টুইটারের কয়েকটি অসাধারণ ফিচার

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে টুইটারের কয়েকটি অসাধারণ ফিচার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

এখন আমরা অনেকেই কিন্তু টুইটার ব্যবহার করি। কিন্তু টুইটারে এমন অনেক ফিচার আছে যা সম্পর্কে আমরা জানিই না। তো আজকে আমি এই জন্য আপনাদের সাথে টুইটারের কয়েকটি ফিচার সম্পর্কে আলোচনা করবো যেগুলো হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না। তো যারা জানেন না তারা পুরো পোস্ট টি পড়বেন।

 

ফিড

টুইটার এ ঢোকার পরেই আমাদের সাধারণ ফিডে যা আসে, আমরা তাই দেখা শুরু করে দেই। কিন্তু আসলে টুইটার এর কিন্তু ফিড রয়েছে দুইটি। যার একটি তে থাকে ফলো করা সকল ব্যক্তি দের টুইট এবং অন্যটিতে থাকে টুইটার এলগ রিদম দ্বারা বাছাই করা সকল টপ টুইটস।

ডিফল্টভাবে টুইটারে টপ টুইটগুলো প্রদর্শিত হয়। টুইটারে প্রবেশের পর স্ক্রিনের টপ কর্নারে থাকা স্পার্কল আইকন দেখতে পাবেন। এই আইকনে ট্যাপ করলে “See latest tweets instead” সিলেক্ট করে ফলো করা সকল ব্যক্তির টুইট সময়ানুক্রমে দেখতে পাবেন।

 

এডভান্সড সার্চ

আপনি যদি নিয়মিত টুইটার ব্যবহার করেন, তবে নিশ্চয়ই আপনি সার্চ ফিচার টি এর ব্যবহার করেছেন। তবে এই সার্চ ফিচার এতোটাই পাওয়ার ফুল যে এটি ব্যবহার করে আপনি চাইলে যেকোনো কিছু খুঁজে বের করতে পারবেন। টুইটার সার্চ ব্যবহার করার মাধ্যমে আপনি, কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর টুইট, কোনো নির্দিষ্ট কী – ওয়ার্ড যুক্ত টুইট, কোনো নির্দিষ্ট কিওয়ার্ড বিহীন টুইট, নির্দিষ্ট স্থান থেকে করা সকল টুইট, ইত্যাদি খুঁজে এর করতে পারবেন।

টুইটারে নির্দিষ্ট কিছু খুঁজে পেতে চাইলে এডভান্সড সার্চ ব্যবহার করুন। এডভান্সড সার্চ ফিচারটি অ্যাকসেস করতে ভিজিট করুনঃ https://twitter.com/search-advanced লিংকটি। এর পর এ আপনি একটি সার্চ ফর্ম দেখতে পাবেন, যেটি ব্যবহার করার মাধ্যমে আপনারা টুইটারে থাকা যেকোনো কনটেন্ট সার্চ এর মাধ্যমে খুব সহজে ই খুঁজে বের করতে পারবেন।

 

মোমেন্টস

টুইটার মোমেন্টস ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়, ইভেন্ট বা অন্য যেকোনো উপায়ে সম্পর্কিত একই ধরণের পোস্টকে এক জায়গায় নিয়ে আসা হয়। টুইটার মোমেন্টস ফিচারটিকে ইন্সটাগ্রাম স্টোরি হাইলাইটস এর সাথে তুলনা করা যেতে পারে।

টুইটার মোমেন্টস ব্যবহার করে একই ধরণের বিষয়কে এক জায়গায় করা যায়। টুইটারে প্রবেশ করে মেন্যু থেকে More অপশনে গেলে Moments দেখতে পাবেন। এরপর উক্ত অপশনে প্রবেশ করে Create New তে ক্লিক করে নতুন মোমেন্টস তৈরি করতে পারবেন।

 

থ্রেডস

টুইটারে প্রতি টুইটে মাত্র ২৮০ ক্যারেক্টার ব্যবহার করা যায়। তবে কোনো বিষয়ে ভালোভাবে বর্ণনা করতে চাইলে ২৮০ক্যারেক্টার যথেষ্ট নয়। যখন ২৮০ক্যারেক্টার এর অধিক স্পেস প্রয়োজন হয় কোনো গল্প বলতে, তখন কাজে আসে টুইটার থ্রেডস।

মূলত একই ধরণের একাধিক টুইট এর সমারোহকে টুইটার থ্রেডস বলা হচ্ছে। টুইটারে টুইট তৈরি করার সময় থ্রেডস তৈরী করা যাবে। টুইটারে থ্রেডস আকারে পোষ্ট করতে টুইট অপশনে প্রবেশ করুন।

এরপর একটি টুইট লেখার পর অন্য টুইট একই থ্রেডে যোগ করতে Tweet বাটনে পাশে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন। পোস্ট করার পর থ্রেডে থাকা সকল টুইট একইসাথে প্রদর্শিত হবে। আবার সকল টুইট একইসাথেও পোস্ট হয়ে যাবে।

 

স্পেসেস

টুইটার স্পেসেস হলো টুইটারে লাইভ অডিও কনভারসেশন। মূলত এটিকে ফেসবুক বা ইন্সটাগ্রাম লাইভ এর অডিও সংস্করণ বলা বলে। যেকেউ টুইটারে স্পেসেস হোস্ট করতে পারে ও লিসেনার হিসেবে যেকেউ এ স্পেসে জয়েন করতে পারে।

টুইটার স্পেসেস ফিচারটি শুধুমাত্র মোবাইলে হোস্ট করা যায়। তবে স্পেস শুনতে যেকোনো ডিভাইস যেমন মোবাইল বা ডেস্কটপ থেকে জয়েন করা যাবে। কেউ যখন টুইটার স্পেস হোস্ট করে, তখন মোবাইল অ্যাপের টপ ফিডে ঐ স্পেস প্রদর্শিত হয়। কোনো স্পেসে লিসেনার বা স্পিকার হিসেবে জয়েন করা যায়।

এছাড়া লাইভ কনভারসেশনের রিয়েকশন প্রদান করা যায় ইমোজির মাধ্যে। আবার লিসেনার হিসেবে জয়েন করেও স্পিকার হওয়ার রিকোয়েস্ট করা যায়। এছাড়া যিনি স্পেস হোস্ট করবেন, তিনি হোস্ট করা যেকোনো স্পেসে টুইটস পিন করতে পারবে।

 

পিনড টুইটস

ফেসবুক পেজের মত টুইটার প্রোফাইলেও যেকোনো পোস্ট পিন করা যায়। পিন করা পোস্ট আপনার প্রোফাইলের টপে প্রদর্শিত হবে। আপনার ফলোয়ারদের সামনে আপনার সেরা টুইট টি কে তুলে ধরতে বা কোনো গুরুত্ব পূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চাইলে আপনি পিনড টুইট ফিচার টি ব্যবহার করতে পারেন।

শুধুমাত্র নিজের করা পোস্ট গুলো কেই পিন পোস্ট করা যায়। কোনো টুইট কে পিন টুইট করতে চাইলে উক্ত টুইট এর অপশন থেকে “Pin to your profile” অপশনটি সিলেক্ট করুন। এরপর উক্ত টুইট টি পিন করার বিষয় টি কনফর্ম করতে Pin অপশনে ক্লিক করে দিন।

 

লিস্টস

টুইটারের অসাধারণ ফিচারগুলোর মধ্যে লিস্টস একটি। নিয়মিত টুইটার ব্যবহার করে থাকলে আপনি অনেকগুলো একটিভ টুইটার একাউন্টকে ফলো করবেন সেটাই স্বাভাবিক। এখন সমস্যা হচ্ছে একই সাথে পোস্ট হওয়া অসংখ্য টুইট এর ভিড়ে কাঙ্ক্ষিত টুইটসমূহ হারিয়ে যেতেই পারে।

এমন কিছু একাউন্ট যদি থাকে যাদের করা টুইট আপনি মিস করতে চান না, তাহলে উক্ত টুইটার একাউন্টগুলোর টুইট লিস্টস ফিচার এর মাধ্যমে একস্থানে আনতে পারবেন। টুইটারের সাইডবার থেকে Lists ফিচারটি অ্যাকসেস করা যাবে। এরপর টপে থাকা প্লাসযুক্ত নোট আইকনে ক্লিক করে নতুন টুইটার লিস্ট তৈরি করা যাবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment