Wordprees ব্লগ সাইটের জন্য একটি অসাধারণ থিম ফ্রিতে নিয়ে নিন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভাল আছেন। আমাদের এই ওয়েবসাইটে আপনাকে আবারও আমার পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের পোস্টে আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের জন্য অসাধারণ একটি থিম এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। যে থিমটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আজকের পোস্ট টি শুরু করা যাক।

 

বর্তমানে আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগিং নিয়ে কাজ করছি। আমরা মূলত ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করি গুগল এডসেন্স দিয়ে কিছু টাকা উপার্জন করার জন্য। তবে গুগল এডসেন্স পাওয়া খুব সহজ নয়। প্রথমে আমাদের গুগল এডসেন্স পেতে তাদের কিছু শর্ত পূরণ করতে হয়, তবেই আমরা আমাদের সাইটে গুগল এডসেন্স পাই।

এই গুগল এডসেন্স পাওয়ার শর্ত গুলো এর মধ্য একটি শর্ত হলো সাইট কে খুব ভালো ভাবে ডিজাইন করা বা ভালো একটি থিম এপ্লাই করা। যাতে ভিজিটর দের সাইটে এসে কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনার সাইটে যেন কোনো বাগ বা ৪০৪ ইরোর কোনো পেজ না থাকে।

কিন্তু যারা ব্লগিং নিয়ে কাজ শুরু করছেন তারা অনেকেই আছেন ওয়েব সাইট ডিজাইন করতে পারেন না। তখন ইন্টারনেট থেকে থিম কালেক্ট করে সাইটে এপ্লাই করেন। কিন্তু সেই থিমে থাকে অনেক বাগ, ৪০৪ ইরোর পেজ ইত্যাদি। এর ফলে অনেকে এডসেন্স পান না।

আবার অনেকে অন্যর কাছ থেকে টাকা দিয়ে সাইট ডিজাইন করে নেন। তো এর ফলে আমাদের প্রথমেই অনেক টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের ওয়ার্ড প্রেস এর জন্য এমন একটি থিম দিবো যেটা তে কোনো বাগ বা ৪০৪ ইরোর পেজ নেই। এবং সেই সাইটে এডসেন্স ও পাবেন। তো চলুন এবার সেই থিম টি এর সব তথ্য দেখে নেই।

 

This Article Cover The Tropics

WordPress Free Theme

আমি আজকে আপনাদের যে থিম দিবো সেই থিম সম্পর্কে কিছু তথ্য,

•Theme Name: Hitmag
•Theme Version: 1.3.2 (Latest)
•Last Update Theme: 25 January 2022
•Wordpress Supported Version (php) : 5.3 or higer
•Theme By: ThemezHut

 

Theme Details

১. এই থিম টি সম্পূর্ণ ফ্রি,
২. কোনো বাগ নেই,
৩. কোনো ৪০৪ ইরোর পেজ নেই,
৪. এডসেন্স পাবেন ১০০% গ্যারান্টি,
৫. এই থিম টি ওয়ার্ডপ্রেস এর যেকোনো হাই ভার্সনে সাপোর্ট করবে।
৬. প্রতিদিন এই থিমের আপডেট বা কখন থিম টি আবার আপডেট করা হবে তা জানতে এবং থিমের লাইভ প্রিভিউ দেখতে এই লিংক এ ভিজিট করতে থাকুন।

 

তো এই থিম সম্পর্কে সব জানলেন, এবার থিম টি এর কিছু স্ক্রীণশট দেখে নিন,

 

↓↓↓

 

তো আশা করি থিম টি ভালো লেগেছে, তো এবার পালা থিম টি ডাউনলোড করার। থিম টি ডাউনলোড করতে নিচের নিয়ম ফলো করুন।

১. প্রথমে এই লিংক এ ক্লিক করন।

২. এবার আপনাকে একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে একটু নিচে নামলে নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। তখন স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

 

৩. ব্যাস থিম ডাউনলোড হয়ে গেলো।

 

 

তো বন্ধুরা আশা করছি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট এ, সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। মুসলমান ভাইদের জানাই আল্লাহ হাফেজ আর অন্যান্য ধর্মীয় দের জানাই আদাব।

Share the article..

Leave a Comment