ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি?

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি? বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

বর্তমানে অনলাইন থেকে আয় করতে চাইলেই সবার আগে আমাদের মাথায় যে কথাটি আসে সেটা হলো, ওয়েব সাইট বানিয়ে আয়। তবে ওয়েব সাইট বানাতে হলে অনেক ধরণের ওয়েব সাইট এর ক্যাটেগরি সামনে চলে আসে। যেমনঃ ই-কমার্স, ব্লগ, নিউজ ইত্যাদি। তবে বর্তমানে মানুষ যে ক্যাটেগরি টা বেছে নিচ্ছে সেটা হলো ব্লগ সাইট। তো যারা নতুন ব্লগ বা ওয়েব সাইট নিয়ে কাজ করছেন, তারা হয়তো ব্লগ জিনিস টি বুঝছেন না। তো চলুন আপনাদের সাথে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা যাক।

ব্লগ কী?

ব্লগ কে আপনারা এক কথায় মনে করতে পারেন ডিজিটাল ডায়েরি। ডায়েরি এর মানে হয়তো জানেন। যে সবাই নিজের মনের যা আছে তা, আমরা ডায়েরি তে লিখে রেখে দেই। ব্লগ ও ঠিক তেমনই। তবে এই ব্লগ বা ডিজিটাল ডায়েরি ব্যাপার টি একটু আলাদা। এখানে অনলাইনে একটি ওয়েব সাইট বানিয়ে সেখানে অন্যরা শিখতে বা জানতে পারে এমন কিছু পাবলিশ করা হয় এমন সাইট গুলোকে ব্লগ সাইট বলা হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনারা এখন যে আর্টিকেল পড়ছেন সেটা পড়ে আপনারা কিছু যানতে পারলেন। এখন এই আর্টিকেল টি যে সাইটে রয়েছে সেটি হলো একটি ব্লগ সাইট।

ব্লগ কিভাবে তৈরি করে?

আপনি যদি ব্লগ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এটি করতে পারেন। তবে এটি করার জন্য প্রথমে কিছুটা ইনভেস্ট করা লাগবে। তবে এই ইনভেস্ট করলে পড়ে আপনারই লাভ হবে। কিভাবে লাভ হবে সেটা পোস্ট পড়লেই বুঝতে পারবেন। তো প্রথমে কথা বলি কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয়। তো ব্লগ সাইট আপনারা বিভিন্ন ভাবে বানাতে পারবেন। তবে ব্লগ সাইট নিয়ে করার সব থেকে জনপ্রিয় ২ টি মাধ্যম হলো Blogger ও WordPress । তো এই দুইটি থেকে কাজ করতে হলে আপনাদের ২ ভাবে কাজ করতে হবে। তো এবার আমরা এই ২ টি মাধ্যম কে ২ ভাবে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

WordPress

ওয়ার্ডপ্রেস এ কাজ করতে হলে আপনাদের কাজ শুরুর আগেই ইনভেস্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস এ ব্লগ সাইট বানাতে হলে আপনাকে প্রথমেই ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে। এর পর আপনাকে আপনার ডোমেইন এর Cpanel এ যেতে হবে। তো প্রথমে যারা এ কাজ করছেন তারা হয়তো বুঝছেন না যে কিভাবে এই Cpanel এ যাবো এবং এটি কিভাবে কাজ করবে। তো চলুন এটাও জেনে নেই।

আপনারা যখন একটি সাইট থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, তার আগে আপনাকে বলবে যে সাইট থেকে ডোমেইন ও হোস্টিং কিনছেন সেই সাইটে রেজিষ্ট্রেশন বা লগ ইন করতে। তারপর আপনারা ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনার হোস্টিং হয়ে যাবে ডোমেইন এর Cpanel । তো Cpanel এ যাওয়ার জন্য প্রথমে আপনাদের একটি লিংক এ যেতে হবে। তো লিংক এর উদাহরণ নিচে দিয়ে দিচ্ছি।

www.‌yoursite.‌‌com/cpanel

এখানে Yoursite .com এর যায়গায় আপনার ডোমেইন এর লিংক দিয়ে দিবেন। ব্যস এবার আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনারা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এগুলোকে তারাই আপনাকে ইমেইল এ দিয়ে দিবে। এবার লগ ইন করার পর আপনারা Install Software এ গিয়ে আপনার সাইট টি ওয়ার্ডপ্রেস এ ইন্সটল করে নিবেন।

ব্যাস আপনার সাইট ওয়ার্ডপ্রেস এর জন্য প্রস্তুত। এবার আপনার সাইটের এডমিন মোডে গিয়ে নিজের সাইট কে কাস্টমাইজ করে নিজের মনে মতো করে বানিয়ে নিন ব্লগ সাইট।

Blogger

ব্লগার থেকে সাইট বানানোর জন্য আপনাকে প্রথমেই ডোমেইন এর দরকার হবে না। আবার চাইলে প্রথমেও কিনে নিতে পারেন। তবে এই ব্লগারে হোস্টিং এর দরকার হয় না। এটা ফ্রি হোস্টিং। আর এটা গুগল দ্বারা পরিচালিত। তাই এটা ফ্রি হোস্টিং হওয়া সত্ত্বেও এটা দিয়ে উপার্জন করা সম্ভব।

ব্লগ ওয়েবসাইট বানিয়ে লাভ কি?

আমি যদি বলি এই ব্লগ সাইটে বানিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তাও কি আপনার মনে এই প্রশ্ন আর থাকবে?

আশা করি থাকবে না। আপনারা ব্লগ সাইটে বানিয়ে আয় করতে পারবেন কিছু নিয়ম মানলেই। আপনি যদি প্রতি নিয়ত আপনার সাইটে নতুন নতুন কপি মুক্ত আর্টিকেল সাইটে প্রকাশ করেন তাহলে এক সময় আপনি আপনার সাইটে গুগল এডসেন্স এর আবেদন করতে পারেন। আর গুগল এডসেন্স থেকেই আপনি মাসিক অনেক টাকা আয় করতে পারবেন।

তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment