিয়া, বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা, দুধের ব্যবসার আইডিয়া, পাইকারি ব্যবসার আইডিয়া, ব্যবসার আইডিয়া, ব্যবসার আইডিয়া বাংলাদেশ, ব্যবসার আইডিয়া ২০২১, ব্যবসার আইডিয়া দেখান, ব্যবসার আইডিয়া 2021,, ব্যবসার আইডিয়া pdf, ব্যবসার আইডিয়া ভিডিও, ব্যবসার আইডিয়া দাও, ব্যবসার আইডিয়া বই, ব্যবসার আইডিয়া দেখাও, বিজনেস আইডিয়া, বিজনেস আইডিয়া বাংলা, বিজনেস আইডিয়া বাংলাদেশ, বিজনেস আইডিয়া ২০২১, বিজনেস আইডিয়া ভিডিও, বিজনেস আইডিয়া 2020z বিজনেস আইডিয়া বই, বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, বিজনেস আইডিয়া বাংলা ২০২১, বিজনেস আইডিয়া চাই,

তবে এই পাইকারি ব্যবসা বা যেকোনো ব্যবসা শুরু করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত। ব্যবসা করার সময় কিছু কৌশল ও নিয়ম মেনে চললে অল্প দিনেই ব্যবসায় লাভবান হওয়ার যায়। আর আজ আপনাদের সাথে কম ঝুকিপূর্ণ কিছু পাইকারি ব্যবসার আইডিয়া সেয়ার করবো। এই পাইকারি ব্যবসায় ভালো লাভবান হবেন। এ ধরনের ব্যবসা নতুন ব্যবসায়ী বা পুরাতন ব্যবসায়ী সবাই সহজেই করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া জাক কিছু সল্প পুজিতে ৫টি পাইকারি ব্যবসার আইডিয়া সম্পর্কে।

বিজনেস আইডিয়া কি? বা ব্যবসা আইডিয়া কি?

বিজনেস আইডিয়া বা ব্যবসা আইডিয়া হচ্ছে ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়া।আমরা অনেক সময় ব্যবসা করার ইচ্ছা পোষণ করি।কিন্তু ব্যবসা সম্পর্কে সঠিক ধারনা না নিয়ে যেকোনো একটি ব্যবসা শুরু করে দেয়।পরে দেখা যায় ব্যবসায় সফলতা আসে না।তখন নিরাশ হয়ে যায়। তাই ব্যবসা এর আগে বিজনেস আইডিয়া বা ব্যবসা আইডিয়া থাকা খুব গুরুত্বপূর্ণ।

১. পাইকারি ব্যবসার আইডিয়া (কাগজের প্যাকেট তৈরি)

আপনি চাইলে আপনার পাইকারি ব্যবসাটি কাগজের প্যাকেট তৈরি দিয়ে শুরু করতে পারেন।এখানে আপনি কগজ দিয়ে প্যাকেট তৈরি করতে পারেন। অথবা তৈরিকৃত প্যাকেট কিনে খুচরা বাজারে বিক্রি করতে পারেন।এখানে প্যাকেটের সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে।ছোট প্যাকেটের এক দাম বড় প্যাকেটের এক দাম। আপনি কোনো দোকান ভাড়া না নিয়ে ঘরে বসেই এ কাজ করতে পারবেন খুব সহজেই।

২.পাইকারি ব্যবসার আইডিয়া ( মুড়ি ও চিড়ার ব্যবসা)

বর্তমানে সবচেয়ে ভালো লাভবান পাইকারি ব্যাবসা হচ্ছে মুড়ি ও চিড়ার ব্যবসা। এখানে শ্রম ও মুলধন কম লাগে কিন্তু লাভ অনেক বেশি থাকে। আপনি চাইলে চাল কিনে নিজেই মুড়ি চিড়া উৎপাদন করতে পারেন অথবা যারা মুড়ি চিড়া উৎপাদন করে তাদের থেকে পাইকারি দরে কিনে খুচরা বাজারে বিক্রি করতে পারেন।

মুড়ি ও চিড়ার ব্যবসা আমাদের এখানে খুব কম মানুষেই করে। তাই মুড়ি ও চিড়ার ব্যবসা অধিক লাভজনক পাইকারি ব্যাবসা। তাছাড়া মুড়ি ও চিড়া এর চাহিদা সারা বছরেই থাকে। তবে রোজা এবং পুজোতে মুড়ি ও চিড়া এর চাহিদা একটু বেশি থাকে।

৩. পাইকারি ব্যবসার আইডিয়া (মাছের খাবারের ব্যবসা)

মাছের খাবারের ব্যবসার আইডিয়াটি অনেক মানুষ করছে ইতিপুর্বে। তবে আপনার এলাকায় এই ব্যবসা কেউ না করে থাকে এটি আপনি করতে পারবেন। তবে এখানে আপনি নিজেই মাছের খাবার তৈরি করতে হবে। মাছের খাবারের ব্যবসা মাছের খাবার তৈরি করতে কয়েক রকমের কাঁচামালের প্রয়োজন হয়ে থাকে। সে গুলো দিয়েই আপনি মাছের খাবার তৈরি করতে পারবেন।

প্রক্রিয়াজাতকরন এসব মাছের খাবারের চাহিদা বেশ ভাল।মাছের খাবারের চাহিদাও সারা বছর থাকে।মৎস খামারিরা তাদের মাছ গুলোকে দ্রুত বড় করে বিক্রি করার মাছের খাবার মাছ গুলোকে খাওয়ায়। তাই এর চাহিদা অনেক বেশি।

৪. পাইকারী ব্যবসার আইডিয়া (জুতার ব্যবসা)

জুতার ব্যবসা এখানে কাচামাল সংগ্রহ করে তারপর দক্ষ কারিগর দিয়ে জুতো বানিয়ে লোকাল বাজারে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতে পারেন। এর জন্য আলাদা কোনো দোকান নেওয়ার দরকার পরবে না। আপনার বাসায় সল্প জায়গাতেই করতে পারবেন এই ব্যবসা।

৫. পাইকারি ব্যবসার আইডিয়া (মুদি পন্যের পাইকারি ব্যবসা)

মুদি পন্যের পাইকারি ব্যবসা করার সহজ উপায় পণ্যের ডিলারশীপ নেয়া। মুদি পন্যের ডিলারশীপের পাশাপাশি আপনি চাউলের ব্যবসা এবং বিভিন্ন মসলার পাইকারি ব্যাবসা করতে পারেন। এগুলোর সব গুলির চাহিদা অনেক বেশি। প্রথমে কম টাকা দিয়ে এই কাজ শুরু করতে পারেন।

আশা করি আপনাদের এসব বিজনেস আইডিয়া থেকে যেকোনো একটা পাইকারি ব্যবসা আইডিয়া ভালো লেগেছে অথবা আপনি পাইকারী ব্যবসা আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে চান।তবে আপনার জন্য উপদেশ থাকবে যেকোনো ব্যবসা শুরু করার পূর্বে ভালো করে ব্যবসা আইডিয়া নিয়ে নেওয়া। তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন। ব্যবসায় সফল এমব ব্যক্তিগনদের থেকে পরামর্শ নিতে পারেন। এতে আপনার ব্যবসা করার দক্ষতা বৃদ্ধি পাবে।

Share the article..

Leave a Comment