কেমন হয় একজন সদ্য কোর্স (ফ্রি/পেইড) শেষ করা ডিজিটাল মার্কেটার এর শুরু?

(২০১৯ এর পরের মার্কেট)
সতর্ক : ৯০% এর সাথে এমন ঘটে ১০% এর ক্ষেত্রে আলাদা।

মার্কেটপ্লেস

প্রথমে Fiverr, Upwork, Freelancer ইত্যাদি তে একাউন্ট খুলে কাজ পাওয়ার ট্রাই করে । (কিন্তু লাইভ প্রজেক্ট এ কাজ করার অভিজ্ঞতা না থাকার কারণে, এবং ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে, কনভেন্স করতে হয় না জানার কারণে হতাশ হয় )

লোকাল মার্কেট

মার্কেটপ্লেস এ কাজ না পেয়ে বা হতাশ হয়ে, চলে আসে লোকাল মার্কেটে । তারপর শুরু হয় স্পামিং । ইচ্ছা করে স্পামিং না করতে চাইলেও । লোকাল মার্কেটের ট্রেন্ডিং হিসাবে তাকে স্পামিং এ নামতে হয় ।
(একটু বুদ্বিমান শ্রেণীর লোক, শুরু করে কোর্স এর মার্কেটিং, কারণ তার গুরুর থেকে শেখা সব থেকে সেরা বিদ্যা )

লোকাল মার্কেটে হতাশ হওয়ার পর 

লোকাল মার্কেটে থেকে কিছু কিছু কাজ শিখে যাই । তখন মাথায় আসে এত কম প্রাইস এ এসব করবোনা । প্রোজেক্ট শুরু করি ।
এবার আবার একটু স্টাডি করতে থাকে কি করা যায় । এবং এই সময় তার আসল স্কিল ডেভেলপমেন্ট এর সময় আসে ।

লাইভ প্রজেক্ট

মাথায় এতক্ষনে সুবুদ্ধি চলে আসছে । কিন্তু ডিজিটাল মার্কেটিং এত বড় সেক্টর যে কোন ধরণের লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবে সেটা ঠিক করতে পারেনা । এক একজনের স্ক্রিনশট দেখে এক এক দিকে মোটিভেট ।

প্রজেক্ট সুইচ

এতক্ষনে বিভিন্ন প্রজেক্ট সুইচ করতে করতে, অনেক কিছু স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেছেন কিন্তু তেমন কিছু করতে পারিনি (২ বছর শেষ )। এখন আর আগের মতো স্ক্রিনশট দেখেই লাফায় না । এবং অনেক ধর্য্য ও চলে আসছে । (নোট : অনেকে অলরেডি ছেড়ে ও দিয়েছে লোকাল মার্কেট এর পর এ )

সাকসেস

সে আবার নতুন করে প্রফেশনালি আগাতে শুরু করে । এবং তার সেক্টরে সাকসেস পেতে থাকে ।

পরিণীতি

এ গল্প টা এজন্য লেখা, মার্কেটে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কিছু শুনেছে এবং মোটিভেট হয়েছেন । অব্যশই এর ফিউচার সম্পর্কে জানা দরকার ।

সতর্ক ১: ডিজিটাল মার্কেটিং মাথা থেকে ঝেড়ে ফেলেন । ডিজিটাল মার্কেটিং এর ভিতর আরো ১০-১৫ টা স্পেসিফিক সেক্টর আছে । সেখান থেকে যেকোনো একটি শেখা শুরু করুন ।

সতর্ক ২: আপনি যে বিষয় টার্গেট করেছেন Youtube এ ইন্টারন্যাশনাল এবং দেশি জায়ান্ট মার্কেটার দের ফলো করুন (করা টপে আছে, রিয়েল নাকি ফেক সেটা খুঁজে বের করা আপনার জন্য একটি বড় টাস্ক )। আপনার সেক্টর এর কামউনিটি এবং ব্লগ গুলা রেগুলার ফলো করুন ।

সতর্ক ৩: বেসিক শেখার জন্য কোর্স যদি করার ই হয় তবে অনলাইন কোর্স এভোয়েড করুন ।

সতর্ক ৪: আপনি যাদের ফলো করেন তারা ই সবসময় ঠিক এমন নয় । নিজে এক্সপেরিমেন্ট করুন ।

সতর্ক ৫: আপনি যখন মনে করবেন আপনার সেক্টর এর বেসিক শিখে ফেলেছেন । মার্কেটপ্লেস বা সার্ভিস দেয়া শুরু করার আগে নিজের একটা লাইভ প্রজেক্ট শুরু করুন । (মানে আপনি ক্লায়েন্ট এর জন্য যা করবেন তা নিজের জন্য করুন)

সতর্ক ৬: নিজে কে প্রফেশনাল করে তুলুন । (আচার, ব্যবহার, কমিউনিকেশন, অন্য কে সাহায্য করার প্রবণতা ইত্যাদি ) এবং আপনি যা শিখেছেন বা শিখতেছে আপনার সেক্টর এর কমিউনিটি তে লেখা লিখি করুন ।

বিশেষ সতর্ক:

ইংলিশ এ দুর্বল হলে, আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করুন । (ইন্টারন্যাশনাল মার্কেটার দের পোষ্ট টিউটোরিয়াল দেখুন অনেক কাজে দিবে )

নোটঃ
কপি করলে ক্রেডিট দিবেন । তবে ওয়েবসাইটে পাবলিশ করলে আমার ওয়েবসাইটের ক্রেডিট দিয়েন।
ধন্যবাদ সবাইকে।

Share the article..

Leave a Comment