বাংলাদেশ পুলিশ কন্সটেবল নিয়োগ ২০২২

হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বাংলাদেশ এ কন্সটেবল পুলিশ নিয়োগ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

গত ১ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশে কন্সটেবল পুলিশ নিয়োগ। নিজের দেশের হয়ে কিছু করে দেখানোর জন্য এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। বিশেষ করে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার বসে আছেন তারা এই চাকরি টা পাওয়ার জন্য একটি চাঞ্চ অবশ্যই নিবেন। নিচে এই চাকরি এর বিষয়ে বিস্তারিত বলা রয়েছে।

দেশের ৬৪ টি জেলার মোট ৪ হাজার টি পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে থেকে ৩,৪০০ জন পুরুষ ও ৬০০ জন নারী চাঞ্চ পাবেন।

 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ

নিয়োগদাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
পদের নামঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যাঃ ৪,০০০টি
আবেদনের তারিখঃ ১ থেক ২৮ ফেব্রুয়ারি ২০২২
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান
প্রার্থীর ধরণঃ পুরুষ ও মহিলা (উভয়ক্ষেত্রে অবিবাহিত)
অনলাইনে আবেদনের ঠিকানাঃ http://police.teletalk.com.bd

 

বাংলাদেশে পুলিশ নিয়োগ ২০২২

বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখ করা মোবাইল ফোন নম্বরে এসএমএস করে নির্বাচিত হওয়ার ব্যাপারে নিশ্চিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের নিজ জেলার সংশ্নিষ্ট পুলিশ লাইনস ময়দানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সকাল ৯টায় শারীরিক মাপ ও পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে।

আরো পড়ুনঃ অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট

 

পুলিশ কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম জিপিএ ২.৫০ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে শারীরিক যোগ্যতাও।

২. আবেদনের ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে যেসব আগ্রহীর বয়সসীমা ১৮ বছর থেকে ২০ বছরের মধ্যে থাকবে, তাঁরাই আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা ও বয়সের ভিন্নতা রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।

৩. পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটায় বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। বয়স ও উচ্চতার সাথে শারীরিক ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬’৬।

৪. নারী প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বয়স ও উচ্চতার সাথে শারীরিক ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬’৬।

কনস্টেবল পদের আবেদন যেভাবে

১. প্রথমে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

২. police.teletalk.com.bd/trc ওয়েবসাইটে গিয়ে Application Form for Trainee Recruit Constable [TRC] লিংকে ক্লিক করলে পাঁচটি অপশন বা লিংক চোখে পড়বে।

৩. এখানে সার্কুলার, আবেদনে ছবি ও স্বাক্ষর আপলোড সংক্রান্ত নির্দেশনা, আবেদনের নিয়মাবলির ভিডিও টিউটরিয়াল, সঠিকভাবে আবেদন করার ধাপ ও বর্ণনা দেওয়া আছে। দরকারি নির্দেশনাগুলো দেখার পর http://police.teletalk.com.bd/trc লিংক থেকে Aplication Form – এ ক্লিক দিয়ে ধাপ অনুসারে অনলাইন আবেদন ফরম টি আপনার পূরণ করতে হবে।

৪. আবেদনে ছবি ও স্বাক্ষর আপলোড সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে এই লিংকে http://police.teletalk.com.bd/trc/options/help.php আবেদন ফি (৩০ টাকা) দিতে হবে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে।

৫. আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রেপেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা জমা দিতে হবে।

৬. অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর ( ৩০০ বাই ৮০ পিক্সেল) ও রঙিন ছবি ( ৩০০ বাই ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

 

তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment