একাদশ শ্রেণীতে ভর্তীর সিকিউরিটি কোড হারিয়ে গেলে কি করবেন এবং ভর্তী আবেদন সংশোধনের উপায়

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীতে ভর্তীর সিকিউরিটি কোড হারিয়ে গেলে কি করবেন এবং ভর্তী আবেদন সংশোধনের উপায় এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

 

আমরা যারা ২০২১ সালে এসএসসি পরিক্ষা দিয়েছি তারা কিন্তু ডিসেম্বর মাসের ৩০ তারিখেই এসএসসি পরিক্ষার রেজাল্ট ও পেয়ে গেছি। এবং এর সাথে সাথেই আমাদের একাদশ শ্রেণী মানে কলেজে ভর্তী এর তোর – জোর লেগে গেছে। তো আমরা তো জানিই যে এবার ভর্তী হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়েছে। তো অনলাইনে ভর্তীর আবেদন করার পর আমরা হয়তো অনেকেই সিকিউরিটি কোড ভুলে গেছি বা হারিয়ে ফেলেছি।

তো এই সিকিউরিটি কোড কিন্তু পুনুরুদ্ধার করা প্রয়োজন। তো আপনারা কি জানেন যে সিকিউরিটি কোড কেন পুনুরুদ্ধার করা দরকার? না জানলেও সমস্যা নেই আমি জানিয়ে দিচ্ছি, আপনার যদি মনে হয় যে আপনি যে যে কলেজ সিলেক্ট করেছেন অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তীর জন্য সেগুলো যদি চেঞ্জ করতে চান তো আপনার এই সিকিউরিটি কোড এর দরকার হবে। তো আপনারা যদি নিজের সিকিউরিটি কোড পুনুরুদ্ধার করতে চান তাহলে পুরো পোস্ট টি পড়ুন।
 

সিকিউরিটি কোড পুনুরুদ্ধার করার নিয়ম

সিকিউরিটি কোড পুনুরুদ্ধার করার জন্য আগে আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে সেই সাইটে প্রবেশ করুন,

সিকিউরিটি কোড পুনুরুদ্ধার সাইটে লিংক

এই সাইটে যাওয়ার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন, সেখান থেকে নিচে দেখানো যায়গায় ক্লিক করে দিবেন,

এরপর আপনার সামনে নিচের স্ক্রিনশট এর মতো আসবে সেখানে আপনার থেকে,

•SSC এররোল
•রেজিস্ট্রেশন নাম্বার
•বোর্ডের নাম
•পাসের সাল
•আপনার মায়ের নাম (Admit কাড অনুযাই)
•Transaction ID (আবেদন successful হওয়ার পর আপনার নাম্বারে একটা এসএমএস এসেছিলো তাতে Transaction ID খুজে পাবেন)
•ফোন নাম্বার (আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন)

এগুলো চাইবে নিচের স্ক্রিনশট এর মতো, সেগুলো আপনারা ফিল আপ করে দিবেন তারপর নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন,

এবার দেখুন আপনার সাবমিট বাটনের নিচেই কিন্তু আপনার সিকিউরিটি কোড টি চলে এসেছে, নিচের স্ক্রিনশট এ প্রমাণ দেখুন।

তো চলুন এবার দেখে নেই, কিভাবে আপনারা আবেদন করা টি সংশোধন করবেন, নিচের উপায় ফলো করুন।
 

ভর্তী আবেদন সংশোধন করার নিয়ম

প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে যান। এর পর নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিন।

এবার আপনার থেকে তারা আপনার রোল, বোর্ড এর নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নাম্বার চাইবে আর তাদের পাশের দেওয়া Verification code টি বক্সে দিয়ে Next তে ক্লিক করেন।

এবার আপনার সামনে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখানে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলেন সেটা এবং সিকিউরিটি কোড দিয়ে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিন।

এবার আপনারা নিজের ইচ্ছা মতো কলেজ এড করুন, বা যা সংশোধন করার করে নিন।

এরপর সাবমিট দিলে নিচের মতো আসবে, তখন নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন,

এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

ব্যস আপনার কাজ শেষ, আপনার কাজ টি সম্পন্ন হয়ে গেছে।

 

তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment