Modifier শেখার সহজ উপায়, এবার Modifier হবে আপনার কাছে পানির মত সোজা

Modifier টপিক থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন তো থাকবেই, পাশাপাশি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এর একটি অংশ “Dangling Modifier” খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো, দেরি না করে আলোচনা শুরু করি। শুরুতেই বলে নেই, এ টপিকটি এইচএসসি পরীক্ষায় কিভাবে উত্তর করবে:

> প্রথমত Passage দেওয়া থাকবে।
> দ্বিতীয়ত শুধু A, B, C দিয়ে এন্সার করে যাবে।

What is Modifier?

> Rayhan is a boy.
> Rayhan is a good boy.
> Rayhan is a very good boy.

Modifier কোনো কিছুকে বিশেষিত করে, বা কোনো কিছুর ভাবকে সম্প্রসারণ করে। উপরের ১ম Sentence এ রায়হান একজন সাধারণ ছেলে। কিন্তু, ২য় Sentence এ boy এর আগে “good” যুক্ত করে রায়হান এর বৈশিষ্ট্যকে আরো বিবর্ধিত করা হল। আবার, ৩য় বাক্যে good এর আগে “very” যুক্ত করে বৈশিষ্ট্যকে আরো সম্প্রসারণ করা হল। একেই Modifier বলে।

Modifier এর প্রকারভেদ

> Pre-modifier [যা কোনো parts of speech এর আগে বসে তাকে modify করে]
> Post-modifier [যা কোনো parts of speech এর পরে বসে তাকে modify করে]

Example:
1. Sraboni is the most intelligent student of the class.
[Student এর আগে most, intelligent বসে তাকে মডিফাই করছে। সুতরাং, ইহা Pre-modifier]
2. I saw a man singing. [A man এর পরে ing যুক্ত অংশ “singing” বসে তাকে মডিফাই করছে। সুতরাং, ইহা Post-modifier]
এগুলো সবাই মোটামুটি জানো। এবার চলো, Pre-modifier কি কি হতে পারে, সে ব্যাপারে আলোচনা করি।

Pre modifiers:

>>> Determiners [Articles + Demonstrative]

Determiners হল নির্দেশক, যা কোনো কিছুকে নির্দেশ করে। So, Determiner হতে পারে Articles, Demonstrative.
Demonstrative কোনো কিছুকে জোর দিয়ে বুঝায়। This, That, These, Those হল Demonstrative.

Examples:
> Give me this book. [Pre-modifier: This]
> That pen is mine. [Pre-modifier: That]
> These peoples are gossiping [Pre-modifier: These]

>>> Participles

Participle গুলোও Pre-modifier এর কাজ করতে পারে। যার মধ্যে রয়েছে
Present participle (v+ing)
Past participle (v3)
Perfect Participle (Having + v3)

Example:
> I saw a sleeping dog. [Pre-modifier: sleeping ]
> The worried man could not attend the meeting. [Pre-modifier: worried]
> Having finished the work, I turned on the fridge. [Pre-modifier: Having finished]

>>> Intensifiers [very, too, so]

Intensifiers কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি করে।

Example:
> He is very good. [Pre-modifiers: very]
> The behavior of Bishal is too rude. [Pre-modifier: too]
> The girl is looking so cute. [Pre-modifier: so]

>>> Quantifiers/Adverb of quantity

[Much, more, little, a little, few, a few……..]
কোনো কিছুর পরিমাণ বুঝাতে Quantifiers ব্যবহৃত হয়।

Example :
> There is much pollution. [Pre-modifier: much]
> I have few books. [Pre-modifier: few]
> I don’t have a few dreams. [Pre-modifier: a few]

>>> Adjective / Adverb

Example:
> I need driving license. [Pre-modifier/Adjective: driving]
> He sells drinking water. [Pre-modifier/Adjective: drinking]
> The room was nicely decorated. [Pre-modifier/Adverb: nicely]

>>> Possessive

Pronoun এর Possessive form দ্বারা কোনো কিছুর অধিকার বুঝায়।

Example:

> I love his talking. [Pre-modifier: his]
> Their waiting was over. [Pre-modifier: Their]

>>> Compound Word [হাইফেন যুক্ত শব্দ]

Example:
> You have to give up your back-dated ideas. [Pre-modifier: back-dated]

————————–//——————————-

এইবার Post-modifiers ও কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব ?।

Post-modifier এর কাজ করতে পারে যেগুলো, সেগুলো নিম্নে দেওয়া হলো:

>>> Appositive

Appositive কোনো noun/noun phrase সম্পর্কে অতিরিক্ত ব্যাখা বা তথ্য প্রদান করে। এটি সাধারণত যে noun সম্পর্কে অতিরিক্ত ব্যাখা দেয়, ঠিক তার পরেই বসে।
এবং Appositive এর শুরুতে কমা অবশ্যই বসবে। শেষে কমা বা ফুলস্টপ বসতে পারে।
Appositive এ কোনো verb থাকে না। থাকলেও non-finite হয়।

Example:

> Rifat Hasan Chowdhury, a student of DU, is the founder of this group.
[Appositive: a student of DU]
> Hero Alom, the dish supplier, is the most popular hero nowadays.
[Appositive- the dish supplier]

Appositive কিভাবে post-modifier এর কাজ করে, চলো দেখি:

> Mr Nazir, principal of the college, is an honest man.
[Appositive- Principal of the college, modifying- Mr Nazir]
> I like Hilsha, the national fish of BD.
[Appositive- the national fish of BD, modifying- Hilsha]
> I have visited Shilaidah, Tagore’s house.
[Appositive: Tagore’s house, modifying – Shilaidah]

>>> Present Participle Phrase

[V+ing] দিয়ে যখন কোনো phrase শুরু হয়, তখন তাকে Present Participle Phrase বলে। Phrase এ কোনো finite verb থাকতে পারবে না।

Example :

> I saw the old man standing behind the door.
[Present Participle Phrase- standing behind the door, modifying – the old man]

>>> Past Participle Phrase

[V3] দিয়ে যখন কোনো phrase শুরু হয়, তখন তাকে past participle phrase বলে।

Example :

> I saw the man injured by an accident.
[Past Participle Phrase- injured by an accident, modifying – the man]

>>> Infinitive Phrase

[To+v1] দিয়ে যখন কোনো phrase শুরু হয়, তখন তাকে Infinitive Phrase বলে।

Example :

> She got a nice pen to write with.
[Infinitive Phrase- to write with, modifying – a nice pen]

>>> Prepositional Phrase

Preposition দিয়ে কোনো phrase শুরু হলে তাকে Prepositional Phrase বলে।

Example :

> A man with gray beard came here yesterday.
[Prepositional Phrase- with gray beard, modifying – A man]

>>> Relative Clause

Relative Pronoun দিয়ে কোনো clause শুরু হলে, তাকে Relative Clause বলে। আর Clause মানে, একটি finite verb অবশ্যই থাকবে।

Example :

> The result that he has failed is true.
[Relative Clause- that he has failed, modifying – The result ]

>>> Adverbial

Manner, Place, Time- এই ৩ টিকে বুঝায় এমন কিছুকেই Adverbial বলে।
Place & Time বুঝানো হলে এটা Prepositional Phrase হয়ে থাকে।
Manner বুঝালে এটা Prepositional Phrase নাও হতে পারে।

Example :

> I slapped him strongly. [Adverbial of Manner- Strongly, modifying – him]
> I slapped him at TSC. [Adverbial of Place- at TSC, modifying – him]
> I slapped him at 10:00 AM. [Adverbial of Time- at 10:00 AM, modifying – him]

>>> Adjective / Adverb

Adjective / Adverb এগুলা post-modifier এর কাজও করতে পারে।
Example :

> I found something wrong in the matter.
[Adjective – wrong, modifying – something ]
> The women inside are always dependent.
[Adverb- inside, modifying – The women.]

>>> কিছু ট্রিকস <<<

→ Adverb মডিফাই করবে:
১. Adjective কে
২. Verb কে
৩. নিজেকে নিজে
৪. Whole sentence কে

কাজেই, যদি instruction দেওয়া থাকে, “modify the Adjective/Verb/Adverb”, তাহলে বুঝে নিবা, গ্যাপ এ কোনো Adverb বসবে।

→ Adjective মডিফাই করবে
১. Noun কে
২. Pronoun কে

কাজেই, যদি ব্রাকেট এ instruction দেওয়া থাকে, “modify the noun/Pronoun”, তাহলে বুঝে নিবা, গ্যাপ এ কোনো Adjective বসবে।

ভালো লাগলে শেয়ার করে রাখুন, আশাকরি পরবর্তীতে কাজে লাগবে।?

Share the article..

Leave a Comment