দেখে নিন পৃথিবীর সবচেয়ে আজব-আকর্ষণীয় ও দামি ৫ টি ফল

হ্যালো বন্ধুরা আশাকরি সকলে ভালো আছেন। আর ভালো থাকবেন নাইবা কেন কেননা shoptips24.com এর সাথে সকলে ভালো থাকে। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি কন্টেন্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ভাল লাগলে সকলে অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন।

আমরা সকলে বিভিন্ন রকমের ফল খেয়েছি এবং দেখেছি।  কিন্তু আজকে আমি আপনাদের এমন কয়েকটি ফল সম্পর্কে যা এর আগে আপনারা কখনো দেখেন নি। তাহলে চলুন পোস্ট টি করা যাক।

Cucamelon:- আপনি কি কখনো পঞ্চাশটি তরমুজ একসাথে খেতে পারবেন? ভাবছেন এটি আবার কেমন ধরনের প্রশ্ন? পঞ্চাশটি তনুর সাথে কি কখনো খাওয়া যায়? বলবো আপনি পঞ্চাশটি তরমুজ একসাথে খেতে পারবেন। নিচের ছবিতে দেখুন এই তরমুজকে, যার আকার হয়তো আপনি ছবি দেখেই বুঝতে পারছেন। এটি আকারে প্রায় ১.৫-২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আকারে ছোট হওয়ায় এই তরমুজকে মাউস-মেলন ও বলা হয়ে থাকে। কি বন্ধুরা এবার একসাথে 50 টি তরমুজ খেতে পারবেন তো। অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই তরমুজ গুলোকে মেক্সিকো ও মধ্য এশিয়া তে পাওয়া যায়। এই তরমুজ টি টক স্বাদযুক্ত হয়ে থাকে।

cucamelon

Yellow Watermelon:- আমরা জানি তরমুজ সাধারণত ভেতরের দিকে লাল রঙের হয়ে থাকে। কিন্তু এই Yellow ওয়াটার-মেলন ভিতরের দিকে সম্পূর্ণ হলুদ রঙের হয়ে থাকে। নিচের ছবিতেই আপনারা সেটি দেখতে পারবেন। এই তরমুজ এর স্বাদ সাধারণ লাল তরমুজের মত নয়। এই তরমুজ এর স্বাদ আম ও পেপের মিলিত স্বাদ এর মতো হয়। যা অনেক মিষ্টি হয় খেতে। কিছু পরিমাণ দেশে এই তরমুজ সাধারণ লাল তরমুজ এর থেকে বেশি পরিমাণ খাওয়া হয়ে থাকে। আপনি যেনে অবাক হবেন য৩ এই ফলটি পৃথিবীর দামি ফলগুলোর মধ্য একটি। এই ফল পাওয়া যায় নিউজিল্যান্ডে ও অস্ট্রেলিয়াতে।

Screenshot 20210704 120106

Durio Crassipes:- পৃথিবীর সবচেয়ে রেয়ার ফলগুলোর লিস্টে রয়েছে এই ফলটির নাম। এই ফলটি King Of Fruit নামেও পরিচিত। কারণ এই ফলটি আকারে অনেক বড় হওয়ার সাথে সাথে বাইরে থেকে অনেক শক্ত হয়ে থাকে। এর স্বাদ হয় টক – মিষ্টি। তবে ফলটি অনেক ঘ্রাণযুক্ত হয়ে থাকে। এই ফলটি ও পৃথিবীর দামি ফলগুলোর মধ্য একটি। এই ফলটি পাওয়া যায় আমেরিকা, চায়না, কোরিয়া, জাপান ও মেক্সিকো তে।

null

Buddhas Hand:- মানুষের হাতের আকারের মত দেখতে হয় এই ফলটি। হয়তো এর জন্যই এ ফলটির নাম রাখা হয়েছে Buddhas । ১ম বার দেখলে মনেই হয় না যে এটি কোন ফল। প্রথম বার এটিকে দেখলে মনে হয় যেন এটি কোন মৃত ব্যক্তির হাত বা মৃত অক্টোপাস। এই ফলগুলো সাধারণত বেশিরভাগ জাপান, কোরিয়া, চায়না তে পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন যে, এশিয়া মহাদেশের সবচেয়ে দামি ফলগুলোর মধ্যে এই ফলটি একটি। এশিয়া মহাদেশের যে সকল দেশে এই ফল পাওয়া যায় তার প্রত্যেক টি দেশে এই ফলটিকে প্রায় ৪০০০ টাকা (চার হাজার) টাকা কেজিতে বিক্রি করা হয়। এই ফলটি অনেক মিষ্টি স্বাদ যুক্ত হয়ে থাকে।

null

Red Banana:- আমরা সাধারণত হলুদ রঙের কলা দেখেছি এবং খেয়েছি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের এই পৃথিবীতে লাল ও নীল রঙের কলাও পাওয়া যায়। এই কলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিইড ও পটাশিয়াম রয়েছে। যার কারণে এই কলাগুলো লাল এবং নীল রং ধারণ করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশেই এই লাল-নীল কলা পাওয়া যায়। পৃথিবীতে যত কলা আছে তার মধ্যে কেবল মাত্র ৫ ভাগ কলাই এই লাল নীল রঙের হয়ে থাকে বাকি ৯৫ ভাগ কলা হলুদ রঙের হয়।

null

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারো নতুন কোনো আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Shoptips24.com এর সাথেই থাকবেন।

Share the article..

Leave a Comment