এন্ড্রয়েড ফোনের জন্য হালাল দুইটি গেম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এমন কয়েকটি এন্ড্রয়েড গেম নিয়ে কথা বলবো যেগুলো খেললে আপনার ক্ষতি না হয়ে লাভ হবে। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বন্ধুরা আমরা যারা এন্ড্রয়েড ফোন ইউজার তারা প্রায়ই গেম খেলে থাকি। আমরা বিভিন্ন যায়গা থেক্র যে গেম ভালো লাগে তাই ডাউনলোড করে খেলতে থাকি। তবে আপনারা কী জানেন যে আমরা খেলে থাকি এমন অনেক গেম আছে যেগুলো খেলা আমাদের উচিত নয়। সেই গেম গুলো আমাদের ভালোর যায়গা আরো খারাপ করে দেয়।

ফলে আমরা না জেনেই সেই গেম গুলো খেলে থাকি। পরে আমাদেরই অনেক ক্ষতি হয়। আমরা খেলে থাকি এমন গেম গুলোর মধ্য রয়েছে ফ্রি – ফায়ার, পাবজি, অনলাইন ক্যারাম, অনলাইন লুডু ইত্যাদি গেম। তবে আপনারা কী জানেন এই গেম গুলো কিন্তু নানা ভাবে আমাদের ক্ষতি করে। আর এর মধ্য সব থেকে বেশি ক্ষতি করে আমাদের ধার্মীয় দিক গুলো। সেটা কিভাবে জানতে নিচের অংশ টি পড়ুন।

 

গেম কিভাবে আমাদের ধার্মীয় দিক থেকে ক্ষতি করে?

আমরা মুসলমান, আমাদের উচিত ৫ ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু যখন আজান দেয় তখন আমরা গেম খেলি! ভাবি নামাজে না গেলে কিচ্ছু হবে না এর থেকে গেমে এই লেভেল টা পার করি এটা আমার জন্য ভালো হবে। কিন্তু এটা কী ঠিক? মুসলমান দের পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। সেটা তো করিই না বরং ৫ ওয়াক্ত নামাজ টাও ঠিক মতো পরি না।

আবার আমাদের ইসলামে খুন – মারামারী কে হারাম করা হয়েছে। আবার যেখানে ইসলাম সম্পর্কে একটুও খারাপ কিছু রয়েছে সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু আপনারা ফ্রি – ফায়ার, পাবজি, বিভিন্ন এফপিএস গেম খেলেন এখানে রয়েছে মারামারি যা ইসলামে হারাম করা হয়েছে।

আবার ফ্রি ফায়ারে চলছে এখন ইলুমিনাতি নামক এক কারবার। তো ভাই এখানে অনেকে এটা মানতেছেন না। তো ভাই ইলুমিনাতি কী সেটা আপনারা জানেন। তো এখন আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার এ ব্যাপারে কিছু বলবো না।

এবার কথা বলি অনলাইনে লুডু, ক্যারাম ইত্যাদি খেলা। এখন প্রশ্ন হলো এগুলো খেললে কী সমস্যা? না ভাই কোনো সমস্যা নাই যদি আপনি অফলাইনে কম্পিউটারের সাথে কিংবা পরিবার বা বন্ধুদের সাথে খেলেন। কিন্তু আপনি যদি অনলাইনে গেমের কয়েন বাজি রেখে খেলেন তাহলে এটা ভাই হারাম। বাজি করে কিছু করা ইসলামে হারাম।

আশা করি বুঝতে পেরেছেন ব্যাপার গুলো। কিন্তু গেম ছাড়া এন্ড্রয়েড ফোন তো কিছুই না। এখন তাহলে কি গেমই খেলবো না? কেন খেলবেন না নিশ্চয়ই খেলবেন। ইসলামে এটাও বলা আছে যে গেম বা খেলা খেললে আমাদের বুদ্ধি বৃদ্ধি পাবে। যে গেমে হারাম কিছু নেই সেটা খেললে কোনো সমস্যা নেই।

তো এমন গেম গুলো কী কী? তো এমন গেম ধরুন ক্রিকেট গেম, ফুটবল গেম, অফলাইন লুডু, অফলাইন ক্যারাম, পাজেল সলভ ইত্যাদি গেম। তো আজকে আপনাদের সাথে একেবারে হারাম মুক্ত দুইটি গেম সম্পর্কে কথা বলবো। চলুন সেগুলো জেনে নেই।

 

Word Search

ওয়ার্ড সার্চ নামক গেম টি হলো মূলত গেমে বিভিন্ন ওয়ার্ড সার্চ করে সেটা মিলানো। মানে গেমে অনেক অক্ষর থাকবে। আর কিছু ওয়ার্ড দিবে যেগুলো আপনাকে কয়েকটি ওয়ার্ড মিলে সেই শব্দ বানাতে হবে। এই গেম টি বেশ ভালো একটি গেম। আর এই গেম টি সম্পূর্ণ অফলাইন গেম। এই গেম আপনারা এমন ও কিছু ওয়ার্ড পাবেন যে গুলো আপনারা জানেন ই না।

আর এই ওয়ার্ড গুলো থাকবে ইংরেজিতে। সুতরাং এই খেলা খেললে আপনাদের ইংরেজি এর দক্ষতাও বাড়বে। এই গেম টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন।

Word Serach Game Download

Water Color Sort

এই গেম টি বেশ মজার ও ইন্টারেস্টিং। এই গেম টি সম্পর্কে আপনারা অনেকে প্রায় জানেন। কারণ এই গেমের এডস মাঝে মাঝে বিভিন্ন ওয়েব সাইট কিংবা ফেসবুক বা ইউটিউবে ভিজিট এর সময় গুগল থেকে দেওয়া হয়।

তো এই গেমে আপনাদের কয়েকটি টিউব দেওয়া হবে, যাতে বিভিন্ন রঙ থাকবে। আর সেই রং গুলো নানা কৌশলে প্রতিটা কালার আলাদা আলাদা টিউবে নিতে হবে। গেম টি এর ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।

Water Color Sort Game Downloadতো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment