মেসেঞ্জারে এলো নতুন দুইটি ফিচার

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে মেসেঞ্জারের নতুন দুইটি ফিচার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

কিছুদিন আগেই ফেসবুক এর নাম পালটে করে দেওয়া হয় মেটা। এখন মেটার অধীনে মেসেঞ্জারের বেশ ভালো ভালো ও নতুন ফিচার এড হচ্ছে। ২০২১ সালের শেষের দিকে মেসেঞ্জারে দেখা যায় ওয়ার্ড ইফেক্ট নামক ফিচার। এখন আবার মেসেঞ্জারে আরো নতুন দুইটি ফিচার এড করা হয়েছে। সেগুলো সম্পর্কেই আজকে আপনাদের জানাবো।

 

মেসেঞ্জারের নতুন ফিচার

মেসেঞ্জারের নতুন ফিচার ইতিমধ্য লঞ্চ হয়ে গেছে। এখন ইউজার রা মেসেঞ্জারার আপডেড করলেই সেই ফিচার টি পেয়ে যাবে। নিচে ফিচার দুইটি সম্পর্কে বিস্তারিত বলা হলো।

 

এন্ড টু এন্ড এনক্রিপ্ট ফিচার

এ ফিচারের ফলে যে দুই জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা ছাড়া সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে কোনো মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবে অন্য ইউজার।

এর মানে হলো আপনি আর আমি কথা বলছি। এমন সময় আপনি প্র‍্যাঙ্ক করার জন্য আমাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট নিলেন। এখন এই স্ক্রিনশট নেওয়ার ফলে আমি জেনে যাবো আপনি স্ক্রিনশট নিয়েছেন।

এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।

আপনি এই ফিচার টি উপভোগ করতে আপনার মেসেঞ্জার টি আপডেট দিতে পারেন। তবে এখন আপডেট দিলে সবার এই ফিচারটি ইনাবেল হবে না। তবে নির্দিষ্ট সময় পর প্রায় সবার ক্ষেত্রেই এই ফিচার টি উপভোগ করার সুযোগ হবে।

 

ভয়েস রেকোর্ডিং

মেসেঞ্জার অ্যাপে নতুন কয়েকটি সুবিধা চালু করছে ‘মেটা’র মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো ভ্যানিশ মোড এবং ভয়েস মেসেজিংয়ের ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এক ব্লগপোস্টে নতুন এসব সুবিধার কথা জানিয়েছে ফেসবুক।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, নতুন কয়েকটি সুবিধার পাশাপাশি ভয়েস মেসেজের ডিউরেশন বাড়িয়েছে ফেসবুক। এতদিন ১ মিনিটের ভয়েস ম্যাসেজ পাঠানো গেলেও এখন থেকে ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

মেসেঞ্জারে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে নতুন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে ব্যবহারকারীরা সেটি শুনে পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ, রেকর্ডিংয়ের পর ভয়েস মেসেজ শুনে যদি মনে হয় ঠিক আছে তবে সেটি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে।

এছাড়া আগে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় টানা রেকর্ড করতে হতো। রেকর্ডিং শুরুর পর কোনও বিরতির সুযোগ ছিল না। অবশেষে এই ব্যবস্থার পরিবর্তন এলো। এখন থেকে রেকর্ডিং শুরুর পর প্রয়োজনে সেটি পজ করা বা বিরতি নেওয়া যাবে।

 

মেসেঞ্জারের নতুন এসব ফিচার পর্যায়ক্রমে সবাই ব্যবহার করতে পারবেন। অবশ্য এরই মধ্যে কিছু ব্যবহারকারী নতুন সুবিধাগুলো পেয়ে গেছেন। বাকিরাও দ্রুতই এসব সুবিধার আওতায় আসবেন। পারলে এখন নিজের মেসেঞ্জার কে আপডেড করে নিন। তারপরও না একটিভ হলে। কয়েকদিন পর আবার ট্রাই করুন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment