Tech NewsTrend News

অ্যামাজন কর্তা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ফরাসি ধনকুব

একসময় বিল গেটস,তারপর অ্যামাজন কর্তা জেফ বেজোস, তারপর এলন মাস্কের পরে এখন বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ফরাসি বিলিনিয়র বার্নার্ড আরনল্ট (Bernard Arnault)।

 বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট, ৭২ বছরের আরনল্টের ২০২০-এর মার্চে সম্পত্তি ছিল ৭৬ বিলিয়ন ডলার, জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১৮৬ বিলিয়ন ডলার, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে, বিশ্বের সবচেয়ে ধনী ২০২১ তালিকা, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২০, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে ২০২১, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে, বিশ্বের ১০০ জন ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা ২০২১, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা ২০২০, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা ২০২১, বর্তমান বিশ্বের সেরা ধনী কে ২০২১, বিশ্বের শীর্ষ ১০ ধনী ২০২১, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে কে ২০২০, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২১, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে ২০২১, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে,

অ্যামাজন কর্তা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম প্রথম ব্যক্তি হলেন এই ফরাসি ধনকু বার্নার্ড আরনল্ট (Bernard Arnault)। এই ধনকুব খুনিনাটি সব কিছু জানবো আজকের আরটিকেলটিতে। বার্নার্ড আরনল্ট (Bernard Arnault)এর বয়স কত? বার্নাড আর্নল্ট এর আয়ের উৎস কি?বার্নাড আর্নল্ট এর সম্পদের পরিমাণ কত?বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে? সাথে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ২০২১ তালিকা ও সেয়ার করবো আপনাদের সাথে তাই সম্পুর্ন আরটিকেলটি পড়ার অনুরোধ রইলো।

বর্তমানে জেফ বেজোস এবং এলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে গেলেন ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট (Bernard Arnault)। “Forbes Real-Time Billionaires List” বলছে, ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলির মোট সম্পত্তির পরিমাণ ১৮৬.৩ বিলিয়ন ডলার। যেখানে আমাজন কর্তা জেফ বেজোস মোট সম্পত্তির প্ররিমান ১৮৬ বিলিয়ন ডলার।তাই বলা চলে বর্তমানে বর্তমান বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি বেরান্ড আরনল্ট এর দখলে।

পরিসংখ্যানে উল্লেখ, ২০২০ সালের প্রথম কোয়ার্টারের তুলনায় ২০২১ সালের প্রথম কোয়ার্টারে বেরান্ড আরনল্ট (Bernard Arnault)৩২% বেশি উপার্জন করেছে। বেরান্ড আরনল্ট-এর কোম্পানি Louis Vuitton Moet Hennessy বিশ্বের অন্যতম প্রধান ফ্যাশন লাক্সারি পণ্য কোম্পানি।

বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে?

বর্তমান বিশ্বের শীর্ষ ধনী হলো বেরান্ড আরনল্ট (Bernard Arnault)।২০২১ সালের এই মাঝামাঝি দিকে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী হলেন তিনি।

শেষ কয়েকমাসে বেরান্ড আরনল্ট ৫৩৮ মিলিয়ন ডলার ব্যয় করে তার নিজের ব্র্যান্ডেরই শেয়ার কিনেছেন। চলতি বছরেরই বেরান্ড আরনল্ট প্রথম কোয়ার্টারে ১৪ বিলিয়ন ইউরো উপার্জনের পর স্পেস এক্স-এর মালিক এলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির স্থান অর্জন করিছিলেন।আর এখন মাঝামাঝিতে ১ম স্থান অর্জন করেন বেরান্ড আরনল্ট (Bernard Arnault)।

বার্নাড আর্নল্ট এর আয়ের উৎস কি?

Louis Vuitton Moet Hennessy-এর CEO. আর বেরান্ড আরনল্ট (Bernard Arnault) আয়ের উৎস হচ্ছে Louis Vuitton Moet Hennessy. তার কম্পানি।Louis Vuitton Moet Hennessy হচ্ছে অন্যতম প্রধান ফ্যাশন লাক্সারি পণ্য কোম্পানি। এক রিপোর্ট অনুসারে জানা যায় যে, ৭২ বছরের আরনল্টের ২০২০-এর মার্চে সম্পত্তি ছিল মাত্র ৭৬ বিলিয়ন ডলার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ, ১৮৬.৩ বিলিয়ন ডলার। শেষ ১৪ মাসে আরনল্টের সম্পত্তি বেড়েছে ১১০ বিলিয়ন ডলার। অর্থাৎ বলা যায় যে মহামারীর সময়ে প্রচুর অর্থলাভ হয়েছে Louis Vuitton Moet Hennessy কোম্পানির, সেই সাথে ভাগ্য খুলেছে ফরাসি ধনকুবেরের বার্নাড আর্নল্ট এর।

বার্নাড আর্নল্ট এর সম্পদের পরিমাণ কত?

ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট -এর বর্তমানে তার মোট সম্পত্তি রয়েছে ১৮৬.৩ বিলিয়ন ডলার।অন্য দিকে আমাজন কর্তা জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১৮৬ বিলিয়ন ডলার।তাই বলা চলে অ্যামাজন কর্তা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা কেড়ে নিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, অর্থাৎ আরনল্ট এগিয়ে রয়েছে ৩০০ মিলিয়ন ডলারে। আর তৃতীয় স্থানে রয়েছেন, টেসলার সিইও এলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪৭.৩ বিলিয়ন ডলার।

বার্নাড আর্নল্ট এর বয়স কত?

বার্নাড আর্নল্ট এর বয়স হচ্ছে ৭২ বছর।

বিশ্বের সবচেয়ে ধনী ২০২১ তালিকা

১.বার্নাড আর্নল্ট ১৮৬.৩ বিলিয়ন ডলার
২.জেফ বেজোস ১৮৬ বিলিয়ন ডলার
৩.ইলন মাস্ক ১৪৭.৩ বিলিয়ন ডলার
৪.বিল গেটস ১২৫.৫ বিলিয়ন ডলার
৫.ওয়ারেন বাফেট ১১৪.৭ বিলিয়ন ডলার

আজ এই পর্যন্ত। আরটিকেলটি সেয়ার করার অনুরোধ রইলো। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

Shakil Ahamed

চেষ্টা করলে সফল অবশ্যই হওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button