Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিয়ে নিন আর হয়ে যান Seo এক্সপার্ট

Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিয়ে নিন আর হয়ে যান Seo এক্সপার্ট। বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চায়।কিন্তু কোন কেটাগরিতে শুরু করবে বুঝে উঠে না। আপনারা চাইলে seo নিয়ে কাজ করতে পারেন। বর্তমানে seo এর অনেক চাহিদা। আর আপনি যদি seo এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে আসা করি আপনি ভালো কিছু করতে পারবেন ফ্রিল্যান্সিং জগতে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম প্রায় 200 ডলারের Seo course যা শিখে আপনিও হয়ে যেতে পারেন seo experts সেই সাথে সফল ফ্রিলান্সার হওয়ার সুজুগ।

বর্তমানে ফাইবার আপয়ার্কে SEO এর অনেক চাদিহা বেড়েছে সাথে Graphic Design. আমি নিজেই আমাদের ShopTips24.CoM এর জন্য Seo Experts খুজতেছি। তা থেকেই এই Seo course টি নেওয়া। আর আপনাদের সাথে সেয়ার করা। কারন আমরা চাই আমাদের ভিজিটরদের ভালো কিছু দেওয়ার।

আমি চাচ্ছিলাম আমার SEO এর উপর আপনাদের ও একটু ধারণা দিতে। যাদের ওয়েব সাইট আছে তাদের অনেক কাজে লাগবে। অথবা যারা seo experts (seo এক্সপার্ট) হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিয়ে আসলাম।

এই কোর্স টি ইংরেজিতে এখন কেও বলবে যে এতা বুজবো না তাহলে কিভাবে শিখবো? আমি বলবো ভাই আপনার জন্যে ব্লগিং, অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং নয়।

কারন ফ্রিল্যান্সিং করতে একটু ইংরেজি জানতে হবে। তাহলে আপনি দ্রুত সফল হতে পারবেন। ইংরেজি ছাড়া আপনি ফ্রিলান্সার হতে পারবেন না। কাজে যতই এক্সপার্ট হন না কেনো।

Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো। তবে আগে কিছু কথা বলে নেই। এখানে এমন ভাবে দেওয়া আছে আপনি চাইলে যে কোন লেসন যেটা আপনার লাগবে সেটা ও ডাউনলোড করতে পারবেন। অথবা একসাথে ফুল কোর্স টি ও ডাউনলোড করতে পারেন।

আর যদি কেও ডাউনলোড করতে না চান তবে আপনার Google Drive এড করে নিতে পারেন সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। পরে আপনার ইচ্ছা মত ডাউনলোডও করতে পারেন। তবে একটা অনুরোধ কেউ এটাকে খারাপ ভাবে ব্যবহার করবেন না।

  •  ডাউনলোডঃ 199$  Download

আসা করি আপনাদেরকে কিছু উপহার দিতে পেরেছি। আপনাদের কিছু দিতে পারা মানেই আমরা সার্থক। তো আজ এই পর্যন্ত Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিয়ে নিন আর হয়ে যান Seo এক্সপার্ট আরটিকেল এখানেই শেষ করছি। আপনাদের আর কোন বিষয় ফ্রি কোর্স লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বুলবেন না।

Share the article..

Leave a Comment