গুগল ও হুয়াওয়ের মত অ্যাপল এবং ফেসবুক এর সঙ্গে দ্বন্দ্ব জারাচ্ছে

আসসালামু আলাইকুম
আজকে দারুণ একটি  Tech News নিয়ে হাজির হলাম। তাহলে কি গুগল ও হুয়াওয়ের মত অ্যাপল এবং ফেসবুক এর সঙ্গে দ্বন্দ্ব জারাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এটা নিয়ে কোনো সন্ধহ নেই।যেহেতু বড় সামাজিক যোগাযোগ মাধ্যম তাই এখানে মারকেটিং করে থাকে অনেক ছোট বড় প্রতিষ্ঠান। আমরা প্রাই সবাই জানি ফেসবুক আমাদের ডাটা সংগ্রহ করে থাকে যা দিয়ে এদের মারকেটিং এর কাজ করে থাকে।গ্রাহকদের পছন্দ মতো পন্য সামগ্রিই এর বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে ফেসবুক।এর মাধ্যমে ফেসবুকের সবচেয়ে ভালো আয় হয়ে থাকে।

এখন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দাবি করতেছে অ্যাপল তাদের সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এনেছে। ফলে ফেসবুক অ্যাপল মোবাইলে ফেসবুক মারকেটিং সঠিক ভাবে করা যাচ্ছে না। এখন ফেসবুক এর দাবি অ্যাপল এর সিস্টেম পরিবর্তন তাদের ব্যবসায়িক কৈশল ফাঁস করে দিচ্ছে। তা নিয়ে ফেসবুক ইউরোপের কিছু শীর্ষ পর্যায়ের কিছু সংবাদ মাধ্যমে সম্পুর্ন পৃষ্টা জুড়ে বিজ্ঞাপনও দিয়েছে।

ফেসবুকের দাবি, এই পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী অনেক ক্ষতির মুখে পরবে। এবং ইন্টারনেট জগতের ফেসবুকের অবয়ব বদলে দেবে। যার ফল ভালো হবে না। ফেসবুকের হতাশ হওয়ারই কথা। কারণ একটু একটু করে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন যোগাযোগ প্লাটফর্ম হয়ে উঠেছে তারা। অথচ অ্যাপলের এই গোপনীয়তা বিষয়ক পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!করন হচ্ছে ফেসবুক মারকেটিং করতে না পারলে ফেসবুকের অনেক সেয়ার কমে যাবে।যার জন্য ফেসবুকের সেয়ারে ধস নামতে পারে।

ফেসবুক বনাম অ্যাপল দ্বন্দ্ব

অ্যাপল তার গ্রাহকদের গোপনীতা নিয়ে এখন কাজ করতে যাচ্ছে যার ফলে অ্যাপল তাদের সিস্টেম এ পরিবর্তন নিয়ে এসেছে।অ্যাপল এর নতুন সিস্টেম আপডেট ১৪ তে এরা তাদের গ্রাহকদের দের কুকি অথবা ডাটা তাদের ছাড়া আর কাউকে দিবে না।যার ফলে ফেসবুকের অনেক বড় লোকসান গুনতে হতে পারে। তাই ফেসবুক বনাম অ্যাপল দ্বন্দ্ব হতে পারে। ওর মধ্যে জায়ান্ট স্মার্ট গেজেট নির্মাণকারী প্রতিষ্ঠান আ্যাপলের ব্লু ব্যাজ ভেরিফেকেশন তুলে নিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। বুজাই যাচ্ছে অ্যাপল-ফেসবুক দ্বন্দ্ব চরমে

আপনাদের বিশ্বাস না হলে আপনারা অ্যাপল এর ফেসবুক পেইজটি দেখতে পারেন।

হুয়াওয়ে বনাম গুগল দ্বন্দ্ব

আমরা সবাই জানি হুয়াওয়ে বনাম গুগল দ্বন্দ্ব এর কথা। হুয়াওয়ে বনাম গুগল দ্বন্দ্ব এর ফলে হুয়াওয়ে এর ব্যাবসা গুটিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে। চিন ছাড়া প্রায় সকল দেশে হুয়াওয়ের ব্যাবসা বন্ধ না হলেও অবস্থা বেশি ভালো না।

হুয়াওয়ের পথে কি হাটছে ফেসবুক?

হুয়াওয়ে বনাম গুগল দ্বন্দ্ব এর ফলে হুয়াওয়ের কি অবস্থা হয়েছে তা সবার জানা আছে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর নজির আছে।এরা গ্রাহকদের প্রাইভেসি অথবা গোপনীয়তা অন্যের কাছে ফাস করার। প্রাইভেসি অথবা গোপনীয়তা নিয়ে এখন কাজ করবে। যারা অ্যাপল মোবাইল ব্যবহার করবে তাদের গ্রাহকদের কুকি বা ডাটা কেউ চুরি করতে পারবে না। কিন্ত ফেসবুক তাদের বিজ্ঞাপন মারকেটিং টাই করে গ্রাহকদের কুকি কিংবা ডাটা কালেক্ট করে। কিন্তু এখন অ্যাপল মোবাইলের ডাটা কালেক্ট করতে পারবে না। যার ফলে আইফোনে ভালো ভাবে বিজ্ঞাপন এর কাজ গুলো সম্পাদনা করতে পারবে না ফেসবুক। এতে ফেসবুক মারকেটিং সঠিক ভাবে করা যাবে না।আর্থিক ভাবে ক্ষতির মুখে পরবে ফেসবুক।

আসা করি সবার একটু হলেও ভালো লেগেছে এই পোস্টটির মাধ্যমে। এরকম আরো ভাল ভালো Tech News এবং কম টাকায় ভালো ইন্টারনেট অফার পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য।

Share the article..

Leave a Comment