মোবাইলের টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড

মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফারের মেসেজ আমাদেরকে পাঠিয়ে থাকে। এগুলোকে প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই কোনো কাজের নয়।

অনেকের কাছে এই জিনিস টি একদমই বিরক্তিকর মনে হয়।ব্যাক্তিগত ভাবে আমারো এই প্রমোশোনাল এসএমএস গুলো বিরক্তিকর লাগে। আর তাই যাদের এই মেসেজ গুলো আমার মতো বিরক্ত লাগে তাদের জন্য এই পোস্ট টি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, সকল সিম দিয়ে প্রোমোশনাল মেসেজ আশা বন্ধ করার কোড সমূহ
বাংলাদেশে সিম অপারেটর কোম্পানিগুলো কতৃক প্রেরণকৃত প্রোমোশনাল মেসেজ বন্ধের কোডগুলো নিচে আলোচনা করা হলো।

রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

রবি সিমে প্রোমোশনাল মেসেজ আশা বন্ধ করতে *7# ডায়াল করুন এবং পরবর্তী মেসেজ এলে সেটাতে , 2 লিখে রিপ্লাই করুন। তাহলে, আপনার সেই রবি সিমে প্রোমোশনাল মেসেজ আশা বন্ধ হয়ে যাবে।

আবার একই রকম করে *7# ডায়াল করে পরবর্তী মেসেজে 1 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়

গ্রামীনফোন সিমে এমনিতেই অনেক মেসেজ আসে। তার মধ্য আবার এই প্রমোশনাল মেসেজ আরো বিরক্ত করে। তাই নিজের গ্রামীন সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে *121*1101# ডায়াল করে সেটি বন্ধ করে নিন। এবং পুনরায় প্রোমোশনাল মেসেজ টি চালু করতে *121*1102# ডায়াল করুন তাহলেই সেটি আবার অন হয়ে যাবে।

বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

বাংলালিংক প্রমোশোনাল মেসেজ বন্ধ আপনারা ২ ভাবে করতে পারবেন। একটি মেসেজের মাধ্যমে এবং অপরটি কোডের মাধ্যমে। তো মেসেজের মাধ্যমে মেসেজ আশা বন্ধ করতে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF এরপর মেসেজটি 6121 এ পাঠিয়ে দিন

[বিদ্রঃ উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।]

এবং অপর উপায়টি হলো কোডের মাধ্যমে। তো এর জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*৭*১*২*১# লিখে ডায়াল করে দিন। ব্যাস কাজ শেষ আপনার ফোনের প্রোমোশনাল মেসেজ আশা বন্ধ হয়ে যাবে।
এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়

আপনারা অনেকেই জানেন, এয়ারটেল এবং রবি কোম্পানি এখন একসাথে কাজ করছে। সুতরাং, এয়ারটেল সিমে আসা প্রোমোশনাল মেসেজ উপরে উল্লিখিত রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়ে বন্ধ করা যাবে। এর মানে, আপনি রবিতে যে কোড দিয়ে মেসেজ আশা বন্ধ করেছেন, এয়ারটেল সিমেও সেই কোড দিয়ে বন্ধ করতে পারবেন।

তো এবার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *7# ডায়াল করুন এবং , 2 লিখে রিপ্লাই করুন।

একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

টেলিটক সিমের অফার SMS বন্ধের উপায়

টেলিটকে খুব একটা অফার মেসেজ আসেনা। টেলিটকের প্রমোশনাল মেসেজগুলো এমনিতে অনেক কাজের হয়ে থাকে, কারণ টেলিটকে অনেক কম খরচে ভয়েস কল ও ডাটা কেনা যায়। যদিও, তাদের নেটওয়ার্ক নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। সবকিছুর পরেও, আপনি যদি টেলিটক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতেই হচ্ছে, এই পোস্টটি পাবলিশ হওয়ার দিন পর্যন্ত তাদের অফার SMS বন্ধ করার কোনো উপায় চালু করেনি।

তো আপনাদের যদি পোস্ট ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। এবং প্রয়োজনে নিজের ফেসবুক বা অন্য কোনো সোশাল মিডিয়ায় নিজের আইডির টাইম লাইনে রাখতে পারেন।

Share the article..

Leave a Comment