Wednesday, October 5, 2022

সকল সিমের কিছু প্রয়োজনীয় কোড সমূহ

হ্যালো বন্ধুরা আপনাকে আবারো এই সাইটে স্বাগতম। আজকে আপনাদের সাথে সকল সিমের কয়েকটি প্রয়োজনীয় কোড সম্পর্কে জানাতে চলেছি। আজকে আমরা জানবো, গ্রামিণ সিমের কিছু প্রয়োজনীয় কোড, রবি সিমের কিছু প্রয়োজনীয় কোড, এয়ারটেল সিমের কিছু প্রয়োজনীয় কোড, বাংলালিংক সিমের কিছু প্রয়োজনীয় কোড, টেলিটক সিমের কিছু প্রয়োজনীয় কোড।

তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।

গ্রামিণ সিমের কিছু প্রয়োজনীয় কোড

গ্রামীণ সিম বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় একটি সিম কোম্পানি। অনেকেই আছেন যারা গ্রামিণ সিমের নিজস্ব নাম্বার চেক, মেইন ব্যালান্স চেক, মিনিট ব্যালান্স চেক, ইন্টারনেট ব্যালান্স চেক এর কোড ও কাস্টমার সার্ভিস এর নাম্বার গুলো যানেন না। তো চলুন যেনে নেওয়া যাক।

⇒ নিজস্ব নাম্বার চেকঃ *২#
⇒ মেইন ব্যালান্স চেকঃ *৫৬৬#
⇒ মিনিট ব্যালান্স চেকঃ *১২১*১*২#
⇒ ইন্টারনেট ব্যালান্স চেকঃ *১২১*১*৪#
⇒ এসএমএস ব্যালান্স চেকঃ *১২১*১*২#

তো চলুন এবার জেনে নেওয়া যাক রবি সিমের এই কোড গুলো।

রবি সিমের কিছু প্রয়োজনীয় কোড

রবি সিম কোম্পানিও বাংলাদেশের অন্যতম একটি সিম কোম্পানি। তো চলুন দেখে নেওয়া যাক রবি সিমের ও প্রয়োজনীয় কোড গুলো। যদিও রবি সিম কোম্পানি প্রতিটি মেসেজের সাথে কোড দিয়ে দেয়। তবে আপনি যদি তা সংগ্রহ করতে অক্ষম হন তাহলে এই কোডগুলো দেখে নিন।

⇒ নিজস্ব নাম্বার চেকঃ *২#
⇒ মেইন ব্যালান্স চেকঃ *২২২#
⇒ মিনিট ব্যালান্স চেকঃ *২২২*৩#
⇒ ইন্টারনেট ব্যালান্স চেকঃ *৮৪৪৪*৮৮# ও *৩#
⇒ এসএমএস ব্যালান্স চেকঃ *২২২*১১#

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড

এয়ারটেল হলো আরো একটি বাংলাদেশের সিম কোম্পানি। মূলত এই সিম ইন্ডিয়াতেও পাওয়া যায় তবে নাম্বার এর কোড আলাদা হয়। এবং বর্তমানে এয়ারটেল ও রবি সিম কোম্পানি ২ টি একসাথে কাজ করছে। তো চলুন এয়ারটেল সিমের কোডগুলো দেখে নেওয়া যাক।

⇒ নিজস্ব নাম্বার চেকঃ *২#
⇒ মেইন ব্যালান্স চেকঃ *৭৭৮#
⇒ মিনিট ব্যালান্স চেকঃ *৭৭৮*৫#
⇒ ইন্টারনেট ব্যালান্স চেকঃ *৭৭৮*৪# ও *৩#
⇒ এসএমএস ব্যালান্স চেকঃ *৭৭৮*২#

বাংলালিংক সিমের কিছু প্রয়োজনীয় কোড

বাংলালিংক বাংলাদেশের সিম কোম্পানি গুলোর মধ্য একটি। এই সিমের নেটওয়ার্ক টা একটু ঝামেলা করলেও বাংলাদেশের অনেক মানুষই এই সিম টি ব্যাবহার করেন। তো চলুন এই সিমের কিছু কোড দেখে নেওয়া যাক।

⇒ নিজস্ব নাম্বার চেকঃ *৫১১#
⇒ মেইন ব্যালান্স চেকঃ *১২৪#
⇒ মিনিট ব্যালান্স চেকঃ *১২১*৩১#
⇒ ইন্টারনেট ব্যালান্স চেকঃ *১২১*১০০#
⇒ এসএমএস ব্যালান্স চেকঃ *১২১*১০০#

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড

টেলিটক বাংলাদেশের অনেক পুরোনো একটি কোম্পানি। কিন্তু এই সিমের ইউজার সংখ্যা অনেকটাই কম যার মূল কারণ হলো এই সিমের নেটওয়ার্ক একটু দূর্বল। তার পরেও যদি আপনি এই সিমের ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে নিচের থেকে এর কিছু প্রয়োজনীয় কোড দেখে নিন।

⇒ নিজস্ব নাম্বার চেকঃ *৫৫১#
⇒ মেইন ব্যালান্স চেকঃ *১৫২#
⇒ মিনিট ব্যালান্স চেকঃ *১৫২#
⇒ ইন্টারনেট ব্যালান্স চেকঃ *১৫২#
⇒ এসএমএস ব্যালান্স চেকঃ *১৫২#

পোস্ট ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে এই পোস্ট শেয়ার করে আপনার সোশাল মিডিয়ার আইডির টাইমলাইনে রেখে দিতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here