Games Review

হঠাৎ করে প্লে স্টোর থেকে উধাও Gerena Free Fire কেন রিমুভ হল তা নিয়ে চলছে তুমুল সমালোচনা

2020 সালে নানা ঘটনার পরে PubG Mobile (পাবজি মোবাইল) ইন্ডিয়া থেকে প্লে স্টোর থেকে রিমুভ হয়ে গিয়েছিল। তারপরই Garena Free Fire (গারেনা ফ্রী ফায়ার) ব্যাটেল রয়েল গেম ইন্ডিয়া পোস্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে এবার ভারতের আরেক জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার) গুগল প্লে স্টোর থেকে হঠাৎ করেই উধাও হল। হ্যাঁ ঠিকই পড়েছেন! ডেইলি রিওয়ার্ডস, ফ্রি রিডিম কোড ইত্যাদি অফারের মাঝেই গতকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম গায়েব হয়েছে Free Fire গেমটি। কিন্তু এই ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি, ফলে গেমটির হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া গেমিং সম্প্রদায়ের মধ্যে কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছে।

এই মুহূর্তে শুধুমাত্র শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্স (Free Fire Max) গেম গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ। সেক্ষেত্রে কিছু রিপোর্ট প্রস্তাব করে যে সাম্প্রতিক আপডেটটি অর্থাৎ গেম ডাউনলোডের জন্য অনুপলব্ধ থাকার বিষয়টি একটি প্রযুক্তিগত ত্রুটি। এদিকে গেমটির গায়েব হওয়া সম্পর্কে এখন গুজব ছড়িয়ে পড়েছে যে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে৷ এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু এখনো পর্যন্ত গ্যারেনা বা ভারত সরকার কেউই এই বিষয়ে কিছু বলেনি, তাই এটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমাদের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করতে হবে।

আমরা এই আরটিকেল থেকে যা যা জানবো

Free Fire ইন্সটল থাকলে খেলা যাবে

ফ্রি ফায়ার গেম অ্যাপটি বর্তমানে ভারতে ডাউনলোডের জন্য অনুপলব্ধ থাকলেও, যাদের ডিভাইসে গেমটি ইনস্টল করা আছে তারা এটি অ্যাক্সেস করতে অর্থাৎ খেলতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত প্লেয়াররা ভালোভাবে গেমটি খেলতে পারছেন।

মনে করিয়ে দিই, ২০২০ সালে ভারত চীন উত্তেজনার ফলশ্রুতি হিসেবে কয়েকশো চীনা অ্যাপের সাথে নিষিদ্ধ হয় PUBG Mobile গেম। এরপর নাম বদলে Battlegrounds Mobile India নামে এলেও PUBG-র অনুপস্থিতিতে ফ্রি ফায়ার ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাই আগামী দিনে এই গেমটির অবস্থাও একই হতে চলেছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না!

ফ্রী ফায়ার রেডিম কোড সম্পর্কিত আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য অনুরোধ রইল এরকম গেমস নিয়ে যে কোন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোন আর্টিকেলে ধন্যবাদ সবাইকে।

Shakil

ভালো লাগা থেকেই এই অনলাইনে আসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button