Driver (ড্রাইভার) 2022 Bangla Bioscope Web Series and Review

Natok Driver (ড্রাইভার) 2022 Bengali Bioscope Web Series Download & Online Watch. Driver (ড্রাইভার) 2022 Bangla Bioscope Web Series and Review

Driver (ড্রাইভার) 2022 Bangla Bioscope Web Series and Review


সিরিজটি মূলত ‘রিভেঞ্জ থ্রিলার ধাঁচের গল্প’ নিয়ে নির্মিত হয়েছে। একজন বাবার তার মেয়ের জন্য প্রতিশোধ, ন্যায়বিচারের জন্য প্রতিশোধ। তবে সেই প্রতিশোধ নেওয়ার ধরণটা সম্পূর্ণ ব্যাতিক্রম। একজন ড্রাইভার এবং একজন অভিনেত্রী তাদের সন্তানের প্রতি ভালবাসার গল্প নিয়েই এগিয়ে যায় এই সিরিজটি। পরিশেষে বিচার পাক বা না পাক অপরাধীর চোখে অনুশোচনা তৈরি করতে পারাটা এই গল্পের বড় স্বার্থকতা।

মিনি ওয়েব সিরিজ : “ড্রাইভার” (পর্ব সংখ্যা – ৩)
রচনা, চিত্রনাট্য ও সংলাপ : অনিরুদ্ধ দাশগুপ্ত
পরিচালনায় : ইফতেখার চৌধুরী
প্লাটফর্ম : বায়োস্কোপ
অভিনয়ে : মোশাররফ করিম, মাহিয়া মাহি, আমান রেজা, আরেফিন জিলানী, মর্তুজা জুবায়ের, খায়রুল আলম টিপু সহ আরো অনেক…

৭ বছর আগে ২০১৫ সালের নভেম্বর মাসের ২ তারিখ কি ঘটেছিলো? অভিনেত্রী শেহনাজ ও ড্রাইভার রফিক এর মধ্যে দ্বন্দ কি নিয়ে? তা জানতে হলে দেখতে হবে পুরো সিরিজটি।

সিরিজটি মুক্তির আগে নির্মাতা বলেছিলেন, সিরিজে মিনিটে মিনিটে সাসপেন্স ক্রিয়েট হবে। সত্যি কথা বলতে কথা অনুযায়ী সিরিজে শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং সিরিজের থ্রিল ভাবটাও শেষ পর্যন্ত ছিল। নির্মাতার সার্থকতা এখানেই।

সিরিজে ড্রাইভার রফিক এর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে তাঁর অভিনয় বরাবরের মতোই নিখুঁত ও প্রাণবন্ত ছিল।
একটা মানুষ কিভাবে একটা চরিত্রের সাথে এতো পানির মতো মিশে যেতে পারে তা উনাকে না দেখলে বুঝা যাবে না। পুরো সিরিজজুড়ে উনার দুর্দান্ত অভিনয় আমার নজর কেঁড়েছে। বলতে গেলে এই সিরিজের প্রাণ মোশাররফ করিম। সিরিজের শেষ দৃশ্যে এসে চোখের পানি আঁটকে রাখা দায়। তাঁর অভিনয় দেখেই মনে প্রশান্তি পেলো।

অভিনেত্রী শেহনাজ এর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই সিরিজে তার অভিনয় চরিত্র অনুযায়ী আরও ভালো করতে পারলেও মোটামুটি ভালো ছিলো।

এএসপি শুভ এর চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা আরেফিন জিলানী। এই সিরিজে তার অভিনয় যথেষ্ট ভালো ছিলো। এছাড়াও বাকীরা সবাই সবার জায়গা থেকে চরিত্র অনুযায়ী ঠিকঠাক ছিলো।

তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, চিত্রনাট্য ও সংলাপ সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটি সিরিজ।

“কোয়াইট অন সেট প্রোডাকশন্স” এর ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

ধন্যবাদ ❤️

আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো দেখার অনুরোধ রইলো।

Share the article..

Leave a Comment