জাভা ফোনের জন্য ৩ টি হাই গ্রাফিক্স গেম ।। হুবহু এন্ডয়েডের মজা পাবেন

আজকে আমি জাভা ইউজারদের জন্য নিয়ে এসেছি ৩ টি হাই গ্রাফিক্স এবং সুন্দর গেম। গেমগুলো বানিয়েছে গেমলফ্ট কোম্পানি। আর আপনারা জানেন GameLoft এর গেম মানেই হাই গ্রাফিক্স গেম। মুলত জাভা গেম কখনো এন্ড্রয়েডের মতো অতটাও হাই গ্রাফিক্স হয় না। কিন্তু এই ৩ টি গেম হুবহু এন্ডয়ডের মতো মজা নিতে পারবেন। পোস্টেএ কোথাও ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন। কমেন্ট করতে পারেন। কমেন্ট করে এর পোস্টের আপনাদের মতামত দিতে পারেন। তো চলুন শুরু করা যাক।

This Article Cover The Tropics

Clash Of Clans

এই সম্পর্কে এন্ডয়েড, জাভা সব ইউজার রাই জানেন। আবার অনেক জাভা ইউজার এখনো এই গেম খেলেন নি। তাই এই গেম এর মজাও নিতে পারেন নি তারা। এই গেমটিতে আপনারা হুবহু এন্ড্রয়েড এর মজা পাবেন না। কিন্তু জাভা ফোনো যতটুকু সম্ভব মজা পাওয়া যায় ততটুকু আপনারা পেয়ে যাবেন। এই সম্পর্কে কিছু বলতে হবে না। কারণ যারা এই গেম খেলেন নি তারাও এই গেম কিভাবে খেলতে হয় তা জানেন। তো এই গেম খেলার সময় আপনাদের মনে হবে আপনারা এন্ডয়েডের ক্ল্যাস অফ ক্ল্যান লাইট গেম খেলছেন। তো গেমটি সম্পর্কে যেনে যদি ভালো লাগে তাহলে  ডাউনলোড করে নিবেন। Download Clans Of Clans For Java

Green Farm 3

এই গেমটি একদম হুবহু এন্ডয়েডের Green Farm 3 গেমের মতোই। একটুও ভিন্নতা নেই। এই গেমটি আমি অনেক দিন যাবত খেলার পরও শেষ করতে পারি নাই। এই গেমটিতে আমি এখন মাত্র ২৩ লেভেলে আছি। আর যত লেভেল এগোনো যায় তত লেভেল কঠিন হয়। আর এটাই খেলার মজা। এই গেম টি খেললে আপনাদের ও যে ভালো লাগবে তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার আসি গেমটির কাহিনি নিয়ে,, এই গেমের কোনো কাহিনি নেই একদম সিম্পল গেম। এই গেমে আপনাকে ছোট্ট একটা ফার্ম দেওয়া হবে। সেখানে আপনাকে গরু, ছাগল, মুরগি, পিগ, কুকুর, ঘোড়া ইত্যাদি পালতে হবে তার সাথে ধান, আখ, টমেটো, স্টবেরি, ভুট্টা, ইত্যাদি চাষ করতে হবে। এবং আপেল গাছ, লেবু গাছ, অলিভ-ওয়েল, আম, কলা, লিচু ইত্যাদি গাছ লাগাতে হবে। সেখান থেকে আপনারা পশু থেকে দুধ, ডিম চাষ করা ফসল থেকে ফলিত ফসল এবং গাছ থেকে ফল সেগুলো আপনাদের কালেক্ট করতে হবে। সেগুলো আবার বাজাতে বিক্রি করতে হবে সেটা থেকে টাকা পাবেন। আর সেগুলো দিয়ে ফার্ম বড় করতে হবে। এবং আপগ্রেড করতে হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে যা আপনারা গেম না খেললে বুঝতে পারবেন না। Green Farm 3 গেম এর ডাউনলোড লিংক Downlaod Green Farm 3 For Java

My Little City 

অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন যে এবার কি গেম নিয়ে আলোচনা করবো। এই গেমটিও প্রায় Green Farm 3 এর মতো কাহিনি। তবে গেমে কোনো ফার্ম না। এই গেমে আপনাকে বানাতে হবে আপনার নিজের একটি শহর। এই গেমেও আপনারা এন্ডয়েডের এ মজা পাবেন। এই গেমটি Gameloft কোম্পানির একটি অত্যান্ত পাবলিশ হওয়া একটি গেম। এই গেমটি তে আপনারা অনেক মজা পাবেন। সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো গেমটির একটি স্ক্রিনশট দেখে নিন।

My

Little City গেমটি ডাউনলোড করে নিন। Download My Little City For Java

আজ এই পর্যন্ত। গেম গুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।

Share the article..

Leave a Comment