বাংলাদেশে বেশি ভিজিটরের জন্য হাই সিপিসি কিওয়ার্ড লিস্ট (Must See High CPC Keyword List)

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাই সিপিসি নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।

 

হাই সিপিসি কিওয়ার্ড (High CPC Keyword)

যদি আপনার কোনো এডেসন্স বেস ওয়েবসাইট থাকে। তাহলে আপনার হাই সিপিসি (Cpc) এবং লো সিপিসি কিওয়ার্ড সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কেননা, আপনি মাস শেষে গুগল এডসেন্স থেকে কত টাকা ইনকাম করতে পারবেন। তা সম্পূর্ণ নির্ভর করবে আসলে আপনি কোন ধরনের সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করছেন।

অনেক সময় লক্ষ্য করলে দেখতে পারবেন। কিছু ওয়েবসাইট একই সময় থেকে কাজ শুরু করার স্বত্বেও কোনো ওয়েবসাইটের ইনকাম অনেক বেশি হয়। আবার কোনো ওয়েবসাইট এর ইনকাম তুলনামূলক কম হয়।

এই ইনকাম তারতম্যের মূল কারন হলো সিপিসি। অর্থ্যাৎ, যে ওয়েবসাইটে High Cpc কিওয়ার্ড নিয়ে কাজ করা হবে। সেই ওয়েবসাইটের ইনকাম বেশি হবে। আর যে ওয়েবসাইটে Low Cpc কিওয়ার্ড নিয়ে কাজ করা হবে। সেই সাইটের ইনকাম তুলনামূলক কম হবে।

তাই আপনিও যেন হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে বেশি করে ইনকাম করতে পারেন। মেইন-লি সেই কারনে আজকের আর্টিকেলটি লেখা হয়েছে। তো যদি আপনার মূল ফোকাস গুগল এডসেন্স হয়। এবং আপনি এই Adsense থেকে অন্যদের তুলনায় বেশি পরিমানে ইনকাম করতে চান। তাহলে আজকের এই পোস্ট টি আশা করছি আপনাদের বেশ সাহায্য করবে।

 

সিপিসি কি (What Is CPC)

ইনকাম সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করবো। তবে সবার আগে আপনাকে জানতে হবে, এই সিপিসি আসলে কাকে বলে।

যখন নির্দিষ্ট কোনো কিওয়ার্ড এর উপর নির্ভর করে গুগল তার পাবলিশারদের সাথে যে পরিমান রেভিনিউ শেয়ার করে। সেই রেভিনিউ এর পরিমানকে বলা হয়, সিপিসি।

CPC এর পূর্নরুপ হলো, Cost Per Click. অর্থাৎ, প্রতিটা ক্লিক থেকে আপনি যে পরিমান ইনকাম করতে পারবেন, সেটাকেই বলা হয়, CPC.

 

হাই সিপিসি কিওয়ার্ড কি?

আশা করি, উপরের আলোচনা থেকে “সিপিসি কী” সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন। তো এবার আপনাকে হাই সিপিসি কিওয়ার্ড এবং লো সিপিসি কিওয়ার্ড এর মধ্যে যে পার্থক্য আছে। আপনাকে সেই পার্থক্য সম্পর্কে জানতে হবে।

অর্থ্যাৎ, কোনো কিওয়ার্ড গুলোকে হাই সিপিসি বলা হয় এবং কোন কিওয়ার্ড গুলোকে লো সিপিসি বলা হয়। সে সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করা হবে।

তো যে কিওয়ার্ড গুলোকে নিয়ে কাজ করলে বেশি পরিমানে ইনকাম করা যায় । তাকে বলা হয়, High Cpc Keyword. অপরদিকে যে কিওয়ার্ড গুলোকে নিয়ে কাজ করলে কম পরিমানে ইনকাম করা যায়। তাকে বলা হয়, Low Cpc Keyword.

যেমন আমি উপরে একটা উদাহরন দিয়েছি যে, যখন আপনি গুগলে গিয়ে “Make Money Online”- লিখে সার্চ করার পর কোনো ওয়েবসাইটে যাবেন ৷ এবং সেই ওয়েবসাইট এর কোনো বিজ্ঞাপনে যখন আপনি ক্লিক করবেন।

তখন সেই ওয়েবসাইটের মালিক যে পরিমান ইনকাম করতে পারবে। অপরদিকে আপনি যদি “Video editing apps” লিখে গুগলে সার্চ করার পর কোনো ওয়েবসাইটে যান। এবং আপনি যদি কোনো বিজ্ঞাপনে ক্লিক করেন। তাহলে কিন্তুু ঐ ওয়েবসাইটের মালিকের ইনকামের পরিমান একটু হলেও কম হবে।

তো কিওয়ার্ড অনুযায়ী ইনকামের কিছুটা পার্থক্য রয়েছে। এবং যেসব Keyword এ বেশি ইনকাম করা যায়। তাকে বলা হয়, হাই সিপিসি কিওয়ার্ড।

 

সিপিসি হাই এবং লো হওয়ার কারন কি?

আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে যে, সিপিসি High এবং Low হওয়ার কারন কি। গুগল কেন কিছু কিওয়ার্ডে বেশি ডলার দেয় আবার কেন কিছু কিওয়ার্ডে কম ডলার দেয়?

দেখুন, কোন Keyword এ বেশি ডলার দেয়া হবে। এবং কোন কিওয়ার্ডে কম ডলার দেয়া হবে। সেটা কিন্তুু গুগল নিজেও নির্ধারন করে দেয় না। ডলার কম বেশি হওয়ার বিষয়টি নির্ধারন করে দেয় বিজ্ঞাপন দাতারা।

এই বিজ্ঞাপনদাতা এবং গুগলের মধ্যে যে একপ্রকার সম্পর্ক আছে। সে সম্পর্কে জানতে হলে আপনাকে গুগল এডসেন্স নিয়ে লেখা আর্টিকেলটি পড়তে হবে। তবে আমি ছোট্ট করে বলে নেই যাতে আপনার পরবর্তী আলোচনা গুলো বুঝতে সুবিধা হয়।

যেমন, আমরা উদাহরন হিসেবে Bkash এর কথা ধরে নেই। তো এই Bkash কর্তৃপক্ষ গুগলকে মোটা অংকের টাকা দিলো এবং তারা বললো যে, বাংলাদেশের মানুষ যেন Bkash app কে ডাউনলোড করে। সেজন্য বিজ্ঞাপন দেখাতে হবে।

এবং যেসব পাবলিশার এর মাধ্যমে মানুষ BKash App কে ডাউনলোড করাবে। সেই সব পাবলিশারকে প্রতি ডাউনলোড এর জন্য 0.50$ করে দিবে ৷

তো এটা শুধুমাত্র বিকাশের জন্য নেয় বরং প্রত্যেকটা এড নেটওয়ার্কের সাথে বিজ্ঞাপন দাতাদের এমন ডিল হয়ে থাকে। এবং এই ডিলের উপরেই নির্ভর করে যে কোন Keyword এর সিপিসি হাই হবে এবং কোন Keyword এর সিপিসি লো হবে।

[বিদ্রঃ এখানে সিপিসি এর রেট শুধু মাত্র আমি বোঝানোর উদ্দেশ্য বলেছি এটা কম বা বেশি ও হতে পারে]

 

আমরা কেন হাই সিপিসি কিওয়ার্ড নিবো? (Why we choose high CPC keyword?)

যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চান ৷ তাহলে অবশ্যই আপনাকে হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। কেননা, কম পরিশ্রমে বেশি ইনকাম হোক। এটা তো আমরা সবাই চাই, তাইনা?

দেখুন, আপনি যদি লো সিপিসি কিওয়ার্ডের সাথে High Cpc keyword এর কম্পেয়ার করেন। তাহলে লক্ষ্যে করবেন, দুটোতেই কিন্তুু আপনাকে সমান পরিশ্রম করতে হবে।

লো সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করলেও আপনাকে সমানভাবে কন্টেন্ট পাবলিশ করতে হবে। সেই কন্টেন্টকে এসইও অপটিমাইজ করতে হবে। তাহলে এই শ্রম গুলো যদি আপনি হাই সিপিসি কিওয়ার্ডের পেছনে ব্যয় করেন।

তাহলে কিন্তুু আপনার পরিশ্রমের বিনিময়ে বেশি বেনিফিট পাবেন। তাই, লক্ষ্য সর্বদাই বড় জিনিসের প্রতি হওয়া উচিত। এতে করে আপনার সফলতার সিঁড়ির কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন।

 

হাই সিপিসি কিওয়ার্ড এর লিস্ট

আপনি চাইলে অনলাইনে অর্থাৎ ইন্টারনেট থেকে বিভিন্ন টুলস বা ওয়েবসাইট ব্যবহার করে হাই সিপিসি কিওয়ার্ড সিলেক্ট করে নিতে পারেন।

তবে আমি আজকে আপনাদের কয়েকটি হাই সিপিসি কিওয়ার্ড দিবো যেগুলো এর সিপিসি অনেক বেশি। সেগুলো ব্যবহার করলে আপনার সাইটের সিপিসি ও আশা করি বেড়ে যাবে। তো চলুন সেই হাই সিপিসি লিস্ট দেখেন নেওয়া যাক।

 

High CPC keyword list

•Insurance $61 CPC
•Gas/Electricity $58 CPC
•Loans $50 CPC
•Mortgage $46 CPC
•Attorney $48 CPC
•Lawyer $42 CPC
•Donate $42 CPC
•Conference Call $42 CPC
•Degree $40 CPC
•Credit $38 CPC

আপনাদের জন্য আমি আরো কয়েকটি হাই সিপিসি এর লিস্ট দিচ্ছি যা আপনার কাজে লাগতে পারে।

 

More high CPC keyword

•Treatment $41 CPC
•Software $39 CPC
•Classes $36 CPC
•Recovery $34 CPC
•Trading $33 CPC
•Rehab $33 CPC
•Hosting $31 CPC
•Transfer $29 CPC
•Cord Blood $27 CPC
•Claim $25 CPC

 

 

তো বন্ধুরা আশা করি আজকের পোস্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।

Share the article..

Leave a Comment