জেনে নিন কয়েকটি সাধারণ প্রশ্ন ও উত্তর চাকরি পরিক্ষা ও কুইজ প্রতিযোগিতার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। (পার্ট – ২)

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের জন্য কয়েকটি সাধারণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি। এই প্রশ্ন গুলো হলো মূলত আমাদের স্বাধীনতা এর বিষয় কে ঘিরেই করা হয়েছে। এই প্রশ্ন গুলো আসলেই আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রযন্মের জন্য অনেক প্রয়োজন। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আর এই প্রশ্ন গুলো কিন্তু প্রায়ই বিভিন্ন চাকরি পরিক্ষাতে কিংবা কোনো কুইজ প্রতিযোগিতা তে ও করা হয়। তো যারা বিভিন্ন কুইজ খেলতে পছন্দ করেন তাদের জন্য এগুলো অনেক দরকারী হতে পারে। আবার যারা বিভিন্ন কিছু সম্পর্কে জানতে বিশেষ করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের জন্য এই পোস্ট টি অনেক কাজে লাগতে পারে। তো নিচে আপনাদের জন্য ৬০ টি প্রশ্ন দেওয়া হলো।

এটি এই পোস্ট এর পার্ট ২, আপনারা যদি পার্ট ১ না পড়ে থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করে সেটি পড়ে নিতে পারেন।

 

আরো পড়ুনঃ জেনে নিন কয়েকটি সাধারণ প্রশ্ন ও উত্তর চাকরি পরিক্ষা ও কুইজ প্রতিযোগিতার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। (পার্ট – ১)

 

৬০ টি কুইজ প্রশ্ন ও উত্তর

৬১। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দেন।
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬২। বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে।
উঃ বিশ্বশান্তি পরিষদ।

৬৩। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উঃ ধানমন্ডির ৩২ নং সড়কের নিজ বাসভবনে।

৬৪। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর,
উঃ ধানমন্ডির ৩২ নং সড়কের বঙ্গবন্ধুর বাসভবন, ঢাকা।

৬৫। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নাম।
উঃ শেখ রাসেল।

৬৬। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেষ রাসেলকে যখন হত্যা করা হয়েছিল তখন তার বয়স ছিল,
উঃ ১০ বছর।

৬৭। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয়,
উঃ ১৯৭৫ সালের ২২ আগস্ট।

৬৮। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
উঃ ১৯৭৫ সালের ৩ নভেম্ববর (ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে)।

৬৯। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
উঃ ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৭০। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের পর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়।
উঃ ভারত ও পাকিস্তান।

৭১। পাকিস্তানের দুটি অংশের নাম ছিল পূর্ব,
উঃ পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান।

৭২। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানকে বিভক্ত করা হয়।
উঃ ২টি অংশে।

৭৩। তৎকালীন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠিত হয়।
উঃ ১৯৫৫ সালে।

৭৪। মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিলে বাংলাদেশের যৌথ বাহিনী পক্ষে স্বাক্ষর করেন।
উঃ লে.জেনারেল জগজিৎ সিং আরোরা।

৭৫। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয়।
উঃ গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৭৬। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ রচনা করেন।
উঃ আবদুল গাফ্ফার চৌধুরী।

৭৭। বঙ্গবন্ধু বিএ পাশ করেন,
উঃ কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।

৭৮। ড. মুনীর চৌধুরী জেলখানায় বসে রচনা করেন।
উঃ ‘কবর’ নাটকটি।

৭৯। আমাদের দেশে ‘শহীদ দিবস’ পালিত হয়।
উঃ ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে।

৮০। মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত,
উঃ মুক্তিযোদ্ধা ৭ জন।

৮১। মহান মুক্তিযুদ্ধে বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
উঃ ৬৯ জন।

৮২। মহান মুক্তিযুদ্ধে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কত জন?
উঃ ১৭৫ জন।

৮৩। মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
উঃ ৪২৬ জন।

৮৪। মহান মুক্তিযুদ্ধে প্রথম বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম।
উঃ আব্দুর রব।

৮৫। যুক্তফ্রন্ট গঠিত হয়।
উঃ ৪টি দল নিয়ে।

৮৬। মহান মুক্তিযুদ্ধে প্রথম মহিলা বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম।
উঃ ক্যাপ্টেন ডাঃ সেতারা বেগম।

৮৭। মহান মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম।
উঃ শহীদুল ইসলাম চৌধুরী (তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।

৮৮। মহান মুক্তিযুদ্ধে মহিলা বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
উঃ ২ জন। ক) ডাঃ সেতারা বেগম খ) তারামন বিবি।

৮৯। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ছিলেন।
উঃ তাজউদ্দীন আহম্মেদ।

৯০। ঐতিহাসিক ৬ দফা দাবির প্রবক্তা ছিলেন,
উঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৯১। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়,
উঃ আবদুল জব্বার।

৯২। মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশী নাগরিক।
উঃ ডব্লিউ এস ওডারল্যান্ড।

৯৩। ঐতিহাসিক আগরতলা মামলায় মোট আসামি করা হয়।
উঃ ৩৫ জনকে।

৯৪। ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি করা হয়।
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

৯৫। পৃথিবীর যে দুইটি দেশ স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীন হয়।
উঃ ক) যুক্তরাষ্ট্র ও খ) বাংলাদেশ।

৯৬। বাংলাদেশে রণ সংগীতের রচয়িতা।
উঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

৯৭। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
উঃ তৎকালীন ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ।

৯৮। সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উঃ ১৮৭০ সালের ৭ ডিসেম্বর।

৯৯। অস্থায়ী সরকারের শপথ পরিচালনা করেন,
উঃ অধ্যাপক ইউসুফ আলী।

১০০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘অমর একুশে’ এর স্থপতি,
উঃ জাহানারা পারভীন।

১০১। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্রের নাম।
উঃ শেখ কামাল।

১০২। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর পরিচালক,
উঃ চাষী নজরুল ইসলাম।

১০৩। ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থটির লেখক,
উঃ জাহানারা ইমাম।

১০৪। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা
উঃ ৬৭৭ জন।

১০৫। ‘অপারেশন জ্যাকপট’ পরিচালনা করেন,
উঃ বাংলাদেশ নৌবাহিনী।

১০৬। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার,
উঃ শিব নারায়ন দাস।

১০৭। স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয়,
উঃ ২রা মার্চ সকাল ১১টায়।

১০৮। বাংলাদেশের জাতীয় পতাকাটি একেঁছেন,
উঃ শিল্পী কামরুল হাসান।

১০৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়,
উঃ চট্টগ্রামের কালুরঘাটে।

১১০। বঙ্গবন্ধু চশমা ব্যবহার করেন।
উঃ১৯৩৬ সাল থেকে।

১১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বলা হয়,
উঃ বাঙালির মুক্তির ছারপত্র।

১১২। জেল হত্যা দিবস,
উঃ ৩রা নভেম্বর।

১১৩। দেশের প্রথম পতাকা ভাস্কর্য ‘পতাকা ৭১’ অবস্থিত,
উঃ মুন্সিগঞ্জ।

১১৪। জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত ঢাকার,
উঃ কেন্দ্রীয় কারাগারে।

১১৫। “বাঙালির তাজা রক্ত মাড়িয়ে আমি কোন সম্মেলনে বসতে পারি না।” উক্তিটি,
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

১১৬। “ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন” উক্তিটি,
উঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

১১৭। শেখ রাসেল দিবস পালিত হয়
উঃ ১৮ই অক্টোবর।

১১৮। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ,
উঃ কানাডা।

১১৯। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন,
উঃ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১২০। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?
উঃ ১৯৭১ সালের ২৬ শে মার্চ রাতের প্রথম প্রহরে।

 

আজকের পোস্ট এ আমি আপনাদের জন্য ৬০ টি এমন সাধারণ প্রশ্ন ও উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর আগের পোস্ট এ চেষ্টা করেছি আরো ৬০ টি এর মতো সাধারণ প্রশ্ন ও উত্তর শেয়ার করার। তো আশা করছি সেগুলো আপনাদের ভালো লেগেছে। আর আশা করি আজকের পোস্ট ও আপনদের ভালো লেগেছে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment