হযআরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) থেকে হযরত আদম (আঃ) পর্যন্ত‘ পূর্বপুরুষগণের নামের তালিকা

আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেক মুসলিমদের হযআরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) থেকে তাঁহার পিতা হযরত আদম (আঃ) পর্যন্ত‘ পূর্বপুরুষগণের নাম গুলো জানা উচিত। আপনাদের মধ্যে অনেকেই তা জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য আজকের পোস্টটি আজকেহযআরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) থেকে তাঁহার পিতা হযরত আদম (আঃ) পর্যন্ত‘ পূর্বপুরুষগণের নামের তালিকা একটি সংক্ষিপ্ত আরটিকেল লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে প্রয়োজনে আপনারা আপনার ফেসবুক টাইমলাইনে আর্টিকেল শেয়ার করে রাখতে পারেন তাহলে আর্টিকেলটি আপনার ফেসবুকে থেকে যাবে যে কোন সময় আপনি প্রয়োজনে দেখতে পাবেন।

  • হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)
  • তাঁহার পিতা আব্দুল্লাহ,
  • তাঁহার পিতা আব্দুল মোত্তালিব,
  • তাঁহার পিতা হাসিম,
  • তাঁহার পিতা আব্দ মানাফ,
  • তাঁহার পিতা কুছাই,
  • তাঁহার পিতা কিলাব,
  • তাঁহার পিতা মুরাহ,
  • তাঁহার পিতা কা’ব
  • তাঁহার পিতা লুই,
  • তাঁহার পিতা গালিব,
  • তাঁহার পিতা ফাহর,
  • তাঁহার পিতা মালিক,
  • তাঁহার পিতা আননাদর,
  • তাঁহার পিতা কিনান,
  • তাঁহার পিতা খুজাইমা,
  • তাঁহার পিতা মুদরাইকা,
  • তাঁহার পিতা ইলিয়াস,
  • তাঁহার পিতা মুদার,
  • তাঁহার পিতা নিজার,
  • তাঁহার পিতা মা’দ,
  • তাঁহার পিতা আদনান,
  • তাঁহার পিতা আওয়াদ,
  • তাঁহার পিতা হুমাইসা,
  • তাঁহার পিতা সালামান,
  • তাঁহার পিতা আওয,
  • তাঁহার পিতা বুয,
  • তাঁহার পিতা কামওয়াল,
  • তাঁহার পিতা ওবাই,
  • তাঁহার পিতা আওয়ান,
  • তাঁহার পিতা নাসিদ,
  • তাঁহার পিতা হিযা,
  • তাঁহার পিতা বালদাস,
  • তাঁহার পিতা ইয়াদলাফ,
  • তাঁহার পিতা তাবিখ,
  • তাঁহার পিতা জাহিম,
  • তাঁহার পিতা নাহিস,
  • তাঁহার পিতা মাখি,
  • তাঁহার পিতা আ”য়েফ
  • তাঁহার পিতা আবকার,
  • তাঁহার পিতা উবাইদ,
  • তাঁহার পিতা আদ দাহা,
  • তাঁহার পিতা হামদান,
  • তাঁহার পিতা সানবার,
  • তাঁহার পিতা ইয়াসরিবি,
  •  পিতা ইয়াহজিন,
  • তাঁহার পিতা ইয়ালহান,
  • তাঁহার পিতা ইরাওয়া,
  • তাঁহার পিতা আইযি,
  • তাঁহার পিতা যিশান,
  • তাঁহার পিতা আইছার,
  • তাঁহার পিতা আফনাদ,
  • তাঁহার পিতা আইহাম,
  • তাঁহার পিতা মুকাসির,
  • তাঁহার পিতা নাহিস,
  • তাঁহার পিতা যারিহ,
  • তাঁহার পিতা সামি,
  • তাঁহার পিতা মায্যি,
  • তাঁহার পিতা ইওয়াদ,
  • তাঁহার পিতা ইরাম,
  • তাঁহার পিতা হিদার,
  • তাঁহার পিতা হযরত ইসমাইল (আঃ),
  • তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),
  • তাঁহার পিতা তারেখ/আযর
  • তাঁহার পিতা নাহুর,
  • তাঁহার পিতা সারুয,
  • তাঁহার পিতা রা’উ,
  • তাঁহার পিতা ফাহিয,
  • তাঁহার পিতা আবীর,
  • তাঁহার পিতা আফরাহশাদ,
  • তাঁহার পিতা সা’ম,
  • তাঁহার পিতা হযরত নূহ (আঃ),
  • তাঁহার পিতা লামিক,
  • তাঁহার পিতা মাতু সালিখ,
  • তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),
  • তাঁহার পিতা ইয়ারিদ,
  • তাঁহার পিতা মালহালিল,
  • তাঁহার পিতা কিনান,
  • তাঁহার পিতা আনস,
  • তাঁহার পিতা হযরত শীস (আঃ),
  • তাঁহার পিতা হযরত আদম (আঃ)

আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে অন্য কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় অস্থির আর্টিকেল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Share the article..

Leave a Comment