কিভাবে ওয়েবসাইটে লাইভ চ্যাট এড করব

কিভাবে ওয়েবসাইটে লাইভ চ্যাট এড করব

হেই, আমি লুৎফর রহমান আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আসলাম।
কিভাবে ব্লগারে বা ওয়াডপ্রেস ওয়েবসাইটে লাইভ চ্যাট অপশনটি এড করবেন। তো, টিউটোরিয়াল পড়ার আগে ডেমো দেখ আসুন আমার ওয়েবসাইট থেকে। আশা করি ভাল লাগবে।

আমরা মূলত কোনো কোডিং ছাড়াই ওয়েবসাইটে লাইভ চ্যাট এড করব। তার জন্য একটি পেইজ লাগবে। আর আশা করছি ইতিমধ্যে আপনার সাইটের নামে একটি পেইজ আছে। যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে ফেলুন একটি ফেইসবুক পেইজ।

ফেইসবুক পেইজ এর পরে একটি ব্রাউজার লাগবে। এমন একটি ব্রাউজার যেটাতে সব সময় ডেক্সটপ মোড অন থাকবে৷ এমন দুটি ব্রাউজার আছে। একটি হলো Puffin Browser অন্যটি হচ্ছে Vai Browser.
আমি vai browser টা সাজেস্ট করবো। কারণ এটি খুবই সিম্পল এবং মাত্র ৫০০ কেবির মতো ডাউনলোড করুন Vai browser (500kb)

এবার vai browser এ ডেক্সটপ মোড অন করে ফেইসবুক একাউন্ট লগিং করুন। লগিং করার পর পেইজ চলে যাবনে।
এবার পেইজের সেটিং এ চলে যাবেন।

IMG 20210703 120514

সেটিং আসার পর দেখুন Messaging নামে একটি অপশন আছে। ঐখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু নিচে দেখুন লিখা আছে Add Messenger To Your Website.

IMG 20210703 120820

ওয়েট, এতটুকু পড়েই যাবেন না। তা না হলে এই কাজ তো করতেই পারবেন না, উল্টো আমাকে বকা দিবেন।
তাই শেষ পযন্ত পড়ে যাবেন

যখন Add messenger to your website এ ক্লিক করবেন তখন নিচের মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে বেশ কয়েকটি জিনিস আছে।
১. এখানে ডেক্সটপ প্রিভিউ দেখাবে
২. মোবাইল প্রিভিউ দেখাবে
৩. আপনার মেসেঞ্জারে কি কি বিষয় এড করবেন সেটা দেখাবে।
৪. ফুল কাস্টমাইজেশন করার একটি অপশন আছে.

কিভাবে সাইটে লাইভ চ্যাচ  সেটআপ দিবেন?

তো, উপরের সব গুলো নিজে নিজে করতে পারবেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইটে এটা এড করবেন।
এখন Setup এ ক্লিক করুন

How to add live chat in website
Setup এ ক্লিক করার পর আসবে ভাষা, পরে আসবে কোন website এ এড করবেন সেটা দিতে হবে৷ তারপর একটি স্কিপ্ট দিবে। (ভয় পাবেন না এটা ফেইসবুকের দেওয়া, কোনো ক্ষতিকারক না)
স্কিপ্ট টি কপি করে রাখুন
এবং পরের অপশনে এসে finished এ ক্লিক দিন।

 

How to add live chat in website

কিভাবে সাইটে কোড বসাবেন?

ফেসবুক থেকে আপনি যে কোডগুলো কপি করেছেন সেগুলো আপনার সাইটের বডি ট্যাগ এর ভিতরে বসাতে করতে হবে তো এর জন্য প্রথমে ব্লগার বা ওয়ার্ডপ্রেসের অপশনে গিয়ে এডিট এইচটিএমএল এইখানে ক্লিক করলে আপনার পুরো থিমটি এইচটিএমএল এ চলে আসবে

How to add live chat in website

এবং এইখানে বডি ট্যাগ </body>  এর আগে এই স্ক্রিপ্টের পেস্ট করতে হবে।

How to add live chat in website

আশা করি এখন আপনি আপনার নিজের ওয়েবসাইটে লাইভ চ্যাট এড করতে পারবেন।

এডসেন্স এপ্রোভ না হওয়ার কারণ এবং এর সমাধান

note: অনেকেই আছেন যারা ওয়েব সাইট খুলেছেন কিন্তু কিভাবে ওয়েবসাইটে অ্যাডসেন্স পাবেন এবং এডসেন্স পেতে হলে কি কি করতে হবে এই বিষয়গুলো খুব একটা ভালো ভাবে জানেন না তো এর জন্য আমি সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালোভাবে বিস্তারিত সাজিয়ে একটি পোস্ট তৈরী করেছি চাইলে এখান থেকে দেখতে পারেন

এডসেন্স এপ্রোভ না হওয়ার কারণ এবং এর সমাধান

Share the article..

Leave a Comment