UberSugget থেকে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকল কে আমাদের এই সাইটে আবারও স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে UberSugget থেকে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।

 

বর্তমানে যারা ব্লগিং নিয়ে কাজ করেন তারা সব সময় চান নিজের ওয়েব সাইটে এমন পোস্ট পাবলিশ করতে যেগুলো তে বেশি পরিমাণ ভিজিটর আসে। অর্থাৎ সে পোস্ট এর সিপিসি বেশি। কিন্তু অনেকে আছেন যারা কিওয়ার্ড রিসার্চ না করেই যে কোনো পোস্ট করে ফেলেন।

এর অবশ্য মূল একটা কারণ ও রয়েছে। সেই কারণ টি হলো এখন ইন্টারনেট এ এমন কোনো ফ্রি কোর্স পাওয়া মুশকিল যেখানে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করা যায়। সব কোর্স বর্তমানে পেইড হয়ে গেছে। যার কারণে অনেকেই আছেন বা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তারা প্রথমেই পেইড কোর্স নিতে চান না।

তবে আপনারা তো জানেন ই UberSuggest নামক একটি কিওয়ার্ড রিসার্চ প্লেস আছে যেটা কিওয়ার্ড রিসার্চ এর জন্য অনেক বেশি জনপ্রিয় এবং সব থেকে ভালো একটি প্লেস। তবে এই সাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে তাদের একটি প্ল্যান ক্রয় করতে হবে।

অর্থাৎ এটিও একটি পেইড রিসার্চ কোর্স। তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যার ফলে কিওয়ার্ড থেকে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো চলুন সেই উপায় টি দেখে নিন।

 

UberSuggest থেকে ফ্রিতে রিসার্চ করার নিয়ম

Uber Suggest থেকে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে আমার নিম্নের বলার উপায় গুলো ফলো করুনঃ

১. প্রথমে আপনি UberSuggest.com এই ওয়েব সাইটে চলে যান। ভয় পাওয়ার কারণ নেই এটি ইউবার সাজেস্ট এর সাইটের লিংক।

২. এরপর আপনার সামনে একটি পেজ আসবে। সেখান থেকে একটু নিচে নামলে নিচের স্ক্রিনশট এর মতো পাবেন। সেখানে ১ম বক্সে আপনার কিওয়ার্ড টি লিখবেন এবং ২য় বক্সে নির্দিষ্ট ভাষা এবং দেশ সিলেক্ট করে Search বাটন মানে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

 

 

 

৩. এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে আপনার কিওয়ার্ড এর সকল তথ্য আসবে।

[বিদ্রঃ এই রিসার্চ রেজাল্ট ভালো করে দেখার জন্য আগে থেকে ব্রাউজারে ডেক্সটপ মোড অন করে নিবেন।]

৪. এবার সকল তথ্য আসার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট এ মার্ক করা যায়গায় দেখুন আমি সে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সেটার মাসিক সার্চ ভলিউম, সিপিসি রেট, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি দেখাবে।

 

 

 

 

৫. এবার যদি আপনি আরো একটু নিচে নামেন তাহলে আপনার কিওয়ার্ড এর সম্পর্কিত আরো কয়েকটি রেজাল্ট দেখতে পারবেন। এবং কিওয়ার্ড এর সোসাল সার্চ ও দেখতে পারবেন। নিচের স্ক্রিনশট এ দেখুন।

 

 

 

 

তো আশা করি এই উপায় অনুসরণ করে আপনি খুব সহজেই ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে মনে রাখবেন এই কিওয়ার্ড রিসার্চ এর একটি সীমাবদ্ধতা আছে, সেটা হলো আপনি দিনে মাত্র ৩ টি কিওয়ার্ড সার্চ করতে পারবেন।

এটা শুনে নিশ্চয়ই আপনার মন একটু খারাপ হলো কিন্তু এই সীমাবদ্ধতা দূর করার জন্য কয়েকটি উপায় আছে যা ফলো করলে আপনি দিনে ৩ বারের ও অধিক নিজের ইচ্ছামতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। নিচে সেগুলো সম্পর্কে বলছি।

 

UberSuggest থেকে ৩ বারের বেশি কিওয়ার্ড রিসার্চ করার উপায়

১. কখনো UberSuggest এ সাইন আপ করবেন না।

২. দিনে ৩ বার কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে যে ব্রাউজার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছেন সে টা বাদ দিয়ে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করুন আবার ৩ বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

৩. দিনে ৩ বার কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে সে ব্রাউজার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেই ব্রাউজার এর ডাটা ক্লিয়ার করে নিন। তাহলে আবার ৩ বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

৪. দিনে ৩ বার কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে সে ব্রাউজার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেই ব্রাউজার এর কুকিজ ক্লিয়ার করে নিন। তাহলে আবার ৩ বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

৫. ৩ বার করে কিওয়ার্ড ব্যবহার করার পর ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন এ যে কান্ট্রি সিলেক্ট করবেন, সেটায় ৩ বার কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে অন্য কান্ট্রি আবার সিলেক্ট করে আবারো ৩ বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এভাবে বার বার কান্ট্রি চেঞ্জ করে আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

৬. যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে ক্রোম ব্রাউজার এর ইমেইল বার বার চেঞ্জ করে ৩ বারের ও বেশি বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

তো বন্ধুরা এই উপায় গুলো অনুসরণ করলে খুব সহজে দিনে ৩ বারের ও বেশি বা আনলিমিটেড বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

 

তো বন্ধুরা আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Share the article..

Leave a Comment