বাংলালিংক ১১৯টাকায় ১০ জিবি ইন্টারনেট।বাংলালিংক মাসিক ইন্টারনেট প্যাকেজ

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন? আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে বাংলালিংক এর দারুন একটি ইন্টারনেট অফার নিয়ে হাজির হলাম। আশা করি সবাই এই ইন্টারনেট অফারটি নিতে পারবেন। বাংলালিংক মাসিক ইন্টারনেট প্যাকেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ১১৯ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফার। আমরা অনেকেই ভাল একটি ইন্টারনেট অফার খুজতেছিলাম। আর আমাদের কথা চিন্তা করে বানালে নিয়ে আসলো ১০ জিবি ইন্টারনেট অফার। এই বাংলালিংক ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।

বাংলালিংক মাসিক ইন্টারনেট প্যাকেজ।বাংলালিংক সিমে ৩০ দিনের জন্য কেউ যদি কম টাকায় ইন্টারনেট অফার খুঁজে থাকেন তাহলে এই অসাধারণ ইন্টারনেট অফারটি আপনার জন্য। বাংলালিংক ইন্টারনেট অফার মাত্র ১১৯ টাকায় ১০ জিবি ইন্টারনেট তিন দিনের জন্য। তো দে না করে চলুন দেখে নেই কিভাবে ১১৯ টাকা ১০ জিবি ইন্টারনেট অফারটি নিবেন।

কিভাবে বাংলালিং সিমে ১১৯ টাকা ১০ জিবি ইন্টারনেট নিবো

বাংলালিং সিমে ১১৯ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফারটা আপনি দুই ভাবে নিতে পারবেন। এক হচ্ছে আপনি রিচার্জ করে নিতে পারবেন ২ হচ্ছে কোড ডায়াল করে নিতে পারবেন। তবে এই অফারটি সবাই পাবেন কিনা শিওর না তাই সবাইকে রিকমেন্ড করব কোড ডায়াল করে নেওয়ার জন্য। আপনি বাংলালিং সিমে ১১৯ টাকা রিচার্জ করলেই ১.২ জিবি + ৯ জিবি বাংলালিনক ইন্টার্নেট বোনাস পেয়ে যাবেন। আমার অফার! ১০জিবি(১জিবি+৯জিবি ফ্রি)-৩০দিন-৳১১৯ পেতে রিচার্জ/ডায়াল *১২১*১১১৯# এই বাংলালিংক ইন্টারনেট অফারটি সীমিত সময়ের জন্য।


আমি যে বাংলালিনক ইন্টারনেটটি অফার পেয়েছি তারপর দেখুন।

আজ এই পর্যন্তই। আশাকরি আপনাদের ভাল লেগেছে। এমন আরও ইন্টারনেট অফার পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আপনার কোন ইন্টারনেট অফার বা আপনি কি সম্পর্কে আর্টিকেল পেতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন তা নিয়ে খুব শীঘ্রই আর্টিকেল লিখে হবে। ধন্যবাদ সবাইকে।

Share the article..

চেষ্টা করলে সফল অবশ্যই হওয়া যায়। চেষ্টা নতুন কিছু করার।

Leave a Comment