জুম্মার নামাজের নিয়ত আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অশেষ দয়ায় আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মায়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য ইসলামিক পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জুমার নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত সহ সব কিছু নিয়ে আলোচনা করবো।
একজন মুসলিম হিসেবে নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। জুম্মার নামাজ দিনের মুসলিম দের জন্য। জুমার দিন কে গরিবের হজের দিন বলা হয়. আজকে আমরা এই জুমার নামাজ নিয়ে আলোচনা করবো। এই পোস্টে আপনি যোহরের নামাজের নিয়ম, জুম্মার নামাজ পড়ার নিয়ম, জুমার নামাজ কত রাকাত ও কি কি , জুমার নামাজের নিয়ত, জুম্মার নামাজের সময় , জুমার নামাজের শেষে দুয়া এসব জানতে পারবেন।
আপনি জুম্মার নামাজের নিয়ত, জুম্মার নামাজের সময় , জুমার নামাজের নিয়ম, জুম’আর নামাজ পড়ার নিয়ম, জুমার নামাজের নিয়ম, জুমার নামাজ আদায়ের নিয়ম ইত্যাদি জানার জন্য আমাদের ShopTips24.Com ওয়েবসাইটে আসছেন? তো দেরি না করে চলুন আমরা সম্পূর্ন আর্টিকেলটি দেখি।যোহরের নামাজ আদায়ের নিয়ম সহ সব কিছু নিয়ে আলোচনা করবো।
জুম’আর নামাজ এর নিয়ত
জুম’আর নামাজের নিয়ম ও নিয়ত এবং কিভাবে নিয়ত বাধতে হয় এ সম্পর্কে আজকে আরটিকেলে তাই সাজানো হয়েছে সুতরাং সম্পূর্ণ দেখুন কোথাও কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
জুমার নামাজ কয় রাকাত?
জুমার নামাজ ২০ রাকাত। যথাঃ
- দুই-রাকাত তাহিয়্যাতুল অজু।
- দুই-রাকাত দুখুলুল মাসজিদ।
- চার-রাকাত কাবলাল জুমআহ।
- দুই-রাকাত ফরজ জুম’আ।
- চার -রাকাত বা’দাল জুম’আ।
- চার-রাকাত আখেরে জোহর।
- দুই-রাকাত ওয়াত্তে সুন্নত।
আরো পড়ুনঃ জুম্মা মোবারক স্ট্যাটাস – জুম্মা মোবারক পিকচার, ছন্দ, উক্তি, মেসেজ ও এস এম এস
দুই-রাকাত তাহিয়্যাতুল অজু নিয়ত সমূহ
দুই রাকাত তাহিয়্যাতুল অজু নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ التَّحِيَّةُ الْوُضُوْءِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা-উচ্চারন:
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা’আ-লা রাকাআতাই ছালাতিল তাহিয়্যাতুল অজু সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
দুই-রাকাত তাহিয়্যাতুল অজু নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।
দুই-রাকাত দুখুলুল মাসজিদ নিয়ত সমূহ
দুই-রাকাত দুখুলুল মাসজিদ নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الدُّخُوْلِ الْمَسْجِدِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা-উচ্চারন:
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা’আ-লা রাকাআতাই ছালাতিল দূখূলিল মাসজিদি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
দুই-রাকাত দুখুলুল মাসজিদ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
চার-রাকাত কাবলাল জুমআহ নিয়ত সমূহ
চার-রাকাত কাবলাল জুমআহ নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ قَبْلَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা অর্থ:
চার-রাকাত কাবলাল জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
দুই-রাকাত ফরজ জুম’আ নিয়ত সমূহ
দুই-রাকাত ফরজ জুম’আ নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُسْقِطََ عَنْ ذِمَّتِىْ فَرْضُ الظُّهْرِ بِاَدَاءِ رَكْعَتَىْ صَلَوةِ الْجُمُعَةِِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা-উচ্চারন:
নাওয়াইতু আন উসকিত্বা আ’ন জিম্মাতী ফারদা-জোহরি বি’আদা-য়ি রাকাআতাই ছালা-তিল জুমু’আতি ফারদুল্লা-হি তা’য়ালা ইত্তাদাইতু বিহাযাল ইমাম মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
দুই-রাকাত ফরজ জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
চার-রাকাত বাদাল জুমার নামাজের নিয়ত সমূহ
চার-রাকাত বাদাল জুমার নামাজের নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ بَعْدَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলা-উচ্চারন:
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা’আ-লা আরবা-আ রাকাআতাই ছালাতিল বা’দাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
চার -রাকাত বা’দাল জুমআহ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
চার-রাকাত আখেরে জোহর নিয়ত সমূহ
চার-রাকাত আখেরে জোহর নিয়ত আরবি-উচ্চারন, বাংলা-উচ্চারন এবং বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলোঃ
আরবি-উচ্চারন:
نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ اَخِرِالظُّهْرِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ
বাংলা-উচ্চারন:
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লা-হি তা’আ-লা আরবা-আ রাকাআতাই ছালাতিল আখিরিজ জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ:
চার-রাকাত আখেরে জোহর নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
আমাদের শেষ কথা
আমরা জুম্মার নামাজের নিয়ত ও সময়সূচি নিয়ে আলোচনা করেছি সেই সাথে কিভাবে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পরার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আরটিকেলে। মানুষ মাত্রই ভুল। আমাদেরও ভুল হতে পারে আজকের আর্টিকেলে যদি কোথাও কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলটি সুধরিয়ে দেওয়ার অনুরোধ রইল।
1 thought on “জুম্মার নামাজের নিয়ত আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ”