সেরা ১০ টি ইন্সুরেন্স কোম্পানী ২০২২

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ‘২০২২ সালের সেরা ১০ টি ইন্সুরেন্স  বা বাংলাদেশের 10 টি সেরা বীমা কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

বর্তমানে চলছে ২০২১ সাল। এইতো বেশিদিন না, এই বছরের মাঝখানের দিকেও আমাদের দেশে চলেছে পুরো পৃথিবীর সব থেকে বড় মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)। এটা শুরু হয় ২০১৯ সালের শুরুর দিকে। এই করোনা ভাইরাসের জন্য অনেক মানুষ অর্থের ভোগান্তিতে ভুগেছেন আর হয়তো বা এখন ও ভুগছেন। তাদের এখন প্রয়োজন টাকা।

কিন্তু টাকা কোথায় পাবেন? তো এটা বর্তমান বাংলাদেশের মূল সমস্যা হয়ে দাড়িয়েছে। তো এই মূহুর্তে আপনারা যে সমস্যায় ভুগছেন সেটা থেকে তো নিশ্চয়ই কিছুটা বের হয়ে আসতে পেরেছেন। কেননা এখন আপাতত আমাদের দেশে কোভিড-১৯ অনেকটা কমে গেছে। এবং সকল কিছুই এখন লক-ডাউন মুক্ত। তো পরবর্তী কালে যাতে আপনাদের এই সমস্যার না হয় এর জন্য আপনারা ইন্সুরেন্স করতে পারেন। এতে পরবর্তীতে আপনাদের যাতে আর্থিক সমস্যা খুব একটা হবে না। যদিও হয় তো ইন্সুরেন্স তুলে নিজের আর্থিক সমস্যা অনেকটা দূর হবে।

তো অনেকে জানেন না যে ইন্সুরেন্স কি, ইন্সুরেন্স কিভাবে করে সেই বিষয়েই আজকের এই পোস্ট। তো এই পোস্ট টি আশা করি আপনাদের কাজে লাগবে।

ইন্সুরেন্স কোম্পানি কি?

অর্থের বিনিময়ে একজন গ্রাহকের যেকোনো বিপদ বা ঝুঁকিতে আর্থিক সহযোগিতা করার চুক্তিই হচ্ছে ইন্সুরেন্স বা বীমা। অন্যভাবে বললে, ইন্সুরেন্স / বীমা হচ্ছে কয়েকজন লোকের টাকা দিয়ে যেকোনো একজন লোকের বিপদে আর্থিক সহায়তা প্রদান করা।

আরো বিস্তারিত বললে,ইন্সুরেন্স কোম্পানি মূলত একজনের বিপদকে অনেকের মাঝে ভাগ করে দেয়। এতে করে বিপদে পরা লোকটি আর্থিক সহায়তা পায়।

আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝাই,
মনে করুন একজন লোকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রয়োজন কিন্তু তার একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তখন ইন্সুরেন্স কোম্পানি আরো ২০ জনের টাকা এই একজন লোককে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ একজনের বিপদকে অনেকজনের মাঝে ভাগ করে দেয়াই হচ্ছে ইন্সুরেন্স।

ইন্সুরেন্স কি হালাল?

এটা সকল মুসলমানদেরই প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আপনারা যদি ইন্সুরেন্স করেন, এবং ইন্সুরেন্স এ যত টাকা আপনি দিয়েছেন ঠিক তত টাকাই যদি আপনি নেন, তবে সেটা হারাম হিসেবে গণ্য হবে না। সেটা হালাল হবে। তবে আপনারা যদি ইন্সুরেন্স এর টাকার থেকে ১ পয়সাও সুদ নেন তবে সেটা হারাম হবে হালাল হবে না। এখন আপনি ভাবুন আপনি কি করবেন।

তো চলুন এবার বাংলাদেশের সেরা ১০ টি ইন্সুরেন্স কোম্পানি বা বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি সম্পর্কে জেনে নেই,

বাংলাদেশের সেরা ১০ টি ইন্সুরেন্স কোম্পানি বা বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি

  • সন্ধানী লাইফ ইন্সুরেন্স
  • পদ্মা লাইফ ইন্সুরেন্স
  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স
  • রুপালী লাইফ ইন্সুরেন্স
  • যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী
  • সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স
  • মেঘনা লাইফ ইন্সুরেন্স

সন্ধানী লাইফ ইন্সুরেন্স হেড অফিস

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী বাংলাদেশের নির্মিত একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানীর হেড অফিস অবস্থিত রয়েছে গোস্তহাটির মোড়, কালীতলা রোড, নওগাঁ-তে। এই কোম্পানীর প্রতিষ্ঠাতা হলেন আলহাজ্ব মকবুল হোসেন। এই কোম্পানী প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। এই কোম্পানীর ওয়েবসাইট লিংক হলো, sandhanilife.com

পদ্মা লাইফ ইন্সুরেন্স হেড অফিস

এই কোম্পানি ও বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানীর হেড অফিস অবস্থিত আছে পদ্মা লাইফ টাওয়ার, ১১৫ কাজী নজরুল ইসলাম রোড, ঢাকা ১০০০ এ। এই কোম্পানীর প্রতিষ্ঠাতা হলেন এন আর এম বোরহান উদ্দিন। কোম্পানীর ওয়েবসাইট লিংকঃ padmaislamilife.com

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স হেড অফিস

এই কোম্পানী টি বাংলাদেশের আরো একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানী টি প্রতিষ্ঠাতা হলেন মোঃ কাজীম উদ্দিন। কোম্পানি টি এর হেড অফিস হলো, NLI Tower, 54 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 । তাদের ওয়েব সাইটের লিংকঃ nlibd.com

রুপালী লাইফ ইন্সুরেন্স হেড অফিস

এই কোম্পানী প্রতিষ্ঠাতা হলেন মি. মাহফুজুর রহমান। এই কোম্পানী টি বাংলাদেশের আরো একটি বিশ্বস্ত কোম্পানী। এই কোম্পানী টি এর হেড অফিস অবস্থিত হলো, রুপালী লাইফ টাওয়ার, ৫০ কাকরাইল, ঢাকা-১০০০ । কোম্পানির ওয়েব সাইট লিংক হলোঃ www.rupalilife.com

মেঘনা লাইফ ইন্সুরেন্স হেড অফিস

এটিও বাংলাদেশের আরো একটি ভালো লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানী টি তৈরি হয় ১৯৯৬ সালে। এই কোম্পানীর বর্তমান চেয়ারম্যান হলেন নারায়ন চন্দ্র রুদ্র। এই কোম্পানী টির হেড অফিস অবস্থিত আছে, MEGHNALIFE-KARNAPHULI BIMA BHABAN, 11/B-D Toyenbee Circular Road (Near Shapla Chattar), Motijheel, Dhaka. এই ঠিকানায়। এই কোম্পানীর ওয়েব সাইট লিংক হলোঃ meghnalife.com

সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স হেড অফিস

এটি বাংলাদেশের আরো একটি ভালো লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানীর প্রতিষ্ঠাতা হলেন মোঃ সামসুল আলম। এই কোম্পানী টি এর হেড অফিস অবস্থিত আছে, Paltan China Town (17th Floor- West Tower) 67/1, VIP Rd, Dhaka 1000 এই ঠিকানায়। এই কোম্পানীর ওয়েব সাইট লিংক হলো, www.sunflowerlife.co/

যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী হেড অফিস

এটি বাংলাদেশের আরো একটি ভালো লাইফ ইন্সুরেন্স কোম্পানী। এই কোম্পানীর প্রতিষ্ঠাতা হলেন, বদরুল আলম খান। এই কোম্পানী এর হেড অফিস অবস্থিত আছে, Printer’s Building (7th Floor) (Adjacent to Dainikbangla Moor), 5 Rajuk Avenue, Motijheel, Dhaka-1000, এই ঠিকানায়। এই কোম্পানী এর ওয়েব সাইট লিংক হলোঃ www.jamunalife.com

তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment