কপি পোস্ট চেকার সেরা ২ টি ওয়েবসাইট

হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে কপি পোস্ট চেকার ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।ওয়েবসাইটের কপি পোস্ট চেক করুন খুব সহজে তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

Article Cover The Tropics

কপি পোস্ট চেকার

বর্তমানে আমাদের মধ্য অনেকের ই একটি করে স্বপ্নের সাইট আছে। আর আমরা চাই যে সাইটে ভালো পোস্ট করে এডসেন্স পেতে। কিন্তু একার পক্ষে তো এত পোস্ট করা সম্ভব না। তাই আমরা সাইটে রাখি কন্টেন্ট রাইটার যারা, আমাদের সাইটে পোস্ট করে আমাদের সাইট টি কে এগিয়ে নিয়ে যায়।

কিন্তু এদের মধ্য আবার অনেকেই আছে যারা অসাধু। অন্যর সাইট থেকে পোস্ট চুরি করে নিয়ে এসে আমাদের সাইটে পোস্ট করে এতে আমাদের সাইট হয় যায় কপি পোস্ট। আর আমরা অনেকেই জানি না যে কিভাবে কপি পোস্ট চেক করতে হয়। সেই জন্য হয়তো কপি পোস্ট কোনটা তা বুঝতে পারি না। আর আমাদের সাইটে থেকে যায় কপি পোস্ট।

কপি পোস্ট চেকার
কপি পোস্ট চেকার

আর এই কপি পোস্ট ই আমাদের সাইটে এডসেন্স পেতে সমস্যা করে দেয়। যার কারনে আমাদের সাইটে এডসেন্স আসে না। এবং আমাদের কষ্টের টাকা দিয়ে তৈরি করা সাইট বিফলে চলে যায়। তো এর পর থেকে যাতে এমন কোনো সমস্যা না হয়, তাই আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো, কিভাবে আপনারা চেক করবেন আপনাদের সাইটে কেউ কোনো কপি পোস্ট করছে কি না?

তো আপনার সাইট এ কেউ কপি পোস্ট করছে কি না সেটা চেক করার জন্য আপনার দরকার পরবে কপি পোস্ট চেকার ওয়েব সাইট গুলোর। তো এর জন্য নিম্নে আমি দুইটি ভালো ভাবে কপি পোস্ট চেক করার ওয়েব সাইট সম্পর্কে আপনাদের জানাচ্ছি।

Duplichecker.com

কপি পোস্ট চেক করার জন্য সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব সাইট গুলো এর মধ্য এই সাইট একটি। ওয়েবসাইটের কপি পোস্ট চেক করুন এই সাইট থেকে আপনারা খুব সহজেই কপি পোস্ট চেক করতে পারবেন। এই সাইট থেকে কপি পোস্ট চেক করার নিয়ম খুবই সহজ। এই সাইট থেকে পোস্ট কপি কি না সেটা চেক করার জন্য সর্ব প্রথম আপনাকে যে টি খেয়াল রাখতে হবে সেটি হলো, আপনি যে পোস্ট টি কপি কি না চেক করবেন সেই পোস্ট টি কত টুকু শব্দের অর্থাৎ কত শব্দের।

আপনার পোস্ট টি সর্বোচ্চ ১,০০০ (এক হাজার) শব্দের হলে বা এর নিচে হলে আপনি এই সাইট থেকে কপি পোস্ট চেক করতে পারবেন। তবে যদি আপনার পোস্ট ১,০০০ শব্দের উপরে হয় তাহলে আপনাকে এই সাইট থেকে তাদের প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে এই পোস্ট কপি কি না তা চেক করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।

তো চলুন এবার দেখি কিভাবে এই সাইট থেকে কপি পোস্ট চেক করবেনঃ

১. প্রথমে যে পোস্ট টি কপি কি না চেক করবেন সেই পোস্ট আপনার সাইট থেকে পুড়ো টা কপি করে নিন।

২. এবার Duplichecker.com এই সাইটে প্রবেশ করুন।

৩. এবার দেখুন সাইটে ঢুকতেই একটি বড় বক্স পাচ্ছেন। সেই বক্সে আপনার কপি করা পোস্ট দিয়ে দিন।

৪. এবার একটু নিচে যান, এর সেখানে থাকা রি-ক্যাপচা সলভ করে দিন।

৫. এবার রি-ক্যাপচা সলভ হলে সেটার নিচে থাকা Plagiarism Checker এ ক্লিক করে দিন।

৬. কিছুক্ষণ অপেক্ষা করুন।

৭. ব্যস দেখুন এবার আপনার সামনে আপনার রেজাল্ট চলে এসেছে। যে পোস্ট টি কত টুকু ইউনিক এবং কত টুকু কপি করা। আর কোন কোন যায়গায় কপি করা হয়েছে সেটা জানতে আরেকটু নিচে যাবেন। তাহলেই পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ-
১.হাবিবা নামের অর্থ কী
২.তানিশা নামের অর্থ কী

Smallseotools.com

কপি পোস্ট চেক করার জন্য আরেকটি অসাধারণ সাইট হলো এই সাইট টি থেকে কপি পোস্ট চেক করা খুব সহজ।ওয়েবসাইটের কপি পোস্ট চেক করুন এই সাইট থেকে কপি পোস্ট চেক করার পাশাপাশি আপনারা গ্রামার চেক, ওয়ার্ড চেক ইত্যাদি এর মতো ফিচার পাবেন। তো এই সাইট থেকে কপি পোস্ট চেক করার জন্যও উপরের বলা সাইটের মতো সর্বোচ্চ ১,০০০ শব্দের বা এর নিম্নের শব্দের পোস্ট চেক করতে পারবেন।

তো চলুন এবার দেখি কিভাবে এই সাইট থেকে কপি পোস্ট চেক করবেনঃ

১. প্রথমে যে পোস্ট টি কপি কি না চেক করবেন সেই পোস্ট আপনার সাইট থেকে পুড়ো টা কপি করে নিন।

২. এবার Smallseotools.com এই সাইটে প্রবেশ করুন।

৩. এবার দেখুন সাইটে ঢুকতেই একটি বড় বক্স পাচ্ছেন। সেই বক্সে আপনার কপি করা পোস্ট দিয়ে দিন।

৪. এবার একটু নিচে যান, এর সেখানে থাকা রি-ক্যাপচা সলভ করে দিন।

৫. এবার রি-ক্যাপচা সলভ হলে সেটার নিচে থাকা Plagiarism Checker এ ক্লিক করে দিন।

৬. কিছুক্ষণ অপেক্ষা করুন।

৭. ব্যস দেখুন এবার আপনার সামনে আপনার রেজাল্ট চলে এসেছে। যে পোস্ট টি কত টুকু ইউনিক এবং কত টুকু কপি করা। আর কোন কোন যায়গায় কপি করা হয়েছে সেটা জানতে প্রতিটা লাইনের পাশে তাকান। তাহলেই দেখতে পাবেন। যে লাইনে ইউনিক লেখা সেগুলো কপি ছাড়া। আর যে লাইন গুলো এর পাশে প্লাগিরাইজম লেখা সেগুলো কপি করা।

 

তো প্রিয় পাঠক আশা করি, আজকের পর থেকে আর কপি পোস্ট চেক করার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আর আপনার সাইটেও কেউ কপি পোস্ট করতে পারবে না।

তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আপনাদের সুস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment