খুব সহজে খুলুন স্টাইলিশ স্মাইল ফেসবুক আইডি.!!

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে স্টাইলিস স্মাইল ফেসবুক আইডি কিভাবে খুলবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

স্টাইলিস স্মাইল ফেসবুক আইডি কী

স্টাইলিশ স্মাইল ফেসবুক আইডি কী সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আর যারা যানেন না, তাদের জন্য বলছি, স্টাইলিস স্মাইল ফেসবুক আইডি হলো এমন একটি ফেসবুক আইডি যেটার নাম টি অনেক টা স্টাইলিস ভাবে থাকে। এবং নামের শেষে একটা স্মাইল ওয়ার্ড (ツ) এটা থাকে। নিচে এমন আইডি এর একটি স্ক্রীনশট দেওয়া হলো প্রয়োজনে দেখে নিন।

তবে আপনারা সাধারণ ভাবে এই স্টাইলিশ স্মাইল আইডি খুলতে পারবেন না। এই আইডি খুলার জন্য আপনাকে কিছু বিষয় অবলম্বন করতে হবে। তবেই আপনি খুলতে পারবেন এমন স্টাইলিশ স্মাইল আইডি। আজকের পোস্ট এ সেই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো।

 

স্টাইলিশ স্মাইল ফেসবুক আইডি খোলার নিয়ম

নিচে আমি কয়েকটি স্টেপ এবং কয়েকটি স্ক্রীনশট দিবো যেগুলো ফলো করলে আপনিও পারবেন স্টাইলিশ স্মাইল ফেসবুক আইডি খুলতে।

১. প্রথমে নিজের ফোনে, আপনি একটি সাধারণভাবে যেভাবে ফেসবুক আইডি খুলে সেভাবে একটি আইডি খুলে নিন। কিংবা নিজের এমন আইডি সিলেক্ট করুন যেটায় বর্তমানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন।

২. এবার একটি ভিপিএন এপ ডাউনলোড করে নিন। যে ভিপিএন এ আপনি জাপান এর সার্ভার কানেক্ট করতে পারবেন।

৩. এবার আপনি আপনার মোবাইল এ যে ভিপিএন টি ডাউনলোড করেছেন। সেই ভিপিএন এ যে কোনো একটি জাপান এর সার্ভার কানেক্ট করে নিন।

৪. এবার আপনি আপনার ফেসবুক আইডি তে ঢুকে 3ডট মেনু বার এ ক্লিক করুন।

৫. এবার নিচের দিকে যান। দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে ওইটায় ক্লিক করে দিন।

৬. এবার আপনি অনেক গুলো অপশন পাবেন। সেখান থেকে Personal Information এ ক্লিক করে দিন।

৭. এবার আপনি কয়েকটা অপশন পাবেন, সেখান থেকে ১ম টি সিলেক্ট করুন মানে Name অপশন টি তে।

৮. এবার আসল কাজ, নিজের আইডির নাম চেঞ্জ করুন। আগেই বলে নিচ্ছি আগে থেকেই কিন্তু জাপানের সার্ভার সিলেক্ট করে নিবেন।

৯. এবার আপনি 1st name বক্স এ আপনার নাম দিন, আর নাম দেওয়ার জন্য একটি স্পেশাল স্পেস ব্যবহার করতে হবে, সেই স্পেশাল স্পেস টি নিচের বক্সে দেওয়া হলো। কপি করে নিন। আর নামটি লিখবেন ঠিক এভাবে। যেমন ধরুন আমি লিখবো Mehedi তো নাম টি লিখবো হলো: M E H E D I

১০. এবার ২য় বক্সে কিছু করার দরকার নেই। ৩য় বক্সে এবার স্মাইল টি দিতে হবে। স্টাইল টি নিচের বক্সে দেওয়া হলো।

১১. ব্যস কাজ শেষ। এবার সেভ চেঞ্জ বা রিভিউ চেঞ্জ এ ক্লিক করে দিন।

১২. এবার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিন। ব্যস আপনার কাজ শেষ। তৈরি হয়ে গেলো আপনার স্টাইলিশ স্মাইল ফেসবুক আইডি।

 

আমাদের শেষ কথা

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment