দেখে নিন নতুন ফিচার যুক্ত ৩ টি ফোনের রিভিউ

আজকের যুগে আমদের প্রায় সকলের হাতে রয়েছে একটি করে স্মার্ট ফোন। আর স্মার্ট ফোন কেনার সময় অনেকেই খুজে থাকেন ভালো কোয়ালিটির ফোন। কেউ খুজে থাকে ভালো ক্যামেরা, কেউ বা খোজে ভালো গেম খেলা যায় এমন ফোন অথবা কেউ কেউ খুজে থাকেন নতুন সব ফিচার এ আপডেটকৃত ফোনগুলো।

আজকে আমি আপনাদের জন্য একসাথে ৩ টি ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। সেই ৩ টি ফোনেই আপনারা সব নতুন ফিচার পাবেন। খেলতে পারবেন প্রায় সব রকমের গেম। তুলতে পারবেন হাই কোয়ালিটির পিকচার। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট টি শুরু করা যাক।

Realme 8 Phone Review

realme 8 হলো বাংলাদেশের বাজারে রিলিজ হওয়া নতুন একটি ফোন। এই ফোনটির মূল্য ২২,৯৯০ টাকা। ফোনটির ক্যামেরা রিয়েলমি ৭ এর তুলনায় অনেক আলাদা। কিন্তু ক্যামেরা টা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির। ফোনটিতে রয়েছে 5000mah এর ব্যাটারি। আর ফোনটির সবথেকে ভালো দিক হলো ফোনটিতে এত বড় ব্যাটারি থাকার পরেও এটির ওজন অনেক কম। এটি মাত্র ১৭৭ গ্রাম ওজনের একটি ফোন এবং ফোনটি অনেক হালকা।

এবার আশা যাক ফোনটির গেমিং এর দিকে। ফোনটিতে আপনারা প্রায় সব রকমের গেম খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার এর মতো গেম কোনো ঝামেলা ছাড়াই স্মুথলি খেলতে পারবেন। তাছাড়াও এটি বলা আবশ্যক যে আপনারা এই ফোনে যেকেনো HD গেম খেলতে পারবেন।

এবার চলে আসি ক্যামেরার কথায়, ফোনটির সামনের ক্যামেরা অর্থাৎ সেল্ফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ও পিছনের দিকে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সামনে ও পিছনের ২ টি ক্যামেরা দ্বারা ছবি তোলার সময় আপনি খুব ভালো এক্সপেরিয়েন্স পাবেন ছবি তোলার বিষয়ে। ২ টি ক্যামেরা দিয়েই অসাধারণ ফটোগ্রাফি করা যাবে। আপনি যদি ভালো ক্যামেরা যুক্ত ফোন খুজে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট সাজেশন।

20210708 135441

Samsung Galaxy m13

Samsung Galaxy m12 হলো বিশাল ব্যাটারি, সুন্দর ডিজাইন, অসাধারণ ক্যামেরা ও ৯০ হার্টজ ডিসপ্লে যুক্ত নতুন রিলিজ হওয়া আরো একটি ফোন। এই ফোনটির বাংলাদেশি মূল্য ১৮৪৯০ টাকা। এই ফোনটি আপনি সাদা,নীল ও কালো এই ৩ রঙের পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে অসাধারণ ডিজাইন। এবং রয়েছে 6000mah এর একটি বিশাল ব্যাটারি, যার ফলে ফোনটি একটু মোটা হয়ে গেছে। ফোনটির ওজন মাত্র ২২১ গ্রাম। এই ফোনটির ডিসপ্লে হলো ৬.৫ ইঞ্চি এর HD+ ডিসপ্লে।

ফোনটির অবাক করা বিষয় হলো এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং এ সুবিধ ফোনটি পুরো চার্জ হতে মাত্র ৩ ঘন্টা সময় লাগবে।

এই ফোনটি গেমিং এর দিকটা অতটা ভালো না। যারা বেশি পরিমাণ গেম খেলে থাকেন তাদের জন্য এই ফোনটি বেশি একটা ভালো হবে না। তবে যারা মোটমুটি Hd গ্রাফিক্স এর গেম খেলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট। তবে এই ফোনে আপনারা পাবজি ও ফ্রি ফায়ার গেমটির মিডিয়াম গ্রাফিক্স আরামসে খেলতে পারবেন।

এবার আসি ফোনের ক্যামেরার দিকে। ফোনটির পেছনের দিকে আপনারা পেয়ে যাবেন ৪ টি ক্যামেরা। প্রতিটি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ক্যামেরা গুলো দ্বারা অসাধারণ সব ছবি তোলা সম্ভব।

20210708 135419

Samsung Galaxy a12

আমার আজকের শেষ লিস্টে রয়েছে আরো একটি স্যামসাং ব্র‍্যান্ডের ফোন। এই ফোনটি হলো Samsung Galaxy a11 এর আপগ্রেড ভার্সন। এই ফোনটি কিছু কিছু ক্ষেত্রে a11 এর আপগ্রেড ভার্সন আবার কিছু ক্ষেত্রে ডাউন ভার্সন। ফোনটির দাম মাত্র ১৫০০০ টাকা।

ফোনটির ডিজাইন খুবই সুন্দর। ফোনটির পেছনের বিল্ড টি পালস্টিকের হলেও খুবই সলিড বিল্ড। তাছাড়া পেছনের দিকে বিল্ডে এক ধরনের টেক্সচার আছে যার ফলে স্ক্যার্চ পড়ার কোনো ভয় নেই। তাছাড়া ফোনটিতে আপনারা ফিঙারপ্রিন্ট সেন্সও পাবেন। ফোনটির স্পিকার অনেকটা উন্নত মানের।

ফোনটি গেমিং এর দিক থেকে অনেক টা দুর্বল। এটাতে পাবজি ও একদম লো গ্রাফিক্স করে মোটামুটি খেলতে পারবেন। তবে, w.cc2, wcc3, real cricket 20, call of duty এর মতো গেম গুলো স্মুথলি খেলতে পারবেন।

তবে ব্রাউজিং করার জন্য এই ফোনটি অন্যান্য ফোনগুলোর তুলনায় বেস্ট। ফোনটির ব্যাটারি 5000mah এর। ফোনটির চার্জিং ব্যবস্থা খুব উন্নত। ফাস্ট চার্জিং এবং দীর্ঘক্ষন চার্জ থাকার গ্যারান্টি।

ফোনটির ক্যামেরা রয়েছে মোট ৫ টি। ১ টি সেল্ফি ক্যামেরা ও বাকি ৪ টা ব্যাক ক্যামেরা। ৫ টি ক্যামেরা দ্বারাই অসাধারণ ছবি তোলা সম্ভব।

20210708 135321

Share the article..

Leave a Comment