Wednesday, November 30, 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা গুলো নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার গুলো নেওয়ার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালীর শিক্ষার্থীরা। আজ সকাল বেলায় বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা নোয়াখালীর প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার গুলো নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে।

এ মানববন্ধন ও সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, বাঁধেরহাট আবদুল মালেক উকিল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সমাবেশ ও মানববন্ধন প্রায় ১ ঘন্টা যাবত চলমান ছিল। নোয়াখালী শিক্ষার্থীরা এ সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গুলো নেওয়ার জন্য স্লোগান দিতে থাকে।

এ সময় শিক্ষার্থীদের দাবি বাণিজ্য মেলা খোলা অফিসের কার্যক্রম চলমান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত কেন। এখানে সবকিছু চলমান এবং সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে তাহলে সেখানে শুধুমাত্র স্কুল কলেজের পরীক্ষা গুলো বন্ধ করে দেবে এটা কোন যুক্তি যৌক্তিকতা নেই।

শিক্ষার্থীরা আরও বলেন, যে স্পটগুলোতে কর্নার সংক্রমণ বৃদ্ধি পাবে সেই স্পট গুলো বন্ধ না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে দিয়েছে, এর কোন যুক্তি যুক্তিকতা নেই। অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গুলো সশরীরে নেওয়া অব্যাহত রেখেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি করোনা সংক্রমনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার গুলো নেয়ার জন্য আকুল আবেদন।

Shakil Ahamed
Shakil Ahamedhttps://shoptips24.com
চেষ্টা করলে সফল অবশ্যই হওয়া যায়। চেষ্টা নতুন কিছু করার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here