Operator News

সকল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন।আমরা এখন প্রায় সবাই মোবাইল ব্যবহার করে থাকি।আপনি যে এই আরটিকেলটি পড়তেছেন আপনিও মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করেই সকল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ আরটিকেলটি পড়তেছেন সকল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ গুলো জানার জন্য। আমি আজকে আপনাদের সাথে সেয়ার করবো রবি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১। বাংলালিংক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১। টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১। এয়ারটেল সিম নাম্বারটি দেখার নিয়ম ২০২১। জিপি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১।

আমরা প্রায় সবাই একাধিক সিম ব্যবহার করে থাকি আমাদের মোবাইলে। কিন্তু আমরা আমাদের একটা সিম নাম্বার মনে রাখলেও অন্য একটি সিম রাখি অই সিম নাম্বার মনে থাকে না। ফলে অনেক সময় অনেক সমস্যা পরতে হয়।এখন আপনানের সমস্যা পরতে হবে না।আজকে আপনাদের সাথে সেয়ার করবো বাংলাদেশের সকল সিমে নাম্বার দেখার উপায়।আপনারা ইচ্ছা করলে সকল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ এই আরটিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন। বেশি কথা না বলে মুল প্রসঙ্গে যাওয়া যাক।সকল সিমের নাম্বার দেখার উপায়

রবি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

রবি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১।( How to check Robi number)  অনেকের মনে প্রশ্ন রবি নাম্বার কিভাবে দেখে? রবি নাম্বার দেখার উপায় খুব সহজ। রবি নাম্বার দেখার করার জন্য আপনার মোবাইল থেকে নিচের কোড নাম্বার ডায়াল করে উক্ত সিমের নাম্বার দেখতে পারবেন। যেই সিমের নাম্বার দেখতে ইচ্ছুক অই সিম থেকে আপনাকে একটি কোড ডায়াল করে নাম্বার দেখতে হবে।

রবি নাম্বার চেক বা দেখার কোড (Robi Number Check Code) হচ্ছে 2# অথবা *1402*4#।
এই নাম্বার কোডটি ডায়াল করে রবি সিমের নাম্বারে দেখা যাবে।

আরো পড়ুনঃ সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ২০২১

বাংলালিংক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

বাংলালিংক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১।( How to check bl number) অনেকের মনে প্রশ্ন বাংলালিংক নাম্বার কিভাবে দেখে? বাংলালিংক নাম্বার দেখার উপায় খুব সহজ। বাংলালিক নাম্বার দেখার করার জন্য আপনার মোবাইল থেকে নিচের কোড নাম্বার ডায়াল করে উক্ত সিমের নাম্বার দেখতে পারবেন। যেই সিমের নাম্বার দেখতে ইচ্ছুক অই সিম থেকে আপনাকে একটি কোড ডায়াল করে নাম্বার দেখতে হবে।

বাংলালিংক নাম্বার দেখার কোড (Banglalink Number Check Code) হলো *511#
বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য উক্ত কোডটি মোবাইল থেকে ডায়াল করুন।

টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১।(How to check Telitalk number) অনেকের মনে প্রশ্ন টেলিটক নাম্বার কিভাবে দেখে?টেলিটক নাম্বার দেখার উপায় খুব সহজ। টেলিটক নাম্বার দেখার করার জন্য আপনার মোবাইল থেকে নিচের কোড নাম্বার ডায়াল করে উক্ত সিমের নাম্বার দেখতে পারবেন। যেই সিমের নাম্বার দেখতে ইচ্ছুক অই সিম থেকে আপনাকে একটি কোড ডায়াল করে নাম্বার দেখতে হবে।আরো দেখুনঃ  টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড – টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়

টেলিটক নাম্বার চেক বা দেখার কোড (Teletalk Number Check Code) হচ্ছে *551#। টেলিটক সিমের নাম্বার জানার জন্য মোবাইল থেকে উক্ত কোডটি ডায়াল করতে হবে।অনেকের এটা ডায়াল করেও কাজ করে না। তাদের জন্য টেলিটক নাম্বার দেখার উপায় P লিখে সেন্ড করে দিন 154 নাম্বারে। তাহলে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনার নাম্বার এবং আপনি কোন প্যাকেজে আছেন তা।

এয়ারটেল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

এয়ারটেল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১।( How to check Airtel number) অনেকের মনে প্রশ্ন এয়ারটেল নাম্বার কিভাবে দেখে? এয়ারটেল নাম্বার দেখার উপায় খুব সহজ। এয়ারটেল নাম্বার দেখার করার জন্য আপনার মোবাইল থেকে নিচের কোড নাম্বার ডায়াল করে উক্ত সিমের নাম্বার দেখতে পারবেন। যেই সিমের নাম্বার দেখতে ইচ্ছুক অই সিম থেকে আপনাকে একটি কোড ডায়াল করে নাম্বার দেখতে হবে।

এয়ারটেল নাম্বার চেক বা দেখার কোড (Airtel Number Check Code) হচ্ছে *2#।
এয়ারটেল সিমের নাম্বার জানার জন্য মোবাইল থেকে উক্ত কোডটি ডায়াল করতে হবে।

জিপি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১

জিপি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১। (How to check gp number)  অনেকের মনে প্রশ্ন জিপি নাম্বার কিভাবে দেখে? জিপি নাম্বার দেখার উপায় খুব সহজ। জিপি নাম্বার দেখার করার জন্য আপনার মোবাইল থেকে নিচের কোড নাম্বার ডায়াল করে উক্ত সিমের নাম্বার দেখতে পারবেন। যেই সিমের নাম্বার দেখতে ইচ্ছুক অই সিম থেকে আপনাকে একটি কোড ডায়াল করে নাম্বার দেখতে হবে।

জিপি নাম্বার চেক বা দেখার কোড (GP Number Check Code) হচ্ছে *2#।
জিপি সিমের নাম্বার জানার জন্য মোবাইল থেকে উক্ত কোডটি ডায়াল করতে হবে।

মনে রাখার সুবিধার জন্য আপনাদের আর একবার সর্ট করে বুঝানোর চেষ্টা করলাম। রবি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ এবং জিপি সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ এবং এয়ারটেল সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ এই ৩টি সিম নাম্বার দেখার কোড কিন্তু একই *২#। বাংলালিংক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ কোড হলো *৫১১# এবং টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম ২০২১ কোড হলো *৫৫১#

আসা করি আপনাদের আর কোনো সিম নাম্বার জানতে কোনো সমস্যা হবে না।আপনাদের মনে বা থাকলে আপনারা এই পেজটি বুকমার্ক করে রাখতে পারেন।
ধন্যবাদ সম্পুর্ন পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য

Shakil Ahamed

চেষ্টা করলে সফল অবশ্যই হওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button