Walton Primo S8 Mini ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে Walton Primo S8 Mini এই ফোন টি এর সমস্ত বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গিয়েছে দেশীয় বাজারে স্মার্টফোনের প্রতিযোগিতা। শাওমি, স্যামসাং, অপ্পো, ভিভো, রিয়েলমি এর মতো দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন ও এখন পিছিয়ে নেই তাদের থেকে। আমাদের এই কথারই প্রমাণ হিসেবে ওয়ালটন নিয়ে এলো দারুন একটি স্মার্টফোন যা ভিন দেশী ব্র‍্যান্ড গুলোকেও টেক্কা দিতে সক্ষম।

আমি কথা বলছি আজকে আপনাদের সাথে ওয়ালটন এর সদ্য রিলিজ হওয়া নতুন ফোন ওয়ালটন প্রিমো এস৮ মিনি। তাহলে চলুন আমরা জেনে নেই ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটি এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

 

ডিজাইন ও ডিসপ্লে

“সিম্পল এর মধ্যে গর্জিয়াস” এই কথাটি সম্পূর্ণভাবে আমরা দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর ডিজাইন এর ক্ষেত্রে খাটাতে পারি। এই ফোনটি এর ডিজাইন দেখতে অনেকটা সাধারণ হলেও এই ফোন টি এর মিনিমালিস্টিক ডিজাইন দেখে ফোনট এর দাম বিবেচনা এর কোনো উপায়ই নেই।

অনেকটা সুন্দর দেখতে একটি ফ্রন্ট পাঞ্চ হোল ক্যামেরা এই ফোনটির ব্যাক সাইড অর্থাৎ রেয়ার প্যানেলে বেশ সুন্দরভাবেই স্থাপন করা হয়েছে। আর ক্যামেরার ঠিক কিছুটা নিচে ই রয়েছে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর। যেটি সিকিউরিটি হিসেবে কাজ করবে।

ফোন টি এর ডিসপ্লে সেকশনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের একটি ডিসপ্লে। এই সমান দামে অন্য কিছু ব্রান্ডের ফোন গুলোতে এইচডি প্লাস ডিসপ্লে তে ৯০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তবে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর থেকে ভালো স্ক্রিন রেজ্যুলেশন অধিক গুরুত্ব পূর্ণ একটি টপিক। অর্থাৎ, এখানে কোনো প্রকার গিমিক কোনো ফিচার না রেখে, আমাদের জন্য কাজের কিছু ফিচার রাখার চেষ্টা করেছে দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন।

 

পারফরম্যান্স

ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনট এর প্রধান আকর্ষণ হিসেবে আমরা পাবো হলো এর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। প্রসেসরটি অনেকটা পুরোনো হলে ও বর্তমানে এর দ্বারা বেশ ভালো পারফরম্যান্স পাবো আমরা, এবং এটি তা দিতেও সক্ষম। আর তাই এই বিষয়টি কেই মাথায় রেখে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর টি ব্যবহার করেছে ওয়ালটন। এখন আমাদের মূল প্রশ্ন হলো এ পুরোনো চিপসেট কতটুকুই শক্তিশালী চিপসেট? মূলত এই ফোনে থাকা স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর টি ওয়ালটন এমন ভাবে সেট আপ করেছে যার ফলে এটা সম্পূর্ণ ভালো ভাবে কার্যকর হবে।

এই প্রসেসর টি সমান দামের অন্যান্য ফোন গুলো তে থাকা হেলিও জি৮০ কিংবা হেলিও জি৮৮ প্রসেসর এর চেয়ে অনেকটা বেশি শক্তিশালী হবে। আবার যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর এ লম্বা সময় ধরেই পারফরম্যান্স ভালোই থাকে, তাই দীর্ঘ দিন ব্যবহারেও ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর স্ন্যাপড্রাগন প্রসেসর টি অধিক ভালো পারফরম্যান্স বজায় রাখবে বলে আশা করছে প্রযুক্তিবিদ রা।

এছাড়াও এই ফোনে ওয়ালটন আমাদের জন্য রাখছে ডজন খানেক বাড়তি কিছু ফিচার, যেমনঃ এনহেন্সড প্রাইভেসি ইন্ডিকেটরস, নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডার্ক মোড, স্ক্রিন রেকর্ডার, জেশ্চার ন্যাভিগেশন, প্রেয়ার টাইমস, ইত্যাদি। এছাড়াও এতে রয়েছে ওয়াইড ভাইন এল১ সাপোর্ট, যার ফলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে এইচডি কোয়ালিটিতে স্ট্রিম করা যাবে কোনো ঝামেলা ছাড়াই।

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে এই ফোনটি। এই ফোনের স্টোরেজ টাইপ টি হলো ইউএফএস, যা সাধারণ ইএমএমসি স্টোরেজ এর থেকে অনেক ফাস্ট থাকবে। আবার ফোনট এর সফটওয়্যার হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ভি স্মার্ট ওএস, যা মূলত লাইট ওয়েট একটি কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন এবং অসংখ্য ফিচার এ পরিপূর্ণ।

 

ক্যামেরা

ক্যামেরা সেকশন এর দিকে ওয়ালটন দিনে দিনে বেশ উন্নতি করে চলেছে। ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটি এর রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ এবং ফ্রন্ট এ রয়েছে ১৩ মেগা পিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। ১৬ মেগা পিক্সেল মেইন ক্যামেরার পাশা পাশি পাওয়া যাবে ৮ মেগা পিক্সেল এর আলট্রা ওয়াইড, ও ২ মেগা পিক্সেল এর একটি ডেপথ সেন্সর ও আরেকটি ২ এমপি ম্যাক্রো ক্যামেরা থাকবে।

ওয়ালটন প্রিমো এস৮ মিনি এর ক্যামেরা স্পেসিফিকেশন দেখার পর ফোনটি কে সাধারণ মনে করে ভুল করবেন না কিন্তু। কেননা, অন্য সকল ক্যামেরা এর ফিচার এর পাশা পাশি এই ফোনটি তে রয়েছে ফ্রন্ট এবং ব্যাক, উভয় ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং এর সুযোগ রয়েছে। বর্তমানে এই ফোনের দামে তো দূরে থাক, এর চেয়েও প্রায় দ্বি-গুণ বাজেট এর ফোনেও কোনো ব্র‍্যান্ড ফ্রন্ট ক্যামেরা তে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা দেয় না। বাজেট ফ্রেন্ডলি ফোন এ অসাধারণ এই ফিচার যুক্ত থাকায় দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন বাহবা পাওয়ার যোগ্যও বটে।

 

ব্যাটারি

ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটি তে ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ mAh এর একটি বিশাল ব্যাটারি। এই ব্যাটারি টিকে চার্জ করার জন্য ফোনের বক্সেই আপনারা পেয়ে যাবেন ১৮ ওয়ার্ট এর একট ফাস্ট চার্জার।

 

Walton Primo S8 Mini Price In Bangladesh

ওয়ালটন প্রিমো এস৮ মিনি ফোনটি এর দাম অফিসিয়ালি ভাবে বলা হয়েছ ১৩,৯৯৯ টাকা। তবে ফোন টি লঞ্চ হওয়ার আগেই প্রি-বুক করলে ফোনটি পাওয়া যাবে ১২,৪৯৯ টাকায় অর্থাৎ ১,৫০০ টাকা কম এ। এপ্রিল মাসের ২৪ তারিখ পর্যন্তই ওয়ালটন প্লাস, ওয়ালটন ব্র্যান্ড এবং রি-টেইল আউটলেট আর ওয়ালকার্ট থেকে ফোনটি প্রি-বুক করা যাবে। সময় বেশি নেই কাল রাত ১১ঃ৫৯ টা পর্যন্তই কিন্তু (আপাতত শুধু ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েশনের দাম টি ই জানা গেছে)

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment