ইন্টারমিডিয়েটে যেকারণে সাইন্স নিয়ে পড়বো..

ইন্টারমিডিয়েটে যেকারণে সাইন্স নিয়ে পড়বো..

১।এসএসসি তে রসায়নে ১ টা বইয়েই ১২ টা অধ্যায় অথচ ইন্টারে দুই পেপার মিলেও মাত্র ১০ টা অধ্যায়। দুইটা অধ্যায় কম,প্রচুর চিল হবে ব্রো…..

২।জৈব যৌগ নামে একটা অধ্যায় আছে,যে টা না কি জিলাপির প্যাঁচ থেকেও সহজ সরল।

৩।ইন্টারে না কি ম্যাথ একটাই(দুই পার্ট), এসএসসির সময় তো জেনারেল + হাইয়ার ম্যাথ আলাদা ছিলো। পুরো কোপাইয়া দেওয়া যাবে তাহলে ম্যাথে….

৪।ক্যালকুলাস নামে একটা পার্ট আছে,নাম শুনেই তো কেমন যেন অন্যরকম ভালো লাগে। এর মধ্যে অন্তরীকরণ, যোগজীকরণ আছে, আহা নাম দুইটা অনেক কিউট,ম্যাথগুলোও অনেক কিউট হবে বোঝাই যায়।

৫।এমনি তেই কলেজে উঠলে পড়াশোনা নাই,সাইন্সের ছেলেমেয়েরা তার উপর একটু বেশীই ব্রিলিয়ান্ট। আড্ডা,গল্প,ফেসবুকিং,প্রেম,খেলাধুলা ইত্যাদির ফাঁকে ফাঁকে একটু পড়লেই এ প্লাস পাওয়া যাবে কারণ প্রাক্টিক্যালের মার্ক তো ফ্রি ।

৬।ইন্টারের ফিজিক্স খুবই সহজ, আগে যে অধ্যায় গুলো পড়ে এসেছি বেশীরভাগ ই ওইসব ই, নতুন কয়েকটা অধ্যায় থাকবে,ওইসব ব্যাপার ই নাহ।

৭। আর সবচাইতে বড় কথা,ইন্টারের সাইন্সের বই গুলো অনেক বেশিই চিকন,কয়েকদিন পড়লেই শেষ হয়ে যাবে,কয়েকদিনে শেষ করে দিয়ে তারপর প্রচুর ঘুরাঘুরি,ফেসবুকিং করা যাবে।

সো,সদ্য এসএসসি পাশকৃত শিক্ষাৰ্থীবন্ধুরা এসো সবাই দলে দলে সাইন্স নিয়ে পড়ি আর জীবনটাকে সঠিকভাবে উপভোগ করি……

Share the article..

Leave a Comment