কল ফরওয়ার্ডিং কিভাবে চালু করবেন বা বন্ধ করবেন ?

আজকের এই টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন যে,  কিভাবে আপনারা কল ফরওয়ার্ডিং চালু বা বন্ধ করতে পারবেন, আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকেন বা এই বিষয় সম্পর্কে জানার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন ।

কিন্তু তারপরে ও যদি কোন সলিউশন না পেয়ে থাকেন তাহলে আজকের এই  টিউটোরিয়ালটি  আপনার জন্যই ।

আজকের এই  টিউটোরিয়ালে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সকল  বিষয়  শিখতে পারবেন কিভাবে কল ফরওয়ার্ডিং  চালু করতে  হয় এবং কিভাবে এই কল ফরওয়ার্ডিং বন্ধ করতে হয়।

কল ফরওয়ার্ড মানে কি?

কল ফরওয়ার্ডিং এর মানে হল আপনার মোবাইলে মনে করুন যে, কেউ একজন ফোন  করল আপনার সাথে যোগাযোগ করার জন্য , কিন্তু তখন সেই ফোনটি আপনি না ধরে অন্য একজন ধরল ।
অর্থাৎ আপনার মোবাইল ফোনে কল আসলো কিন্তু সেই ফোনটি অন্য আর একটা মোবাইল ফোনে চলে গেল । কল ফরওয়ার্ডিংকে সাধারণত ভাবে দেখা যায় যে আমরা  Call Divert  নামে অনেকে জেনে থাকি ।
টেকনিক্যাল ভাষায় বলতে গেলে এই পদ্ধতিটির অর্থ হল যে , Telephone Sim Switching System. যেখানে একটা মোবাইল ফোন নাম্বারে আশা ইনকামিং কল  অন্য একটা মোবাইল ফোনে টান্সফার করা হয়ে থাকে ।

এই কল ফরওয়ার্ডিং প্রক্রিয়াটিকে সবার প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়  এবং যেটাকে Emest J Bonanno নামের একজন ব্যক্তি বানিয়েছিলেন । তিনি এই পদ্ধতি ব্যবহার করে ইনকামিং কল গুলোকে অন্য একটা নম্বরে শিফট  করা চালু করেছিলেন।

কল ফরওয়ার্ডিং কিভাবে চালু করতে হয়?

কল ফরওয়ার্ডিং যদি আপনারা চালু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করা লাগবে সেটি হল, আপনারা যে মোবাইল ফোন থেকে আপনাদের মোবাইল ফোনে কল ফরওয়ার্ডিং করে আনতে চান , সে মোবাইল ফোনটি আপনাদের হাতে নেওয়া লাগবে কয়েক সেকেন্ডের জন্য।

মোবাইল ফোনটি আপনারা হাতে নেওয়ার পরে তারপরে আপনাদেরকে সেই মোবাইল ফোনের  ডায়ল অপশনে গিয়ে ডায়াল করা লাগবে *২১* এরপর আপনি যে নাম্বারে কল ফরওয়ার্ডিং করে নিতে চান সেই নাম্বারটি এখনে বসাতে হবে  উদাহরণস্বরূপ একটি নমুনা  আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হল , যেমন মনে করুন , *২১*০১৭৯৩০০০০০#

আরো পড়ুনঃ বিনামূল্যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবথেকে জনপ্রিয় কয়েকটি টুলস

অর্থাৎ, প্রথমে আপনারা যে মোবাইল ফোন থেকে আপনাদের মোবাইল ফোনে কল ফরওয়ার্ড করে আনতে চান সেই মোবাইল ফোনটি নিয়ে এই কোডটি ডায়াল করবেন ।

ডায়াল করার পরে আপনারা কয়েক সেকেন্ডের ভিতর দেখতে পারবেন যে ,  লেখা আসছে Call Forwarding Registration was Successful. এই লেখাটার নিচে আপনারা ওকে বাটন পাবেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ,  কল ফরওয়ার্ডিং চালু হয়ে গিয়েছে কিনা এই বিষয়টা আমরা নিশ্চিত হব কিভাবে বা এই বিষয়টা বুঝতে পারবো কিভাবে ।

এটা বোঝার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে , *#২১#  , আর মোবাইলে যদি দুইটা সিম থাকে তাহলে যে সিম দিয়ে করছেন সেই সিমটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন । তারপরে  আপনারা দেখতে পারবেন যে কল ফরওয়ার্ড চালু হয়ে গেলে লেখা আসতেছে  Voice Forwarded আর যদি চালু না হয় তাহলে আপনারা  অন্য একটা লেখা দেখতে পারবেনা সেটা হল Voice Not Forwarded।

আপনাদের কারো মোবাইল ফোনে যদি এই কোডটি কাজ না করে তাহলে চিন্তা করার  কোনো কারণ নেই।  কোনো কারণবশত যদি কাজ না করে তাহলে আপনারা অন্য একটি কোড ডায়াল করতে পারে না সেটি হল , *#৬২#

কল ফরওয়ার্ডিং কিভাবে বন্ধ করবেন ?

কল ফরোয়াডিং বন্ধ করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনে  ডায়াল অপশনে যাওয়ার পরে সেখানে আপনারা ডায়াল করবেন #২১# আপনারা যদি এই কোডটি আপনাদের মোবাইল ফোনে ডায়াল করেন তারপরে  আপনারা  যে সিম দিয়ে এই কাজটি করেছিলেন সেই সিমটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করেন ,তাহলে কিন্তু আপনাদের কল ফরওয়ার্ডিং এই কার্যক্রম গুলো বন্ধ হয়ে যাবে ।

আর সকল সিমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই একটিমাত্র কোড ডায়াল করলেই হয়ে যাবে অন্য কোন কোড ডায়াল করা লাগবেনা একটি করতেই আপনারা সকল সিমের কাজগুলো করতে পারবেন ।
আর আপনাদের ভেতরে কারো ফোনে যদি এই কোডটি কাজ না করে কোনো কারণবশত কারণে যদি দেখা যায় যে কোডটি কাজ করতেছে না তাহলে সে ক্ষেত্রে আপনারা কি করবেন ?

এরকমটা যদি হয়ে থাকে  তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনারা অন্য একটি কোড ডায়াল করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন ।

আরো একটি কোড রয়েছে যে, কোডটি ডায়াল করার মাধ্যমে আপনারা এই কল ফরোয়াডিং বন্ধ করতে  পারবেন আর   সেই কোডটি হলো ,  ##০০২# । আর এই কোডটি কিন্তু আপনারা যেকোনো সিমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ,সকল সিমের জন্য এই কোডটি ব্যবহার করা যাবে ।

এমনটা নয়  যে গ্রামীন সিমের জন্য একটা রবি সিমের জন্য আর একটা অথবা বাংলালিংক সিমের জন্য একটা টেলিটক সিমের জন্য একটা এরকম নয় আপনারা সকল সিমের জন্য এই একটিমাত্র কোড ডায়াল করলে আপনাদের  কল ফরওয়ার্ডিং সিস্টেম বন্ধ হয়ে যাবে অটোমেটিক ভাবে।

রবি কল ডাইভার্ট কোড :

আপনারা কি চান যে একই সময় দুইটি কলে কথা বলতে ? যদি আপনারা এরকমটা চান তাহলে কিন্তু এটা কোন সমস্যা নাই আপনাদের জন্য । আপনারা মোবাইল ফোনে একজনের সাথে কথা বলতেছেন তখন কিন্তু আরেকজন চাইলে আপনাকে কল করতে পারে ।

দ্বিতীয় নাম্বারের  ইনকামিং কলটির জন্য  আপনারা আপনাদের মোবাইল ফোনে একটা টোন টোন শব্দ শুনতে পারবেন ।  আর অপরদিকে  কলহোল্ডিং  সেবার মাধ্যমে চালু থাকা  (১ম)  কলটিকে ধরে রেখে আপনারা   অন্য একটি ইনকামিং কলে কথা  বলতে পারবেন এবং আপনারা চাইলে দ্বিতীয় অন্য  কোন ব্যক্তিকে কল করতে পারবেন ।  আর এই ক্ষেত্রে আপনারা কোন কল কেটে না দিয়ে একজনের সাথে কথা বলা অবস্থায় অন্য জনের সাথে কথা বলতে পারবেন ।

আর আপনারা যদি এই সিস্টেমটি করতে চান তাহলে আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে একটি কোড ডায়াল করতে হবে ।

কল ওয়েটিং ও  কল হোল্ডিং চালু করে নেওয়ার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে  *৪৩# ।
কল ওয়েটিং ও তার সাথে  কল হোল্ডিং বন্ধ  করার জন্য আপনাদেরকে  ডায়াল  অপশনে গিয়ে ডায়াল করতে হবে  #৪৩# ।
কল ওয়েটিং  ও  কল হোল্ডিং চালু  কিংবা  বন্ধ রয়েছে  কিনা এটা জানার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে  *#৪৩# ।

আর এই সেবা চালু করার জন্য কিন্তু আপনাদেরকে কোন প্রকার টাকা দেওয়া লাগবে না কল সেন্টারকে । আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে এই সিস্টেমটি চালু করবেন  এবং বন্ধ রয়েছে কিনা সেটা চেক করবেন ।

আমাদের শেষ কথা

তাহলে আজকে আমরা আমাদের  এই টিউটোরিয়ালে শিখতে পারলাম না কিভাবে কল ফরওয়ার্ডিং চালু বা বন্ধ করতে হয় ।  আর এই বিষয়টা যদি আপনার মনে হয় আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করলে তার কোন উপকার হবে তাহলে এই  টিউটোরিয়ালটি অবশ্যই  আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করে  দিবেন ।

আমাদের আরও একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা লেখাপড়া বিষয়ক বিভিন্ন তথ্য এবং ব্যবসার আইডিয়া সম্পর্কে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস  কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসার আইডিয়া কোন ব্যবসায় লাভ বেশি কোন ব্যবসা করতে কত পুঁজি লাগে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে  পারবেন ।

আর তাছাড়া আপনারা টেকনোলজি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে টিউটোরিয়াল আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে । আর আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিত্যনতুন আর্টিকেল প্রকাশ করা হয়  থাকে , একবার হলে আমাদের ওয়েবসাইটটি একবার ঘুরে আসবেন আশা করি ভালো লাগে ।  আমাদের ওয়েবসাইট লিংক – Priyo Education

Share the article..

Leave a Comment