তাজা নিউজ বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত: আইইডিসিআর

এবার আমাদের দেশে শনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আজ (৮ মে) শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, আমাদের দেশে ৬ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভারতীয় ভ্যারিয়েন্টে করোনা আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন। এছাড়া তাদের সম্পর্কে আর কিছু জানা যায় নাই।

তাই বলছি বাসায় থাকুন নিরাপদে থাকুন।আমরা সবাই জানি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই শক্তিশালী। ভারতীয় ভ্যারিয়েন্ট করোনায় আক্রান্ত হলে অক্সিজেন প্রয়োজন পরে। আর আমাদের দেশের অবস্থা তো জানেনই।করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যেহেতু আমাদের দেশে ডুকে পরছে সুতরাং আমাদের দেশে ভারতের মত অবস্থা হতে বেশি দেরি নাই। তাই নিজে সুরক্ষিত থাকি প্রিয় মানুষ গুলোকে সুরক্ষিত থাকার জন্য উৎসাহিত করি।

বিশ্বের বাংলাদেশ সহ অন্তত ১৭টি দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যেহেতু আমরা প্রতিবেশী দেশ তাই আমাদের বাংলাদেশ ঝুঁকিতে আছে সবচেয়ে বেশি।

এদিকে, ভারতে আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। ভারতে প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায় ৪১৯৪ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে ৪ লাখ ১ হাজার ৩২৬ জন।

Share the article..

Leave a Comment