রমজানের সময় সূচি 2022 সাল রমজান মাসের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের সময়সূচি

রমজানের ক্যালেন্ডার ২০২২ রমজান মাসের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের সময়সূচি রমজানের সময় সূচি 2022 সাল (ক্যালেন্ডার ডাউনলোড করুন খুব সহজে! রমজানের সময় সূচি ২০২২, রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF ডাউনলোড করুন!

রমজানের ক্যালেন্ডার ২০২২,Ramadan Calender 2022, রমজানের সময় সূচি ২০২২, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২, রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF ডাউনলোড করুন, আজকের ইফতারের সময়, আজকের সেহেরির সময়, সেহরির ও ইফতারের শেষ সময়, রোজার সময়, ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া চার্ট অনুযায়ী সাজানো রমজানের ক্যালেন্ডার ২০২২, রমজানের সময় সূচি ২০২২, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২।

আপনি কি রমজান মাসের রমজান ক্যালেন্ডার ২০২২ খুজতেছেন ? তাহলে আপনি একদম সঠিক জায়গা আসছেন। আমাদের এই পোস্টে আমরা আপনাকে প্রতিদিনের সেহরি সময় এবং ইফতারের সময় সহ, রমজানের ৩০ দিনের পূর্ণ ক্যালেন্ডার সরবরাহ করে আপনাদের সাথে সেয়ার চেষ্টা করছি। এখনই আপনার রমযান ক্যালেন্ডার ২০২২ সংগ্রহ করে নিন প্রয়োজনে রমজান মাসের ক্যালেন্ডার পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে ঘরে টাংগিয়ে রাখতে পারেন।

রমজান মুবারক ২০২২

রমজান মোবারক হচ্ছে একটি শুভেচ্ছা বার্তা। রমজান মাসে শুরু হওয়ায় রমজান মোবারক একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে একে অপরের সাথে আনন্দ বিনিময় করে থাকে। তাছাড়া রমজান মোবারক আরো একটি শুভেচ্ছাবার্তা আমাদেরকে দিয়ে দেয় তা হল ধর্মপ্রাণ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর এর আগাম বার্তা।

রমজানের সময় সূচি ২০২২

বাংলাদেশে ০৩ এপ্রিল ২০২২ থেকে ১লা বা পহেলা রমজান শুরু হবে এমনটি ধারণা সবার তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল পহেলা রমজান কতো তারিখ হবে আমরা এখানে ৩এপ্রিল ১ম রোজা ধরে আপনাদের সাথে রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ সেয়ার করতেছি এবং রমজান মাস ৩তারিখ শুরু হলে ০২ মে ২০২২-এ বাংলাদেশে শেষ হবে। ১লা বা পহেলা রমজান সেহরির শেষ সময় হল ০৪ঃ২৭ AM এবং ইফতারের সময় হল ৬ঃ১৯ PM৷ রমজানের সম্পূর্ণ ৩০ দিনের সেহরি ও ইফতারের সময়সূচি জানার জন্য নীচের টেবিলটি দেখুন, অথবা আপনি এই টেবিলটি সময় সূচি PDF ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন।

সাহরী ও ইফতারের সময়সূচি ২০২২

পবিত্র মাহে রমযান ১৪৪৩ হিজরি, ১৪২৮/১৪২৪ বঙ্গাব্দ, ২০২২ খ্রিস্টাব্দ ১৪৪৩ হিজরি ২০২২ খ্রিস্টাব্দ।

জেনে নিন আজকের সেহেরির শেষ সময় এবং ইফতারের শেষ সময় কখন।ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া চার্ট অনুযায়ী সাজানো রমজানের ক্যালেন্ডার ২০২২

১৪৪৩ হিজরি রমযান ২০২২ খ্রিস্টাব্দ

এপ্রিল/মে

বার সেহরির শেষ সময় ফজরের ওয়াক্ত শুরু ইফতারের সময়
০১ ০৩ এপ্রিল রবি ৪-২৭ মিঃ ৪-৩৩ মিঃ ৬-১৯ মিঃ
০২ ০৪ এপ্রিল সােম ৪-২৬ মিঃ ৪-৩২ মিঃ ৬-১৯ মিঃ
০৩ ০৫ এপ্রিল মঙ্গল ৪-২৪ মিঃ ৪-৩০ মিঃ ৬-২০ মিঃ
০৪ ০৬ এপ্রিল বুধ ৪-২৪ মিঃ ৪-৩০ মিঃ ৬-২০ মিঃ
০৫ ০৭ এপ্রিল বৃহস্পতি ৪-২৩ মিঃ ৪-২৯ মিঃ ৬-২১ মিঃ
০৬ ০৮ এপ্রিল শুক্র ৪-২২ মিঃ ৪-২৮ মিঃ ৬-২১ মিঃ
০৭ ০৯ এপ্রিল শনি ৪-২১ মিঃ ৪-২৭ মিঃ ৬-২১ মিঃ
০৮ ১০ এপ্রিল রবি ২০ মিঃ ৪-২৬ মিঃ ৬-২২ মিঃ
০৯ ১১ এপ্রিল সােম ৪-১৯ মিঃ ৪-২৫ মিঃ ২২ মিঃ
১০ ১২ এপ্রিল মঙ্গল ৪-১৮ মিঃ ২৪ মিঃ ৬-২৩ মিঃ
১১ ১৩ এপ্রিল বুধ ৪-১৭ মিঃ ৪-২৩ মিঃ ৬-২৩ মিঃ
১২ ১৪ এপ্রিল বৃহস্পতি ১৫ মিঃ ৪-২১ মিঃ ৬-২৩ মিঃ
১৩ ১৫ এপ্রিল শুক্র ৪-১৪ মিঃ ৪-২০ মিঃ ৬-২৪ মিঃ
১৪ ১৬ এপ্রিল শনি ৪-১৩ মিঃ ৪-১৯ মিঃ ২৪ মিঃ
১৫ ১৭ এপ্রিল রবি ৪-১২ মিঃ ৪-১৮ মিঃ ৬-২৪ মিঃ
১৬ ১৮ এপ্রিল সােম ৪-১১ মিঃ ৪-১৭ মিঃ ৬-২৫ মিঃ
১৭ ১৯ এপ্রিল মঙ্গল ৪-১০ মিঃ ৪-১৬ মিঃ ৬-২৫ মিঃ
১৮ ২০ এপ্রিল বুধ ৪-০৯ মিঃ ৪-১৫ মিঃ ৬-২৬ মিঃ
১৯ ২১ এপ্রিল বৃহস্পতি ৪-০৮ মিঃ ৪-১৪ মিঃ ৬-২৬ মিঃ
২০ ২২ এপ্রিল শুক্র ৪-০৭ মিঃ ১৩ মিঃ ৬-২৭ মিঃ
২১ ২৩ এপ্রিল শনি ৪-০৬ মিঃ ৪-১২ মিঃ ৬-২৭ মিঃ
২২ ২৪ এপ্রিল রবি ৪-০৫ মিঃ ৪-১১ মিঃ ৬-২৮ মিঃ
২৩ ২৫ এপ্রিল সােম ৪-০৫ মিঃ ৪-১১ মিঃ ৬-২৮ মিঃ
২৪ ২৬ এপ্রিল মঙ্গল ৪-০৪ মিঃ ৪-১০ মিঃ ৬-২৯ মিঃ
২৫ ২৭ এপ্রিল বুধ ০৩ মিঃ ৪-০৯ মিঃ ৬-২৯ মিঃ
২৬ ২৮ এপ্রিল বৃহস্পতি ৪-০২ মিঃ ৪-০৮ মিঃ ৬-২৯ মিঃ
২৭ ২৯ এপ্রিল শুক্র ৪-০১ মিঃ ৪-০৭ মিঃ ৩০ মিঃ
২৮ ৩০ এপ্রিল শনি ৪-০০ মিঃ ৪-০৬ মিঃ ৬-৩০ মিঃ
২৯ ১ মে রবি ৩-৫৯ মিঃ ৪-০৫ মিঃ ৬-৩১ মিঃ
৩০ ২ মে সােম ৩-৫৮ মিঃ ৪-০৪ মিঃ ৬-৩১ মিঃ

(ঢাকা জেলার জন্য প্রযােজ্য)

অন্যান্য জেলার মানুষের আমাদের দেওয়া রমজানের সময় সূচি 2022 সালের রমজান মাসের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের সময়সূচি এর সাথে সেয়ারির সময় যোগ এবং বিয়োগ করা লাগবে তা নিছে দেওয়া হলো।

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, ভোলা – ১মিনিট
  • শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি, গোপালগঞ্জ – ৩মিনিট
  • নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, নড়াইল, বাগেরহাট – ৪মিনিট
  • রাজশাহী, ঝিনাইদহ, যশোর, খুলনা – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা – ৬মিনিট
  • সাতক্ষীরা, মেহেরপুর – ৭মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • নোয়াখালী, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
  • চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী – ২ মিনিট
  • ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ – ৩ মিনিট
  • রাঙামাটি, বান্দরবন, নেত্রকোনা, হবিগঞ্জ – ৪ মিনিট
  • খাগড়াছড়ি – ৫ মিনিট
  • সুনামগঞ্জ, মৌলভীবাজার – ৬ মিনিট
  • সিলেট – ৭ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • মাদারীপুর – ১মিনিট
  • মানিকগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর – ২ মিনিট
  • শেরপুর, খুলনা, টাঙ্গাইল, নড়াইল – ৩ মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, মাগুরা – ৪ মিনিট
  • পাবনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, রাজবাড়ী – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
  • রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট, লালমনিরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ – ১ মিনিট
  • চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, নোয়াখালী – ২ মিনিট
  • কুমিল্লা, মৌলভীবাজার, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • ফেনী, সিলেট – ৪ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৭ মিনিট
  • রাঙ্গামাটি – ৮ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

রমজানের ক্যালেন্ডার ২০২২ Ramadan Calender 2022

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গত ৮ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ, পবিত্র মাহে রমযান ২০২২ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে (ঢাকা জেলার জন্য)।রমজানের ক্যালেন্ডার ২০২২ Ramadan Calender 2022  নিন্মে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পবিত্র মাহে রমজান ২০২২ সালের সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া হল।

রমজানের ক্যালেন্ডার ২০২২, রমজানের সময় সূচি ২০২২, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২, রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF ডাউনলোড করুন, আজকের ইফতারের সময়, আজকের সেহেরির সময়, সেহরির ও ইফতারের শেষ সময়, রোজার সময়, ইসলামিক ফাউন্ডেশন, রমজানের সময় সূচি 2022 ইসলামিক ফাউন্ডেশন, রমজানের সময় সূচি 2022 বাংলাদেশ, রমজানের সময় সূচি 2022 সিলেট, রমজানের সময় সূচি 2022 বাংলা মাস, রমজানের সময় সূচি 2022 চট্টগ্রাম, রমজানের সময় সূচি 2022 ঢাকা, রমজানের সময় সূচি 2022 pdf, রমজানের ক্যালেন্ডার ২০২২, রমজানের সময় সূচি ২০২২, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২, রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF ডাউনলোড করুন, আজকের ইফতারের সময়, আজকের সেহেরির সময়, সেহরির ও ইফতারের শেষ সময়, রোজার সময়, ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া চার্ট অনুযায়ী সাজানো রমজানের ক্যালেন্ডার ২০২২, রমজানের সময় সূচি ২০২২, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২

রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF

রমজানের ক্যালেন্ডার ২০২২ PDF ডাউনলোড  করুণ – রমজানের ক্যালেন্ডার ২০২২ পিডিএফ 

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ PDF

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ PDF ডাউনলোড করুন এখান থেকে খুব সহজে – রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ পিডিএফ 

রোজা রাখার নিয়ত

রোজা রাখার প্রথম কাজ হচ্ছে সেয়ারী খেয়ে তারপর রোজার নিয়ত করা। এই আমল সব সময় করা হয় না। বছরে ৩০ দিন করা হয় তারপর আবার ১ বছর পর আসে তাই অনেকের রোজা রাখার নিয়ত মনে থাকে না। তাই আপনাদের জন্য রোজা রাখার নিয়ত নিছে দেওয়া হলো। রোজা রাখার নিয়ত জেনে নিন

আরবি – نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।

বাংলা অর্থঃ হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে তা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া

সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আল্লাহর সন্তুষ্টির জন আমরা ইফতারবে দোয়া পরে থাকি। ইফতারের দোয়া একনজরে ইফতারের দোয়া জেনে নিন

আরবি – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আ’লা রিযকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বাংলা অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

আজকের সেহরির শেষ সময় কখন?

আপনি কি আজকের সেহরির শেষ সময় কখন জানতে চান? আপনি চাইলে উপরে আমাদের দেয়া রমজানের ক্যালেন্ডার ২০২২ থেকে আজকের সেহেরির শেষ সময় জানতে পারবেন। তবে এটি শুধু মাত্র ঢাকা জেলা এর জন্য উপরে রমজানের ক্যালেন্ডার ২০২২ দেয়া আছে আপনি চাইলে সেখান থেকে জানতে পারবেন আজকের সেহরির শেষ সময় কখন। অথবা আপনি আমাদের এই রমজানের ক্যালেন্ডার ২০২২ টি PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এই খানে ক্লিক করুণ।

আজকের ইফতারের শেষ সময় কখন?

আপনি কি আজকের ইফতারের শেষ সময় কখন জানতে চান? আপনি চাইলে উপরে আমাদের দেয়া রমজানের ক্যালেন্ডার ২০২২ থেকে আজকের ইফতারের শেষ সময় জানতে পারবেন। তবে এটি শুধু মাত্র ঢাকা জেলা এর জন্য উপরে রমজানের ক্যালেন্ডার ২০২২ দেয়া আছে আপনি চাইলে সেখান থেকে জানতে পারবেন আজকের ইফতারের শেষ সময় কখন। অথবা আপনি আমাদের এই রমজানের ক্যালেন্ডার ২০২২ টি PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এই খানে ক্লিক করুণ।

শবে কদর ২০২২ কত তারিখে হবে?

শবে কদর হচ্ছে মুসলিম ধর্ম প্রান মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাত। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে ইবাদত করলে ১ হাজার রাতের সওয়াব পাওয়া যায়। এবং এই শবে কদর রাত গুলোর যে কোন এক রাতে আমাদের পবিত্র আল-কুরআন নাযিল করা হয়। তবে শবে কদরের রাত কবে তা নির্দিষ্ট করে বলতে পারেন না কেউ। তাই ওলেমায় কেমাম দের অনুমতি ক্রমে রমজান মাসের ২৭ তারিখ অর্থাৎ রামাদানের ২৭ রমজানে আমরা সকলে আনুষ্ঠানিকভাবে শবে কদর উদযাপন করে থাকি। তাই ২৬ রমজানের দিবাগত রাতে আমরা ইবাদাতে মগ্ন থাকি।

কিন্তু মূলত শবে কদরের রাত হচ্ছে রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় সংখ্যক রাতের এক রাত হবে এটা ২১ রমজান বা ২৯ রমজান রাতেও হতে পারে। তাই মুসলিমগণ নাজাতের বিজোড় তারিখ গুলো শবে কদর হিসেবে মনে করে এবাদাত করে থাকেন তবে ২৭ রমজান এর রাতেই বেশি গুরুত্ব দিয়ে থাকে সবাই। নাজাতের বিজোড় সংখ্যক রামাদান হচ্ছে ২১,২৩,২৫,২৭ এবং ২৯।

উপসংহার

রমজান মাসের সময়সূচি বা রমজান মাসের ক্যালেন্ডার সম্পূর্ণটাই নির্ভর করে হচ্ছে চাঁদ দেখার উপর আমরা অনুমান ভিত্তিক একটি রমজান মাসের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তবে আপনারা এটি দেখে বিভ্রান্ত হবেন না একদিন বা দুইদিন আগে পরে হতে পারে এবং আমরা রমজান মাসের শুরুতে ক্যালেন্ডার আপডেট করে দিব।

Share the article..

Leave a Comment