PBKS vs GT ম্যাচটির ফলাফল [IPL-2022 ১৬ তম ম্যাচ]

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে IPL 2022, PBKS vs GT ম্যাচের ফলাফল এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

এই পোস্ট টি তে আমি আপনাদের সাথে কালকের আইপিএল ম্যাচ PBKS vs. GT (Punjab kings vs. Gujrat Titans) ম্যাচের ফলাফল টি তুলে ধরার চেষ্টা করছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

৮ই এপ্রিল, ২০২২ এ আইপিএল এর ১৫ তম আসর আইপিএল ২০২২ এর ১৬ তম ম্যাচে মুম্বাই এর Brabourne Stadium এ মুখোমুখি হয়েছিলো PBKS vs. GT (Panjab Kings vs. Gujrat Titans). এই ম্যাচটি ছিলো আসলেই শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। যারা এই ম্যাচটি দেখেছেন তারা আশা করি অনেক মজা + আনন্দ পেয়েছেন।

আর আমি কেন এই ম্যাচটিকে শ্বাসরুদ্ধকর বললাম তা পুরো পোস্ট টি পড়লেই বুঝতে পারবেন আপনারা।

 

Article Cover The Tropics

PBKS vs GT

খেলাটি শুরু হয় স্থানীয় সময় ৭ঃ৩০ এ। এই খেলায় প্রথমে গুজরাট টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পাঞ্জাবের ব্যাটিং এ নামে তাদের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ান। তারা ধীরে সুস্থেই খেলছিলো কিন্তু ২য় ওভারের হার্দিক পান্ডের শেষ বলে আউট হয়ে প্যাভিলিয়ানের দিকে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। এরপর Jony Braistow এর সাথে শিখর ধাওয়ানের হালকা ছোট একটি পাঠনারশীপ গড়ে উঠলেও ৮ বলে ২ টি চারের সাহায্য ৮ রান করে Braistow ও ৪.৫ ওভারে Lockie Farguson এর বলে আউট হয়ে যান।

এরপর মাঠে নামেন Livingstone, যিনি মাত্র ২৭ বলে ৬৪ রান করেন ৪ টি ছয় ও ৭ টি চারের সাহায্য। আবার শিখর ধাওয়ান করেন ৩০ বলে ৩৫ রান। Jitesh Sharma করেন ১১ বলে ২৩ রান। শাহরুখ খান করেন ৮ বলে ১৫ রান।

শেষ পর্যন্ত পাঞ্জাবের ইনিংস দাঁড়ায় ১৮৯ – ৯ (২০)।

অপর দিকে গুজরাট টাইটান্স, ১৯০ রানের বড় একটি লক্ষ্য নিয়ে মাঠে নেমেই, Matthew Wade ও Shubman Gill শুরু করেন ঝড়ো একটা ইনিংস। কিন্তু সেটা স্থায়ী ছিলো না। Wade ৭ বলে ছয় রান করে আউট হয়ে যান।

এরপর মাঠে নামেন Sai Sudharsan, তার সাথে মিলে শুরু হয় আবারো একটি ঝড়োয়া ইনিংস Shubman Gill এর।

এরপর ১৪.৪ ওভারে, গুজরাটের রান যখন ১৩৩ তখন আউট হয়ে যান Sai Sudharsan. এরপর আবারো আরো একটি পাঠানারশিপ হয় Shubman Gill ও Hardik Pandya এর মধ্য। শেষ পর্যন্ত ১৮.৫ বলে ৯৬ রান করে আউট হয়ে যান Gill. এরপর ১৯.১ বলে আউট হন হার্দিক।

শেষ পর্যন্ত যখন, ১৯.৪ ওভার হয়, তখন গুজরাট ৪ উইকেট হাড়িয়ে তাদের জয় থেকে ছিল মাত্র ১২ রান পেছনে। মানে তাদের প্রয়োজন ১২ রান। ব্যাটিং এ ছিলেন Rahul Tewatia, অপর প্রান্তে ছিলেন Devid Millar.

পাঞ্জাবের হয়ে শেষ ওভার করছিলেন Odean Smith. শেষ দুই বলে যখন ১২ রান প্রয়োজন তখন Rahul Tewatia দুই বলে ২ টি ছয় মেরে পাইয়ে দেয় গুজরাটকে আরো একটি জয়। সত্যিই শেষ দুইটি বল ছিলো শ্বাসরুদ্ধকর।

এই নিয়ে টানা ৩ টি জয় পেলো গুজরাট। আর অপর দিকে পাঞ্জাব ৪ ম্যাচের ২ টি জয় এবং ২ টি হার।

 

Match Summary

PBKS = 189-9 (20)

Batting
Livingstone — 64(27)
Dhawan — 35(30)

Bowling
Rashid Khan — 3/22
Darshan Nalkande — 2/37

 

GT = 190-4 (20)

Batting
Shubman Gill — 96(59)
Sai Sudharsan — 35(30)

Bowling
Kagiso Rabada — 2/35
Rahul Chahar — 1/41

Result: Gujrat Titans (GT) won by 6 wicket.

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment