বায়োস্কোপ কী? কিভাবে ব্যবহার করবো বায়োস্কোপ!

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বায়োস্কোপ এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বায়োস্কোপ হলো নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম এর মতো একটি সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। গ্রামীণফোন এর মালিকানাধীন এই স্ট্রিমিং সার্ভিসটিতে অন-ডিমান্ড ভিডিও এর পাশাপাশি লাইভ টিভি দেখা যায়, যার ফলে দেশে এই অ্যাপটির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক গ্রামীণফোন বায়োস্কোপ সম্পর্কে বিস্তারিত।

 

বায়োস্কোপ কি

বায়োস্কোপ (Bioscope) হলো গ্রামীণফোন এর মালিকানাধীন একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যাতে লাইভ ভিডিও ও অম-ডিমান্ড ভিডিও দেখা যায়। অ্যাপ বা ওয়েব, উভয় প্ল্যাটফর্মে বায়োস্কোপ ব্যবহার করা যায়।

অন্যদিকে বায়োস্কোপ প্রাইম হলো শুধুমাত্র গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বায়োস্কোপ এর প্রিমিয়াম সেগমেন্ট, যেখানে এক্সক্লুসিভ লাইভ টিভি, লেটেস্ট মুভি ও বায়োস্কোপ এক্সক্লুসিভ অরিজিনালস দেখা যায়। গ্রামীণফোন ব্যবহারকারীগণ নির্দিষ্ট সার্ভিস প্যাক কিনে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

 

আরো পড়ুনঃ অনলাইনেই এখন চেক করুন নিজের জন্ম নিবন্ধন

বায়োস্কোপ ব্যবহারের নিয়ম

বায়োস্কোপ এর ওয়েবসাইট, bioscopelive.com লিংকে প্রবেশ করে ওয়েব থেকে বা বায়োস্কোপ অ্যাপ ব্যবহার করে বায়োস্কোপ ব্যবহার করা যাবে। বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য বায়োস্কোপ এর ফ্রি কনটেন্ট দেখতে কোনো ধরনের সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই।

বায়োস্কোপ প্রিমিয়াম ব্যবহারকারীগণ তাদের গ্রামীণফোন নাম্বার ব্যবহার করে লগিন করতে পারবেন ও নির্দিষ্ট ডাটা প্যাক কিনে তা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ইন্টারনেট কানেকশন আছে এমন যেকোনো মোবাইল, কম্পিউটার বা স্মার্ট টিভিতে বায়োস্কোপ ব্যবহার করা যাবে।

উল্লেখ্য যে বায়োস্কোপ প্রাইম প্যাক শুধুমাত্র গ্রামীণফোন সিম ব্যবহারীদের জন্য। অনেকে ক্রোমকাস্ট ব্যবহার করে বায়োস্কোপ দেখতে চান। সেক্ষেত্রে কনটেন্ট প্লে করার সময় স্ক্রিনের ডানদিকের টপ কর্নারে ক্রোমকাস্ট আইকন আছে কিনা চেক করুন। ক্রোমকাস্ট আইকন থাকলে তাতে ক্লিক করে ক্রোমকাস্ট ব্যবহার করা যাবে।

 

বায়োস্কোপ প্রাইম ইন্টারনেট প্যাক

বায়োস্কোপ প্রাইম ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের স্পেশাল ইন্টারনেট প্যাক অফার করছে গ্রামীণফোন। গ্রামীণফোনের ওয়েবসাইট ও বায়োস্কোপ প্ল্যাটফর্মে এসব প্যাক সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কিছু উল্লেখযোগ্য বায়োস্কোপ প্রাইম প্যাক সম্পর্কে নিচে দেওয়া হলো।

• ১৮ টাকা ১জিবি ৭দিন → *121*3237#
•৩৪ টাকা ০.৫জিবি + ০.৫ জিবি রেগুলার এমবি ৩দিন → *121*3470#
•৫২ টাকা ৫জিবি ৩০ দিন → *121*3455#
•৯ টাকা ৩০ এমবি ৩দিন → *121*3400#
•১০৫ টাকা ২জিবি ৭দিন → *121*3333#

 

বায়োস্কোপ সাবস্ক্রিপশন চার্জ

বায়োস্কোপ এর সাবস্ক্রিপশন চার্জ নির্ভর করে কোন প্ল্যান সিলেক্ট করা হচ্ছে তার উপর। নিজের সুবিধামত প্ল্যান বেছে নেওয়ার সুযোগ রয়েছে, যেখানে একেক প্যাকেজের দাম একেক ধরনের।

বায়োস্কোপ একাউন্ট খুলে লগিন করার পর সরাসরি সাবস্ক্রিপশন পেজ দেখতে পাবেন যেখানে বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান দেখানো হবে। আপনার পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করুন। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে ইমেইল এর মাধ্যমে প্ল্যান একটিভ হওয়ার বিষয়টি জানতে পারবেন। বায়োস্কোপ সাবস্ক্রিপশন কেনার সময় অটো রিনিউয়াল চালু থাকলে প্ল্যানের মেয়াদ শেষে নিজ থেকে রিনিউ হয়ে যাবে।

এই ফিচারটি না চাইলে প্রোফাইল পেজ থেকে বন্ধ করে দিতে পারেন। ফেসবুক হোক বা মোবাইল নাম্বার, যে মাধ্যমেই আইডি খুলুন না কেনো প্রোফাইল পেজ থেকে “Log Out/Sign Out” অপশন সিলেক্ট করে লগ আউট করা যাবে। আবার একইভাবে ফেসবুক একাউন্ট বা ফোন নাম্বার ব্যবহার করে লগিন করা যাবে।

 

বায়োস্কোপ আনসাবস্ক্রাইব করবো কিভাবে

বায়োস্কোপ আর ব্যবহার করতে চান না? তাহলে প্রোফাইল পেজ থেকে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারেন৷ সাবস্ক্রিপশন এর মেয়াদ শেষ হওয়ার পর একটিভ সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে যাবে। চাইলে আবারো উল্লেখিত নিয়মে সাবস্ক্রাইব করা যাবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment