গুগল ট্রেন্ডস দেখার সহজ উপায়

বর্তমানে সবকিছুই চলে ট্রেন্ডস এর উপর নির্ভর করে। আমরা সবাই ট্রেন্ডস প্রিয়। যখন যেটা চলে সেটা নিয়ে আমরা লেগে পড়ে যাই। আর আমাদের দেশে কয়েকদিন পরপর কোন না কোন কিছু ট্রেন্ডস থাকবেই কিছু না কিছু। আমরা যারা ব্লগার বা ইউটিউবার আছি গুগোল ট্রেন্ডস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। কোন নতুন নতুন ব্লগার যদি তাদের কাঙ্ক্ষিত ফলাফল বা সাকসেস পেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে গুগল ট্রেন্ডস ফলো করেই এগিয়ে যেতে হবে।

গুগল ট্রেন্ডস মানে কি

গুগল ট্রেন্ডস হলো গুগলের অধীনস্থ একটি ওয়েবসাইট যেটা তৈরি করেছে Google. এই ওয়েবসাইটের বেসিক ফিচারস হলো, এই ওয়েবসাইটটি জাস্ট কোনো একটি সার্চ টার্ম গুগল সার্চ ইঞ্জিনে কত বার বা কত বেশি ইন্টার করা হয়েছে সেটার একটি ভিজুয়্যাল ইনফরমেশন দেখায়।

গুগল ট্রেন্ডস মানে হলো বর্তমানে কোন একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় লোকজন গুগলের সর্বোচ্চসংখ্যক কি সার্চ করে তার উপর নির্ভর করে একটি ডাটা।

আমি কিভাবে গুগল ট্রেন্ডস ব্যবহার করব

আপনি গুগলের নিজস্ব ওয়েবসাইট https://trends.google.com/trends/?geo=BD ব্যবহার করেও গুগল ট্রেন্ডস ব্যাবহার করতে পারেন তাছাড়া আমার দেওয়া নিচের লিঙ্ক https://gtrend.shoptips24.com/ থেকে আপনি খুব সহজেই কোন এলাকায় বা কোন দেশে কোন ট্রপিক গুগল ট্রেন্ডস মানুষ বেশি সার্চ করে। সেই সাথে কোন ওয়েবসাইটে রেংক করেছে সেটা আপনি দেখতে পারবেন খুব সহজে।

গুগল ট্রেন্ডস দেশ ভিত্তিক

আপনি ইচ্ছা করলে থেকে গুগল ট্রেন্ডস দেখতে পারেন। বা আপনি নিচের দেওয়া লিংক  গুলো থেকে খুব সহজে দেশভিত্তিক গুগল ট্রেন্ডস দেখতে পারবেন। যেমন গুগল ট্রেন্ডস বাংলাদেশ এবং গুগল ট্রেন্ডস ইন্ডিয়া। নিছে দেশ ভিত্তিক গুগল ট্রেন্ডস দেওয়া হলো দেখে নিন কোন দেশে কোন ট্রপিক বেশি খুজা হচ্ছেঃ

এখানে গুগলের নিজস্ব api ব্যাবহার করে তথ্য কালেক্ট করা হয়।তাই এই গুলো শতভাগ সঠিক তথ্য প্রাধান করে থাকে। আপনি একবার ব্যবহার করে তারপর দেখুন আসা করি আপনার ভালো লাগবে এবং নিয়মিত ব্যবহার করবেন।

ব্লগিং এর জন্য গুগল ট্রেন্ডস এর গুরুত্ব

নতুন বা পুরাতন সকল ব্লগারের জন্য গুগল ট্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোন ব্লগার যদি কোন নির্দিষ্ট দেশ বা ক্রান্টিকে টারগেট করে তার ব্লগ টি তৈরি করে থাকে। এবং সে ব্লগার যদি ট্রেন্ডিং ট্রপিক নিয়ে কাজ করে তাহলে তার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে ব্লগার যদি কোনো ট্রেন্ডিং ট্রপিক নিয়ে ভালো করে একটি আরটিকেল লিখে তাহলে এই আরটিকেলটি গুগলে সার্চ রেজাল্ট এর প্রথম দিকে চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে।তাছাড়া সাময়িক সময়ের জন্য মানুষ অধিক পরিমানে খুজতে থাকে।তাই আপনার ওয়েবসাইটে অনেক পান ভিজিটর আসার সম্ভাবনা বেশি থাকে ফলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন।

ইউটিউরের এর জন্য গুগল ট্রেন্ডস এর গুরুত্ব

ইউটিউরের এর জন্য গুগল ট্রেন্ডস এর গুরুত্ব অনেক বেশি। কোন ইউটিউবার যদি গুগল ট্রেন্ডস ফলো করে ভিডিও বানাতে থাকে তাহলে তার কোনো না কোনো ভিডিও ভাইরাল অবশ্যই হবে। আমরা ভালো করে জানি যে ইউটিউব এ সাকসেস হতে হলে একটি কিংবা দুইটি ভিডিও যদি ভাইরাল করা যায় তাহলে খুব সহজেই ইউটিউবে সফলতা পাওয়া যায়। গুগল ট্রেন্ডস মানেই যেহেতু নিদিষ্ট কি-ওয়ার্ড এর সার্চ বেশি হয়ে থাকে তাই বলা যায় ইউটিউরের এর জন্য গুগল ট্রেন্ডস এর গুরুত্ব অপরিসীম।

আমাদের শেষ কথা

কিভাবে খুব সহজে গুগল ট্রেন্ডস দেখবেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। যারা গোল্ডেন স্নেক আজ করতে চায় তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোন আর্টিকেলে

Share the article..

Leave a Comment