PSC, PDC, JSC, JDC, SSC And HSC Full Meaning

হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ আশা করি তোমরা সকলে ভালো আছো। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি তোমাদের সাথে PSC, PEC, PDC, JSC, JDC, SSC, HSC এগুলোর পূর্ণ রুপ গুলো জানাবো। আর আজকের আর্টিকেল টি পড়ে এগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন এবং অন্যকে জানাতে পারবেন। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

আমরা বাংলাদেশের একজন শিক্ষার্থী হওয়ার পড়েও অনেকে জানি না যে PSC, PEC, PDC, JSC, JDC, SSC, HSC এগুলোর পূর্ণ রুপ কী? অনেক সময় দেখা যায় ৫ম শ্রেণিতে পড়া একজন শিক্ষার্থী PSC, PEC, PDC এর মানে জানে না। আবার ৮ম শ্রেণিতে পড়া কোনো শিক্ষার্থী JSC, JDC এর মানে জানে না। এগুলো না হয় কিছুটা হলেও মানা যায়, কিন্তু একজন ১০ম শ্রেণিতে পরিক্ষার্থী যদি SSC কিংবা বাকি গুলোর পূর্ণ রুপ না জানে তাহলে বিষয় টা কেমন দেখায় আপনারাই ভাবুন। এসব না জানা কোনো ১০ম শ্রেণীর শিক্ষার্থী কে এই প্রশ্ন সবার সামনে জিজ্ঞেস করলে সে সবার সামনে লজ্জিত বোধ করবে এটাই স্বাভাবিক। তাই যদি কারো সামনে এই বিষয়ে লজ্জিত না হতে চান তো এগুলো জানা আপনাদের অবশ্যই দরকার।

এস এস সি তে পড়া অনেক শিক্ষার্থী ই জানে না যে এস এস সি এর পূর্ণ রুপ কী! হয়তো বা বাংলাদেশ সম্পর্কেও তার ধারণা খুবই কম। শিক্ষা বিদরা মনে করেন যে শিক্ষার্থী দের এরকম অবনতি এর পেছনে দায়ী হলো মুখস্ত বিদ্যা। তারা কেবল মাত্র মুখস্ত করে পরিক্ষায় ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই মুখস্ত ছাড়া আর কোনো গুণ ই নেই। তারা সাধারণ জ্ঞান এও অনেকটা একেবারেই কাচা। আর মুখস্ত করেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষায় ভালো ফল পেয়ে তারা আনন্দে মেতে উঠে। কিন্তু সেই সকল শিক্ষার্থীদের অধিকাংশই জানে না যে SSC এর পূর্ণরুপ কি।

আর একজন ভালো শিক্ষার্থী হিসেবে শুধু মাত্র SSC নয়, জানতে হবে PSC, PEC, PDC, JSC, JDC, SSC, HSC এগুলোর সকলের পূর্ণরুপ গুলো। এর পাশাপাশি সাধারণ জ্ঞান এবং বাস্তব জীবনে কি কি ঘটেছে, ঘটছে, ঘটবে সে সকল বিষয়ের উপর নজর রেখেই এগিয়ে যেতে হবে।
তো চলুন এখন আমরা PSC, PEC, PDC, JSC, JDC, SSC, HSC এগুলো এর পূর্ণ রুপ গুলো জেনে নেই।

 

Article Cover The Tropics

PSC Full Meaning

PSC এর পূর্ণ রুপ হলো Primary School Certificate যাকে বাংলায় বলা হয় প্রাইমারি স্কুল সার্টিফিকেট। এটি কে বাংলায় প্রাথমিক সমাপনী পরিক্ষাও বলা হয়। এই পরিক্ষা মূলত হয় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের। আর এই পরিক্ষা শেষ করার মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষাকে বিদায় জানিয়ে পাড়ি জমায় মাধ্যমিক শিক্ষার দিকে। এই পরিক্ষার আরো একটি ইংরেজি সংক্ষিপ্ত রুপ আছে যাকে বলা হয় PEC এবং এই PEC এর পূর্ণ রুপ হলো Primary Education Certificate যার বাংলা হলো প্রাথমিক শিক্ষা সার্টিফিকেট। অনেক শিক্ষার্থী কে PSC সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে পারে কিন্তু PEC সম্পর্কে জিজ্ঞেস করলে সবটা গুলিয়ে ফেলে। তাই এই ২ টি একটু বিশেষ ভাবে মনে রাখবেন। আবার PECE নামেই ৫ম শ্রেণীর আরো একটি নাম আছে যার মানে হলো Primary Education Competition Examination.

 

PDC Full Meaning

PDC এর পূর্ণ রুপ হলো Primary Dakhil Certificate যার বাংলা হলো ইবতেদায়ী প্রাথমিক সমাপনী। এই পরিক্ষা মূলত নেওয়া হয় ৫ম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার শিক্ষার্থীদের। যারা মাদ্রাসা হতে ৫ম শ্রেণীর বোড পরিক্ষা দেয় তাদের সেই পরিক্ষা কে বলা হয় PDC পরিক্ষা।

 

JSC & JDC Full Meaning

JSC এর পূর্ণ রুপ হলো Junior School Certificate যার বাংলা হলো জুনিয়ন স্কুল সার্টিফিকেট। এই পরিক্ষা টি নেওয়া হয় বাংলাদেশের সকল স্কুলের ৮ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের। এবং JDC এর পূর্ণ রুপ হলো Junior Dakhil Certificate যার বাংলা হলো হলো জুনিয়র দাখিল সার্টিফিকেট। এই পরিক্ষা নেওয়া হয় বাংলাদেশের সকল মাদ্রাসাতে ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের।

 

SSC Full Meaning

SSC এর পূর্ণ রুপ হলো Secondary School certificate যার বাংলা হলো সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট। এই পরিক্ষা বাংলাদেশের সকল ১০ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। এই পরিক্ষা জীবনের একটি বড় পরিক্ষা, তাই যদি PSC কিংবা JSC পরিক্ষা তে খারাপ রেজাল্ট হয় তবুও এই পরিক্ষা টি তে ভালো করার চেষ্টা সব সময় চালিয়ে যেতে হবে। এই পরিক্ষা শেষ করার মাধমে শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক শিক্ষার দিকে ধাবিত হয়।

 

HSC Full Meaning

HSC এর পূর্ণ রুপ হলো Highet Secondary Certificate যার বাংলা হলো হাইয়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এই পরিক্ষা কে ইন্টারমিডিয়েট নামেই ডাকা হয়। এই পরিক্ষাও জীবনের একটি বড় পরিক্ষা এই পরিক্ষায় ভালো একটি রেজাল্ট করলে খুব ভালো ফলাফল পাবেন নিজের ভবিষ্যৎ কর্ম জীবনে।

 

তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment