ফেসবুক সম্পর্কে ১০টি অজানা তথ্য

আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি।আজ আপনাদের মাঝে ফেসবুক নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করবো।ফেসবুক সম্পর্কে ১০টি অজানা তথ্য। আসা করি আপনাদের ভালো লাগবে।

IMG 20210629 224945 1

ফেসবুক সম্পর্কে ১০টি অজানা তথ্য

০১. প্রশ্নঃ ফেসবুকের নাম প্রথমে কি ছিলো?
উত্তরঃ ফেসবুকের নাম প্রথমে ছিল Facemash

০২.প্রশ্নঃ কারা বেশি সময় ফেসবুকে ব্যায় করে?
উত্তরঃ ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ফেসবুক ব্যবহার করে থাকে।

০৩.প্রশ্নঃ দৈনিক ফেসবুকে কত পিকচার আপলোড হয়?
উত্তরঃ প্রতিদিন ফেসবুকে ৩৫০ মিলিয়ন ছবি আপলোড হয়।

০৪. আপনি কি জানেন ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অর্ধেক মানুষ ইংরেজিতে কথা বলে।

০৫. শতকরা ৯৮ ভাগ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে থাকে।

০৬.প্রশ্নঃ দৈনিক ফেসবুকে একজন মানুষ কতটুক সময় ব্যয় করে?
উত্তরঃ প্রতিদিন গড়ে একজন ব্যবহারকারী ৫৮ মিনিট ফেসবুক ব্যবহার করে থাকে।

০৭. আপনি ফেসবুকে আপনার নাম লিখে সার্চ করলে চমৎকার ঘটনা দেখবেন।

০৮. আপনি কি জানেন আমেরিকায় ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা কমে যাচ্ছে? আমেরিকায় ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা ২০১৫ তে ছিল ৭১% আর এখন কমে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ৫১%।

০৯. প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী প্রতি পোস্টে গড়ে ১.৭ সেকেন্ড ব্যয় করে।

১০. কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে আমিই একমাত্র সিঙ্গেল, কেউ আমারে চয়েজ করে না।হাহা

Share the article..

Leave a Comment