ইন্টারনেট এ ভিজিট করার মতো দারুন ১০ টি ওয়েবসাইট

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে দারুন ১০ টি ওয়েবসাইট এর বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

ইন্টারনেট ব্যবহার করেন অথচ কোনো ওয়েবসাইট ভিজিট করেন না এমন বোধহয় কেউ ই নেই। আমরা মাঝে মাঝে এমন অনেক সাইট ভিজিট করি যেগুলো আমাদের কোনো কাজে লাগে না আবার কয়েকটি সাইট আছে আমাদের অনেক কাজের লাগে আবার অনেক ইন্টারেস্টিং। তাই ভাবলান আজকে এমন কয়েকটি সাইট আপনাদের সাথে শেয়ার করি যে গুলো অনেক ইন্টারেস্টিং সাথে আবার অনেক কাজের ও। তো চলুন জেনে নেই সেই সাইট গুলো সম্পর্কে।

 

VirusToral.com

ভাইরাসটোটাল নাম শুনেই হয়ত বুঝে গিয়েছেন এই ওয়েবসাইটটি কি সম্পর্কে। এই ওয়েবসাইটটি ব্যবহার করে কোনো ফাইলে কোনো ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা তা চেক করা যাবে। গুগল এর মালিকানাধীন এই টুলটি ব্যবহার করে ৬০টির অধিক স্ক্যানার দ্বারা কোনো ফাইলে ভাইরাস আছে কিনা তা চেক করা যাবে।

ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোডের পর বা ইমেইলে পাওয়া কোনো ফাইলে ক্লিক করার আগে নিরাপত্তা নিশ্চিত করতে virustotal.com দ্বারা স্ক্যান করে নিতে পারেন।

 

HaveIbeenpwned.com

ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়া, উক্ত ওয়েবসাইটের ইউজারের ডাটা লিক হওয়া, ইত্যাদি বিষয়ে আমরা সচরাচর শুনে থাকি। কিন্তু এই লিক হওয়া ডাটাতে আপনার ডাটাও আছে নাকি তা দেখতে পারবেন হ্যাভ আই বিন প’নড ওয়েবসাইটটি ব্যবহার করে৷

haveibeenpwned.com ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার ইমেইল এড্রেস প্রদান করলে জানতে পারবেন কোনো ডাটা ব্রিচে আপনার ওই ইমেইল দ্বারা ওপেন করা কোনো সাইটের একাউন্টের তথ্য লিক হয়েছে কিনা।

 

DownFor.io

কোনো ওয়েবসাইট অ্যাকসেস করতে না পারলে এই ওয়েবসাইটটি বেশ কাজে আসতে পারে। ডাউন ফর এভ্রিওয়ান অর জাস্ট মি ওয়েবসাইটটিতে প্রবেশ করে যেকোনো লিংক প্রদান করে জানতে পারবেন উক্ত ওয়েবসাউট শুধুমাত্র আপনার ডিভাউসে প্রদর্শিত হচ্ছেনা নাকি পুরো বিশ্বেই ওয়েবসাইটটি ডাউন। downfor.io লিংকে প্রবেশ করেও উক্ত সাইটে প্রবেশ করা যাবে।

 

10MinMail.net

নাম শুনেই হয়ত বুঝতে পারছেন, তালিকার এই ওয়েবসাইটের কাজ কি৷ এই ওয়েবসাইটটি মূলত টেম্পরারি ইমেইল এড্রেস জেনারেট করে যা ১০মিনিটের জন্য স্থায়ী হয়। কোনো ওয়েবসাইটে পরীক্ষামূলকভাবে একাউন্ট খোলার জন্য ইমেইলের প্রয়োজন হলে আপনার ইমেইল প্রদান করতে না চাইলে 10minmail.net ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

তবে কোনো একাউন্ট যদি পরে ব্যবহারের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে টেম্পরারি মেইল ব্যবহার না করাই উত্তম।

 

Medium.com

আপনি যদি পড়তে ভালোবাসেন, তাহলে আপনার পছন্দের ওয়েবসাইটের তালিকায় মিডিয়াম থাকা উচিত। মিডিয়াম হলো লেখক ও পাঠকদের জন্য একটি প্ল্যাটফর্ম। এছাড়াও আপনি যদি লিখতে ভালোবাসেন, তাহলে মিডিয়ামে তা পোস্ট করে পুরো দুনিয়ার সাথে শেয়ার করতে পারেন।

 

আরো পড়ুনঃ দেখে নিন যেভাবে বাংলাদেশ থেকে খুব সহজেই পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন।

 

Pixlr.com

পিক্সএলআর একটি অনলাইন ফটো এডিটর, যা ব্যবহার করে কোনো সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই অনলাইনে ছবি এডিট করা যাবে। যেকোনো ধরনের ওয়েব ব্রাউজার থেকে পিক্সএলআর এর মাধ্যমে ছবি এডিট করা সম্ভব।

কম্পিউটারে আলাদা করে ছবি এডিটের সফটওয়্যার ইন্সটল করতে না চাইলে pixlr.com এর টুলসমূহ দ্বারা খুব সহজে ছবি এডিট করতে পারেন।

 

CleanPng.com

ফ্রি হাই-কোয়ালিটি পিএনজি ইমেজ খুঁজলে ঘুরে আসতে পারেন ক্লিনপিএনজি ওয়েবসাইটটি। cleanpng.com ওয়েবসাইটটিতে থাকা ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলসমূহ ডিজাইনের কাজে ব্যবহার করা যাবে। আবার ওয়েবসাইটটি থেকে ফাইল ডাউনলোড করতে কোনো ধরনের একাউন্ট তৈরীর প্রয়োজন হয়না।

 

Ninite.com

কম্পিউটারে উইন্ডোজ ইন্সটলের পর কম্পিউটার সেটাপ করছেন? জেনে রাখুন ninite.com ওয়েবসাইটটি সম্পর্কে। এই ওয়েবসাইটের হোমপেজে অনেকগুলো জনপ্রিয় অ্যাপ দেখতে পাবেন, যেখান থেকে আপনার পছন্দেরগুলো সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলে নিনাইট থেকে একটি ইন্সটলার প্যাকেজ ডাউনলোড হবে।

উক্ত প্যাকেজ ব্যবহার করে সিলেক্ট করা সকল অ্যাপ এক ক্লিকে ইন্সটল করা যাবে। আপনি যদি ম্যাক ইউজার হোন, তবে ম্যাকঅ্যাপস ডটলিংক ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন একই উদ্দেশ্যে।

 

EatThisMuch.com

ইট দিস মাচ হলো একটি অটোমেটিক ডায়েট প্ল্যানার। আপনি কত ক্যালরি খেতে চান ও দিনে কয়টি মিল গ্রহণ করতে চান তা এন্টার করলে আপনার জন্য ডায়েট প্ল্যান তৈরী করে দিবে eatthismuch.com ওয়েবসাইটটি। এছাড়াও বিভিন্ন ধরনের ডায়েট ক্যাটাগরি সাপোর্ট করে ওয়েবসাইটটি যেখান থেকে পছন্দের ডায়েট প্ল্যান বেছে নিতে পারেন।

 

Fast.com

আপনার নেটওয়ার্ক কানেকশনের স্পিড কত জানতে চান? ঘুরে আসুন Fast.com ওয়েবসাইটটি, যা কোনো ধরনের বাড়তি ঝুটঝামেলা ছাড়া সরাসরি আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড প্রদর্শন করে। ওয়েবসাইটটি এড্রেস বারে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইন্টারনেট স্পিড সম্পর্কে জেনে যাবেন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment