খুব সহজেই ফেসবুকে নিন অটো রিয়েক্ট

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফেসবুকে কিভাবে অটো ফলোয়ার নিবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

ফেসবুক ব্যবহার করি না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। তবে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের অনেকেরই ফেসবুক পোস্ট এ রিয়েক্ট অনেক কম আসে। অনেক ফ্রেন্ড থাকা সত্তেও কয়েকজন বাদে কেউই রিয়েক্ট করে না তাদের ফেসবুক স্ট্যাটাস এ। তো তারা ভাবে যদি অটো রিয়েক্ট নিতে পারতাম এই পোস্ট এ। তো তাদের জন্য আজকের এই পোস্ট। এই পোস্ট পড়লে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ফেসবুকে অটো রিয়েক্ট নিতে হয়।

তো অটো রিয়েক্ট নেওয়ার জন্য কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। সেগুলো পূরো পূরি ভাবে আমি এই পোস্ট এ আপনাদের জানাবো৷ তো নিচে আমি সেই স্টেপ গুলো দিয়ে দিচ্ছি।

 

ফেসবুক পোস্ট এ অটো রিয়েক্ট নেওয়ার উপায়

ফেসবুক অটো রিয়েক্ট আমরা একটি ওয়েব সাইটের মাধ্যমে নিবো, তো এর জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। নিম্নে সেগুলো দেওয়া হলোঃ-

১. একটি ফেক ফেসবুক আইডি,
২. অটো রিয়েক্ট নেওয়ার উপায়।

তো এখান থেকে প্রথম টি, অর্থাৎ ফেসবুক ফেক আইডি আশা করি আপনারা নিজেই খুলে নিতে পারবেন। তবে ফেক আইডি নিয়ে কিছু বলার আছে আপনাদের,

 

ফেক ফেসবুক আইডি

ফেক ফেসবুক আইডি লাগবে কেন? এই প্রশ্ন নিশ্চয়ই মনে এসেছে আপনার। তো এর কারণ হলো ফেক আইডি দিয়ে ওয়েব সাইট এ লগ ইন করতে হবে। আসল আইডি দিয়ে লগ ইন করলে সেই আসল আইডি ব্লক হয়ে যেতে পারে। তাই একটি ফেক আইডি খুলে নিবেন যাতে মেইন আইডি তে সমস্যা না হয়।

আর একটি কথা সেটা হলো, ফেক আইডি টি খুলে সেটা রিয়েল আইডি এর মতো সাজিয়ে নিবেন আর আইডি তে নিজের ইমেইল দিয়ে সেটা আপ করে দিবেন। কারণ আসল আইডি দিয়ে খুললে আইডি ব্লক চাঞ্চ কম হবে। আর চাইলে টেম্প মেইল দিয়েও আইডি খুলতে পারেন। তবে সেটা হলে আইডি ব্লক চাঞ্চ অনেকটা বেড়ে যেতে পারে। তো আসল ইমেল দিয়েই খুলবেন আর সেটাকে ভেরিফাই ও করে নিবেন।

 

অটো রিয়েক্ট নেওয়ার উপায়

এই স্টেপ টি ভালো করে বুঝে পড়বেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ। এই স্টেপ পূরণ করলেই আপনারা অটো ফেসবুক রিয়েক্ট নিতে পারবেন। এই স্টেপ এর আরো একটি মূল বিষয় হলো, আপনার ফোনে ফেসবুকের জন্য কোন এপ রয়েছে, ফেসবুক অফিসিয়াল এপ নাকি ফেসবুক লাইট এপ? যদি উত্তর হয় ফেসবুক লাইট তাহলে একটু ঝামেলা। কেন এটা বললাম নিচে তা বলছি।

 

Facebook Official App

ফেসবুক অফিসিয়াল এপ থাকলে কোনো ঝামেলা হবে না, শুধু নিজের ফেক আইডি টি নিজের ফেসবুক এপ এ লগ ইন থাকবেন আর সব প্রাইভেসি পাবলিক রাখবেন। কোনক কিছু অনলি মি, বা ফ্রেন্ডস রাখবেন না।

 

Facebook Lite

যদি এই এপ আপনার ফোনে থাকে তাহলে আপনাকে আলাদা করে যে ব্রাউজার দিয়ে ওয়েব সাইটের মাধ্যমে রিয়েক্ট নিবেন সেই ব্রাউজারে ফেসবুক এর ওয়েবসাইটে গিয়ে ফেক আইডি লগ করতে হবে।

এখন আপনার ব্যাপার আপনি নিজের ফোনে কোনটা রাখবেন। যেটাই রাখুন কাজ হবে একই রকম।

 

ফেসবুকে অটো রিয়েক্ট নেওয়া উপায়

নিচে কয়েকটি স্টেপ দিচ্ছি যা ফলো করলে ফেসবুকে খুব সহজে আপনারা অটো রিয়েক্ট নিতে পারবেন।

স্টেপ ১ঃ প্রথমে এমন ব্রাউজার ওপেন করুন যেটায় সকল কিছু সাপোর্ট করবে। যেমনঃ গুগল ক্রোম। আর আমি সাজেস্ট করবো গুগল ক্রোম দিয়েই এই কাজ করার।

স্টেপ ২ঃ এবার এই ওয়েব সাইটে যান।

স্টেপ ৩ঃ এবার একটু নিচে নামুন দেখবেন একটা বাটন আছে যেখানে লেখা আছে Log In With Facebook সেখানে ক্লিক করে দিন।

স্টেপ ৪ঃ এবার আপনাদের ব্রাউজারে আরেকটা পেজ ওপেন হবে। সেখানে আপনারা একটু নিচে নামলে একটা বাটন পাবেন, Allow Permission নামক সেটায় ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে যদি আপনার ফেসবুক এপ টি অফিসিয়াল টা হয় তবে সেখানে নিয়ে যাবে। (এখানে একটা কথা মনে রাখবেন আগে থেকে ফেসবুক এপ এ ফেক আইডি লগ ইন রাখবেন। ভুলেও আসল আইডি দিয়ে লগ ইন করবেন না) আর যদি লাইট ইউজার হন তাহলে ক্রোমে ফেক আইডি লগ ইন রাখবেন। সেখানে আপনাদের একটা পার্মিশন এলাও করতে হবে। সেটা করে দিবেন।

স্টেপ ৫ঃ এবার আবার ক্রোমের আগের পেজে ফিরে এসে Verify Login এ ক্লিক করে দিবেন।

স্টেপ ৬ঃ এবার আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে সেখানে একটি রি-ক্যাপচা পাবেন। সেটা করে দিবেন। আপনাকে লগ ইন করিয়ে দিবে।

স্টেপ ৭ঃ এবার কয়েকটা অপশন পাবেন, সেখান থেকে Auto Reaction এ ক্লিক করে দিবেন।

স্টেপ ৮ঃ এবার আপনাকে ২ টা অপশন দিবে Own Profile or Custom Link, সেখান থেকে Custom Link এ ক্লিক করে দিবেন। এর পর সেখানে আপনি আপনার রিয়েল আইডি এর যে পোস্ট এ রিয়েক্ট নিবেন সেটার লিংক দিয়ে দিবেন। এর পর সেন্ড রিয়েকশন এ ক্লিক করবেন।

স্টেপ ৯ঃ এবার আপনাকে বলবে কী কী রিয়েকশন নিবেন। পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন। এর পর সেন্ড রিয়েকশন এ ক্লিক করবেন।

ব্যাস কাজ শেষ, দেখুন আপনার পোস্ট এ রিয়েকশন চলে গেছে। একেবারে সর্বোচ্চ ৮০ – ১৫০ টা রিয়েকশন পাবেন। আশা করি আপনাদের পোস্ট টি ভালো লেগেছে। তবে এই অটো রিয়েক্ট না নেওয়াই ভালো। তাও লাগলে নিতে পারেন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment