দোয়া মাসুরা আরবি এবং বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ দোয়া পড়ার নিয়ম

দোয়া মাসুরা নামাজের শেষ বৈঠকে বসে পড়তে হয়। দোয়া মাসুরা পড়ে তারপর সালাম সালাম ফেরানো হয়। নিচে দোয়া মাসুরা আরবি এবং বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ দোয়া পড়ার নিয়ম দেওয়া হলো। যদি সামান্য উপকার হয় তাহলে বন্ধুদের সাথে সেয়ার করুন এমননি কি আপনার ফেসবুক টাইমলাইনেও রেখে দিতে পারেন শেয়ার করে।

দোয়া মাসুরা

দোয়া মাসুরা আরবি

দোয়া মাসুরা আরবিঃ اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ

দোয়া মাসুরা বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি । মাগফিরাতাম মিন ইনদিকা । ওয়ার হামনি । ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ।

dua masura, dua masura bangla,দোয়া মাসুরা,দোয়া মাসুরা অর্থ,দোয়া মাসুরা আরবি,দোয়া মাসুরা এর বাংলা অনুবাদ,দোয়া মাসুরা কখন পড়তে হয়,দোয়া মাসুরা কয়টি,দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, দোয়া মাসুরা, দোয়া মাসুরা বাংলা, দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, দোয়া মাসুরা কখন পড়তে হয়, তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা, দোয়া মাসুরা আরবি, দোয়া মাসুরা সূরা, দোয়া মাসুরা বাংলা অনুবাদ, দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে, দোয়া মাসুরা অর্থ, দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ, নামাজের দোয়া মাসুরা, দোয়া মাসুরা mp3 download,, দোয়া মাসুরা mp3, দোয়া মাসুরা বাংলা অর্থ, আত্তাহিয়াতু দোয়া মাসুরা, আত্তাহিয়্যাতু দরুদ শরীফ দোয়া মাসুরা, দোয়া মাসুরা অডিও, দোয়া মাসুরা শিখব,, আমল ও দোয়া মাসুরা,

দোয়া মাসুরা বাংলা অর্থ / অনুবাদ

দোয়া মাসুরা বাংলা অর্থ / অনুবাদঃ হে আল্লাহ ! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই । অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু ।

দোয়া মাসুরা পড়ার নিয়ম

দোয়া মাসুরা পড়ার নিয়মঃ দোয়া মাসুরা কখন পড়তে হয়? দোয়া মাসুরা সাধারণত নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু দরুদে ইব্রাহিম পড়ার পর দোয়া মাসুরা পড়তে হয়। নামাজে হাত বা নিয়ত বাধার পর সানা (সুবাহাকাল্লাহুম্মা)পড়তে হয়। তারপর সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ে রুকুতে যেতে হয়।এরপর রুকুতে গিয়ে সুবহা-না রব্বিয়াল আ`যিম পড়তে হয় । তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয়। তারপর রাব্বানা লাকাল হামদ পড়তে হয়। তারপর আবার সেজদায় যেতে হয়।সেজদায় সুবহা-না রব্বিয়াল আ‘লা পড়তে হয় । এভাবে দুই সেজদার পড় উঠে দাঁড়িয়ে হাত বাঁধতে হয় । এভাবে দুই রাকাত নামাজ হলো দুই রাকাত আদায় করতে হয় তারপর দুই রাকাতে সিজদার পর আর উঠে দাঁড়িয়ে হাত বাধতে হয় না তখন আত্তাহিয়াতু ও দরুদ ইবরাহীম তারপরে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা পড়তে হয়।

দোয়া মাসুরা কখন পড়তে হয়?

দোয়া মাসুরা সাধারণত নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু দরুদে ইব্রাহিম পড়ার পর দোয়া মাসুরা পড়তে হয়।

আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ভুলটি ধরিয়ে দিবেন। আশা করি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে দোয়া মাসুরা টি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Share the article..

1 thought on “দোয়া মাসুরা আরবি এবং বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ দোয়া পড়ার নিয়ম”

Leave a Comment